বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipta-Soumya Reception: লেহেঙ্গায় ঠিকরে বেরোচ্ছে দ্যুতি! রিসেপশন লুকে সুদীপ্তাকে দেখে চোখ সরছে না সৌম্যর

Sudipta-Soumya Reception: লেহেঙ্গায় ঠিকরে বেরোচ্ছে দ্যুতি! রিসেপশন লুকে সুদীপ্তাকে দেখে চোখ সরছে না সৌম্যর

সুদীপ্তা-সৌম্যর রিসেপশন লুক

Sudipta-Soumya Wedding Reception:হালকা বেগুনি লেহেঙ্গায় যেন রাজকন্য়ে সুদীপ্তা, ম্যাচিং আনারকলি-শেরওয়ানিতে ঝলমলে সৌম্য,রইল জুটির রিসেপশনের প্রথম ছবি। 

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর বউমা হয়েছেন ‘সোহাগ জল’-এর বেণী। টেলিপাড়ার অতি পরিচিত মুখ সুদীপ্তা গত ১লা মে গাঁটছড়া বেঁধেছেন তৃণমূলের যুবনেতা সৌম্য বক্সীর (Soumya Bakshi) সঙ্গে। বিয়ের পর্ব মিটেছে সব নিয়ম-রীতি মেনে। বৃহস্পতিবার পালা নবদম্পতির গ্র্যান্ড রিসেপশনের। এদিন নিকো পার্কের ইস্টসাইড প্যাভেলিয়ানে বসেছে সুদীপ্তা-সৌম্যর রিসেপশন।

লাল সামিয়ানা, জুঁই ফুলে মোড়া গোটা ভেন্যু, ঝুলছে ঝারবাতি। ফুলের চাদরে মোড়া বর-কনের বসবার জায়গা। এদিন তৃণমূলের নেতা-নেত্রীরা হাজির নবদম্পতিকে আর্শীবাদ দিতে। পৌঁছেছেন অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সকলের দেখা মিলল সুদীপ্তার রিসেপশনের।

বিয়েতে লাল বেনারসিতে একদম বাঙালি সাজে পাওয়া গিয়েছিল নায়িকাকে। রিসেপশনের সাজে থাকল চমক। এদিন হালকা বেগুনি রঙা ফ্লোরাল লেহেঙ্গায় নিজেকে সাজালেন সুদীপ্তা, সঙ্গে গলায় হিরের হার আর ঢেউ খেলানো খোলা চুলে অপরূপা নতুন কনে। কলকাতারই এক নামী ডিজাইনারের লেহেঙ্গায় ধরা দিলেন অভিনেত্রী। তবে ফিউশনে সাজে থাকল বাঙালিয়ানার ছোঁয়াও। হাতে শাঁখা-পলা, মাথাভর্তি সিঁদুরে ধরা দিলেন সৌম্য বক্সী ঘরণী।

অতিথি আপ্যায়নে ব্যস্ত তৃণমূলের যুব নেতা। স্ত্রীর সঙ্গে মিল রেখেই সেজেছেন তিনিও। আনারকলি-শেরওয়ানিতে দেখা মিলল স্মিতা বক্সী পুত্রের। বউয়ের উপর থেকে চোখ সরল না সৌম্যর। নবদম্পতির জন্য গত কয়েকদিন ধরেই শুভেচ্ছার বন্যা বয়ে গেছে নেটদুনিয়ায়।

রিসেপশনেও আমন্ত্রিত মুখ্যমন্ত্রী। তবে তিনি হাজির হবেন কিনা, তা স্পষ্ট নয়। এদিন গ্ল্যামার জগতের তারকারাও পৌঁছেছেন জুটিকে শুভেচ্ছা জানাতে। আমন্ত্রিতের সংখ্যা প্রায় আড়াই হাজার। খাওয়া-দাওয়ার এলাহি বন্দোবস্ত রয়েছে রিসেপশনের আসরে। বাঙালি থেকে মোগলাই কিংবা কন্টিনেন্টাল কিছুই বাদ নেই। 

আরও পড়ুন- তৃণমূল নেতা সৌম্যর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সুদীপ্তা, মিসেস বক্সী হলেন অভিনেত্রী!

বছর দেড়েক আগেই সৌম্যর সঙ্গে প্রেমে শিলমোহর দিয়েছিলেন সুদীপ্তা, এবার চার হাত এক হল। তিন বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তাঁরা, সোশ্যাল মিডিয়াতেও রোম্যান্সের ঝলক উঠে আসে মাঝেমধ্য়েই। বিজয়া সম্মিলনীতে আলাপ দুজনের। এরপর বন্ধুত্ব আর প্রেম। অবশেষে কাঙ্খিত পরিণতি পেল সৌম্য-সুদীপ্তার সম্পর্ক। মিস থেকে মিসেস হলেন নায়িকা।

বিয়ের পর রীতি মেনে শ্বশুরবাড়িতে ভাত-কাপড়ের অনুষ্ঠান সেরেছেন সুদীপ্তা। তাঁর সেই লুকও নজর কেড়েছে সকলের। সবুজ বেনারসি আর সোনার গয়নায় ঝলমলে অভিনেত্রী।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘সবই তো বুঝলাম বউ…’, বিয়ের পর প্রথম পুজো,রোম্যান্টিক মুডে কৌশাম্বি! নালিশ আদৃতের 'সিস্টেমের জন্যই ফস্কে গেল জয়…' হরিয়ানার কংগ্রেস যেন বাংলার বিজেপি 'একাধিক কারণেই…' আশ্বিনে বিয়ে করার কারণ খোলসা করলেন রূপসা, কবে যাচ্ছেন হানিমুনে গণইস্তফা দিয়ে চাপ বাড়ালেন ডাক্তাররা, নবান্ন দিল কড়া বার্তা, কারা রইলেন চাপে? '৩৭০ ধারা সরালে কাশ্মীর জ্বলবে ভেবেছিল অনেকে, কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে' জঙ্গি হামলায় হারিয়েছেন বাবাকে, উপত্যকায় বাজিমাত বিজেপির সেই মহিলা প্রার্থীর টেক্কার প্রিমিয়ারে রাজকীয় লুকে দেব-রুক্মিণী, হাজির টোটাও পুজোর আমেজে টলিউড, শুভশ্রী থেকে শ্রাবন্তী-শোলাঙ্কি কে কেমন সাজলেন পঞ্চমীতে? ছোট্ট ‘দুর্গা’দের নিয়ে একদিনের প্যান্ডেল হপিং! উডল্যান্ডসের অভিনব উদ্যোগ আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিকের জাদু ক্ষমতা, এসব বলা বেআইনি, সতর্ক করল মন্ত্রক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.