অগস্ত্য নন্দার বলি ডেবিউ করার খবর মোটামুটি সকলেরই জানা। আপনি না জানলে বলে দেই, জোয়া আখতারের সিনেমা যা ‘আর্চি কমিক্স’-এর বলিউড রিমেক, তাতে অভিনয় করতে চলেছেন এই তরুণ, যিনি অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দার ছেলে। তবে, বচ্চন পরিবারের তরফ থেকে এতদিন এই নিয়ে মুখ খোলেননি কেউ। বরং, খবর নিয়ে মুখ বন্ধ রাখাই বেছে নিয়েছিলেন সকলে। তবে, এবার অমিতাভ দিলেন গ্রিন সিগন্যাল।
নেটফ্লিক্সের অ্যাকশন মিউজিক্যাল ‘দ্য অর্চিস’-এ শাহরুখ খান-গৌরী খানের মেয়ে সুহানা খান ও শ্রীদেবী-বনি কাপুর কন্যা খুশি কাপুরের সাথে ডেবিউ করবেন অগস্ত্য। এবার সোশ্যাল মিডিয়ায় নাতনিকে শুভেচ্ছা জানাতে দেখা গেল বিগ বিকে। আরও পড়ুন: অজয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অমিতাভের! যা বলে বিগ বি'র মুখ বন্ধ করলেন সিংহম
শ্বেতা বচ্চন নন্দা আর ব্যবসায়ী নিখিল নন্দার ছেলে অগস্ত্যকে দেখা যাবে জোয়া আখতারের সিনেমায় অর্চি অ্যান্ড্রুর চরিত্রে। টুইটারে অমিতাভ লেখেন, ‘অগস্ত্য… ওর জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমাদের জন্য এর থেকে খুশির খবর আর কী বা হতে পারে! আমার আশীর্বাদ, আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা তোমার সাথে সবসময় আছে… ভালো কাজ করো… আর পতাকা এভাবেই উঠিয়ে রাখো।’
— Amitabh Bachchan (@SrBachchan) April 18, 2022
যদিও সোমবার এই নিয়ে টুইট করলেও পরে তা মুছে ফেলেন অমিতাভ। এদিকে জোয়াও এখনও ছবির কাস্ট নিয়ে মুখ খুলতে চাননি। জানা যাচ্ছে সুহানা অভিনয় করবেন ভেরোনিকা লজের চরিত্রে আর খুশিকে দেখা যাবে বেটি কুপারের ভূমিকায়।