দাদাগিরিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে মাঝে মধ্যেই তাঁর মেয়ে সানাকে নিয়ে কথা বলতে শোনা যায়। বাদ দেন না স্ত্রী ডোনা বা মা নিরুপমা দেবীকে নিয়ে কথা বলতে। আগামী রবিবারের পর্বেও ঘটতে চলেছে সেই এক ঘটনা। এদিন জি বাংলার তরফে যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানেই এমন কিছু ধরা পড়ল।
দাদাগিরি ১০ এ সানাকে নিয়ে কী বললেন সৌরভ?
এদিন জি বাংলার তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁর মেয়েকে নিয়ে একটি গল্প বলতে শোনা যাচ্ছে। তিনি এদিন প্রতিযোগীদের গল্প করে বলেন, 'ডোনা সব জায়গায় মেয়েকে খুঁজে ফেলেছে। শেষে আমায় ফোন করে বলে সানাকে পাচ্ছি না। তখন আমি ওকে বলি যে সানা তো আমার কাছেই বসে।' এটা শুনে সকলে হেসে ফেলেন।
আরও পড়ুন: 'বাবা বেদম পিটিয়েছিল', রণবীরকে মারতেন ঋষি কাপুর! গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে কোন গল্প শোনালেন?
আরও পড়ুন: 'আমার মতো ভুল...' নেশায় বুঁদ হয়ে শেষ হয়েছে কেরিয়ার, ভক্তদের কীসের থেকে সাবধান করলেন হানি সিং?
প্রসঙ্গত ডোনা গঙ্গোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে সানা গঙ্গোপাধ্যায় ইংল্যান্ডে রয়েছেন। সেখানে হায়ার স্টাডিজ শেষ করে তিনি চাকরি করছেন। মেয়েকে এই চাকরি করা নিয়েও একটি পরামর্শ দিয়েছেন। কিছুদিন আগে দাদাগিরিতে রাজনন্দিনী পাল খেলতে এসেছিলেন। সেখানে এসে তিনি জানান, আমি তো খুব শপিং করি। সারাক্ষণ বাড়িতে বেল বেজে যায়। আর পার্সেল ঢুকতে থাকে আমার নামে। তো তখন মা বাবাকে ম্যানেজ করে। বলে মায়ের নামে পার্সেল এসেছে। অসেল আমি তো তেমন বাইরে গিয়ে শপিং করতে পারি না। তাই অনলাইনে। আর বাইরে গেলেও মা যায় সঙ্গে।' এরপরই রাজনন্দিনী সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করেন, 'তুমি সানাকে নিয়ে শপিংয়ে যাও?' উত্তরে দাদা বলেন, 'না যাই না। গেলেও ব্যাগ বইতে যাই। তবে আমার বাড়িতেও। রোজ একবার করে ঘণ্টি বাজেই। পার্সেল আসে রোজই। আর এখন তো ও চাকরি করে, বাইরে থাকে। বিল পর্যন্ত দেখায় না। তবে আমি বলি চাকরি করা মানে কিন্তু খালি খরচ করা না। সেভিংসও করা উচিত।'
আরও পড়ুন: প্রচার ছেড়ে নাম-সংকীর্তনের অনুষ্ঠানে হাজির সায়নী! ভক্তদের সঙ্গে নেচে নেচে গাইলেন কৃষ্ণগান
দাদাগিরি ১০ প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।