তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচনে সকাল থেকেই কংগ্রেসের জয়ের ঝড় শুরু হতেই রাজ্যে কংগ্রেসের প্রধান রেবন্ত রেড্ডি খবরের শিরোনাম কেড়েছেন। এদিকে, রেবন্ত রেড্ডি জয়ের দিকে যেতেই তাঁর সঙ্গে সকালে দেখা করতে আসেন তেলাঙ্গানার ডিজিপি অঞ্জনী কুমার। এরপরই নির্বাচন কমিশন অঞ্জনি কুমারকে সাসপেন্ড করার ঘোষণা করে। কমিশনের বিধি তিনি মনা মানায় তাঁকে পদ থেকে সাসপেন্ড করা হয়। এমনই দাবি সংবাদ সংস্থা এএনআইয়ের।
রবিবার সকাল থেকেই তেলাঙ্গানা সহ ৪ রাজ্যে ফলাফল ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে ছিল কড়া ফোকাস। তেলাঙ্গানায় এদিন সকাল থেকেই ট্রেন্ড বলে দিয়েছে কংগ্রেসের জয়ের বার্তা। এদিকে, বেলা গড়াতেই ফলাফল স্পষ্ট হতে থাকে। তেলাঙ্গানার কংগ্রেস প্রধান রেবন্ত রেড্ডিকে ঘিরে শুরু হয় দলীয় সমর্থকদের উচ্ছ্বাস। তারই মাঝে তেলাঙ্গানার ডিজিপি আসেন রেবন্তের সঙ্গে দেখ করতে। এই ঘটনায় নির্বাচন কমিশনের নির্বাচনী বিধি লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছে, নির্বাচন কমিশন। তার জেরেই তাঁকে পদ থেকে সাসপেন্ড করা হল। উল্লেখ্য, ডিজিপির সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার সঞ্জয় জৈন। উল্লেখ্য, তখনও রেবন্ত রেড্ডি একজন ভোটের প্রার্থী। তাঁর সঙ্গে দেখা করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান ডিজিপি সহ বাকি পুলিশ কর্তারা। এদিকে, তেলাঙ্গানার কংগ্রেসের প্রধান রেবন্তই এখন সেরাজ্যের মুখ্যমন্ত্রীর সম্ভাব্য মুখ। ফলে তাঁর সঙ্গে তড়িঘড়ি দেখা করা নিয়ে পুলিশ কর্তাদের এই উদ্যোগ বিধি ভঙ্গের আওতায় আসে।
( Video: 'একটা ভবিষ্যদ্বাণী করেছিলাম...' রাজস্থান নিয়ে কী বললেন মোদী?)
উল্লেখ্য, তেলাঙ্গানার ২২৯০ জন প্রার্থীর মধ্যে রেবন্তের সঙ্গেই দেখা করেন ডিজিপি। তখনও ভোটের ফলাফল ঘোষণা হয়নি। তখনও তেলাঙ্গানার ১৬ টি রাজনৈতিক দল ভোটের যুদ্ধের মাঝে। তখনও স্পষ্ট হয়নি তেলাঙ্গানার জনমত। এই পরস্থিতিতে রাজ্যের ডিজিপি কংগ্রেসের প্রার্থী তথা সেই দলের প্রধান রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করার ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা হতে শুরু করে। এরপরই পদক্ষেপ করে নির্বাচন কমিশন। উল্লেখ্য, তেলাঙ্গায় ভারত রাষ্ট্রসমিতিকে মসনদকে সরিয়ে এবার সেখানে বসতে চলেছে কংগ্রেস। ভোটের ট্রেন্ড এদিন এমনই নির্দেশ দিয়েছে।