প্রযোজককে ধর্ষণে অভিযুক্ত শাকিব খান। আর তা নিয়ে আপাতত উত্তাল ঢালিউড। চলছে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। এদিকে ২০১৭ সালে যে ছবির শ্য়ুটিং করতে গিয়ে শাকিব এই কাণ্ড ঘটিয়েছিলেন বলে অভিযোগ, এবার মুখ খুললেন 'অপারেশন অগ্নিপথ' ছবির পরিচালক আশিকুর রহমান।
পরিচালক আশিকুর রহমানের লিখিত বয়ানে জানিয়েছন, ‘শাকিব খানকে নিয়ে যে অভিযোগ উঠেছে তা ত্রুটিপূর্ণ ও অবাস্তব।’ আশিকুর জানান, ঠিক কী ঘটেছে তা জানতে ২০১৭ সালে তিনি এবং রবিউল রবি এবং শাকিব খানের আইনি পরামর্শদাতা কোগরা থানায় গিয়েছিলেন। সেসময় শাকিব খানের আইনজীবী পুলিশের সঙ্গে আলাদা একটি ঘরে বিষয়টি নিয়ে প্রায় ১ ঘণ্টা কথা বলেন। পুলিশের তদন্তকারী আধিকারিকরা জানিয়েছিলেন, শাকিবের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মেলেনি। এরপর তদন্তকারী আধিকারিকরা ফোনে অভিনেতার সঙ্গে কথা বলেন, তিনি তখন সিডনিতে শ্যুটিং করছিলেন। পুলিশের কর্তারা তাঁকে নিশ্চিন্তে শ্যুটিং করতে বলেছিলেন।'
আশিকুর রহমান আরও জানান, 'শাকিব খান ২০১৬ ও ২০১৮, দু'বার অস্ট্রেলিয়ায় শ্যুটিং করতে গিয়েছিলেন। ২০১৬ সালে শাকিব ৭-৮দিনের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন। এরপর ২০১৮ সালে সুপার হিরো নামে একটি ছবির শ্যুটিংয়ে অস্ট্রেলিয়া যান। অভিযোগ ওঠে শাকিব নাকি অস্ট্রেলিয়া থেকে পালিয়ে আসেন। কিন্তু এধরনের অভিযোগ উঠলে শেষপর্যন্ত খতিয়ে না দেখা পর্যন্ত দেশছাড়া যায় না। ২০১৬ ও ১৮, দু'বারই সম্মানের সঙ্গেই শাকিব অস্ট্রেলিয়া গিয়েছিলেন এবং ফেরেন।'
আরও পড়ুন-প্রযোজককে নাকি ধর্ষণ করেন শাকিব, শ্যুটিংয়েও ডাকতেন যৌনকর্মী, উঠল অভিযোগ
আরও পড়ুন-'লড়াই আইনিভাবে হবে', ধর্ষণকাণ্ডে 'মিথ্যা বদনাম' দেওয়ায় শাকিবকে হুমকি দিলেন রহমত

অষ্ট্রেলিয়ায় শুটিং চলাকালীন নিউ সাউথ ওয়েলস রাজ্যের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী রে উইলিয়ামসের সঙ্গে (বামদিন থেকে) আশিকুর রহমান, বুবলী ও শাকিব খান
এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা প্রযোজক রহমত উল্লাহের ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন শাকিব খান। পাশাপাশি রহমতকে ভুয়ো প্রযোজক বলেও দাবি করেন শাকিব। যদিও পাল্টা হুমকি দিয়ে রহমতও জানিয়েছেন লড়াই তিনি আইনি পথেই করবেন।
এদিকে শাকিব খানের বিরুদ্ধে ওঠা ধর্ষণকাণ্ডে নায়কের পাশে দাঁড়িয়েছেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলি। এই ঘটনায় অভিযোগকারিণীর সঙ্গে আলাদা করতে কথা বলতে দেখা যায় অপু বিশ্বাসকে। অন্যদিকে শবনম বুবলি পাল্টা প্রশ্ন ছু়ড়ে বলেন, ‘শাকিবের ইমেজ নষ্টের চেষ্টা চলছে। তাই যদি হবে তাহলে শাকিবের সঙ্গে মধ্যরাতে কী করছিলেন অভিযোগকারিণী
?’
এদিকে প্রযোজক রহমত উল্লাহ যা দাবি করেছিলেন তা বেশ ভয়ঙ্কর। শুধু শাকিব খানের বিরুদ্ধে তাঁর সহ প্রযোজককে ধর্ষণের অভিযোগ করেই থামেন রহমত। দাবি করেন,‘শ্যুটের সময় শাকিবকে নাকি নিয়মিত পতিতালয়ে যেতেন। আর তা না হলে হোটেলেই যৌনকর্মীদের আনতে হত।আর সেসবই হত প্রযোজের টাকায়।’