বাংলা নিউজ > বায়োস্কোপ > Animal BO: বক্স অফিসে ঝড়! বিস্তর বিতর্কের পরেও ৯ দিনেই প্রায় ৪০০ কোটি ছুঁয়ে ফেলল রণবীরের অ্যানিম্যাল

Animal BO: বক্স অফিসে ঝড়! বিস্তর বিতর্কের পরেও ৯ দিনেই প্রায় ৪০০ কোটি ছুঁয়ে ফেলল রণবীরের অ্যানিম্যাল

বিস্তর বিতর্কের পরেও ৯ দিনেই প্রায় ৪০০ কোটি ছুঁয়ে ফেলল রণবীরের ছবি

Animal BO: বিতর্ক ছাপিয়ে গিয়েও লাফিয়ে লাফিয়ে বাড়ছে অ্যানিম্যালের আয়। ভারতীয় বক্স অফিসে রণবীর কাপুরের ছবি প্রায় ৪০০ কোটি ছুঁয়ে ফেলল। মুক্তির পর নবম দিনে কত আয় করল ছবি?

অ্যানিম্যাল মুক্তি পাওয়ার পর থেকে এই ছবিকে নিয়ে যেমন একদিকে বিতর্ক তৈরি হয়েছে তেমনই অন্যদিকে সব কিছুকে ছাপিয়ে গিয়ে তরতরিয়ে বাড়ছে এই ছবির আয়। মাত্র ৯ দিনেই রণবীর কাপুরের এই ছবি প্রায় ৪০০ কোটি টাকার গণ্ডিকে ছুঁয়ে ফেলেছে। নবম দিনে ভারতীয় বক্স অফিসে এটি ৩৭ কোটি টাকা ঘরে তুলেছে বলেই জানানো হয়েছে।

অ্যানিম্যাল ছবির বক্স অফিস কালেকশন

গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে অ্যানিম্যাল। আর তারপর থেকে বিন্দুমাত্র শ্লথ হয়নি তার আয়ের গতি। লাফিয়ে লাফিয়ে বেড়ে গিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙার এই ছবিটির আয়। মুক্তির প্রথমদিনই বক্স অফিসে এটি ৬৩.৮ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিন অ্যানিম্যাল ঘরে তোলে ৬৬.২৭ কোটি টাকা। তৃতীয় এবং চতুর্থ দিন যথাক্রমে আয় করে ৭১.৪৬ এবং ৪৩.৯৬ কোটি টাকা। ৩৭.৪৭ এবং ৩০.৩৯ কোটি টাকা আয় করে পঞ্চম এবং ষষ্ঠ দিনে। সপ্তম দিনে বক্স অফিসে অ্যানিম্যাল ছবির আয় ২৪.২৩ কোটি। অর্থাৎ সবটা মিলিয়ে প্রথম সপ্তাহে রণবীর কাপুরের ছবি বক্স অফিসে মোট ৩৩৭.৫৮ কোটি টাকা আয় করে। এরপর আবার উইকএন্ড আসতেই বাড়ে বক্স অফিস কালেকশন। শুক্রবার অর্থাৎ অষ্টম দিনে এই ছবিটি ২২.৯৫ কোটি আয় করলেও শনিবার সেটা বেড়ে হয় ৩৭ কোটি টাকা। ফলে বর্তমানে ৯ দিনে অ্যানিম্যাল প্রায় ৩৯৮.৫৩ কোটি টাকা আয় করেছে। এমনটাই জানানো হয়েছে সচনিল্কের রিপোর্টে।

আরও পড়ুন: বৃষ্টি মাথায় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে রূপম-অনিন্দ্যর সঙ্গে গাইলেন ৪৭ হাজার মানুষ! নিমেষে ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: কার কাছে কই মনের কথার পরাগের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যোগ! দাদাগিরিতে ফাঁস কোন সত্য?

অন্যদিকে বিশ্বজুড়েও এই ছবি ভালো ব্যবসা করছে বলেই জানা গিয়েছে। ৮ দিনে এটি বিশ্বজুড়ে মোট ৬০০.৬৭ কোটি টাকা আয় করেছে।

অ্যানিম্যাল প্রসঙ্গে

অ্যানিম্যাল ছবিটির পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন রণবীর কাপুর। তাঁর বিপরীতে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানাকে। এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ। ছবিটিকে নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। কখনও দাবি করা হয়েছে এখানে উগ্র পৌরুষকে উদযাপন করা হয়েছে, কখনও বলা হয়েছে এই ছবি নারী বিদ্বেষী। এছাড়াও তৃপ্তি দিমরি এবং রণবীরের নগ্ন দৃশ্য থেকে রণবীর রশ্মিকা ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়েও অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে।

বায়োস্কোপ খবর

Latest News

এই সূর্যগ্রহণ ৫ রাশির জন্য তৈরি করবে প্রতিকূল পরিস্থিতি, থাকতে হবে খুব সতর্ক থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পাওয়া চিকিৎসক পেলেন 'পুরস্কার'! অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা কলকাতায়, বাংলার আরও জেলা ভাসবে নিম্নচাপের জেরে রাত ২.৩০-এ ম্যাসেজ করে রুমে ডাকত- রোহিতকে নিয়ে বড় রহস্য ফাঁস করলেন পীযূষ চাওলা ‘বাংলাদেশে মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে…’: তসলিমা নাসরিন বিয়ের পিঁড়িতে সৌমিতৃষা, কনের সাজেও চোখমুখ ঘিরে চাপা টেনশন-ভয়, সেই ছবি এল সামনে প্রথম স্ত্রীর মৃত্যুর একবছর পর বিয়ে কল্পনা দাসকে, CJI-এর অর্ধাঙ্গিনী বাঙালিই নন! CBI জেরার মুখে তৃণমূলের চিকিৎসক MLA, কী বললেন উত্তরবঙ্গ লবির অন্যতম 'মুখ'? আত্মবিশ্বাসী জোসে মোলিনা, নিজেদের সেরাটা দেওয়ার অঙ্গীকার নিলেন মোহনবাগান কোচের পাকিস্তানকে হারালেও ভারতের উপর চাপ তৈরি করতে পারবে না বাংলাদেশ- দীনেশ কার্তিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.