বিশ্বজুড়ে প্রতি বছরই ধুমধাম করে ইস্টার পালন করা হয়ে থাকে। ক্রিশ্চান ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অন্যতম পবিত্র এবং গুরুত্বপূর্ণ দিন। মনে করা হয় যিশু খ্রিস্টকে যখন ক্রুশ বিদ্ধ করা হয় তার তিনদিন পর তিনি আবারও জীবিত হয়ে ফিরে এসেছিলেন। যিশু খ্রিস্টকে ক্রুশ বিদ্ধ করার পর তাঁকে কবর দেওয়া হয়েছিল। কিন্তু তিন দিন পর তিনি কবর থেকে উঠে আসেন এবং তাঁর অন্যতম শিষ্যা মেরি ম্যাগডেলেনকে দেখা দেন। তাই এই দিনটিকে ইস্টার হিসেবে পালন করা হয় অর্থাৎ যেদিন মৃত্যুর পরবর্তী জীবন থেকে আবার নশ্বর পৃথিবীতে ফিরে এসেছিলেন যিশু।
বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনটি কীভাবে পালিত হয় চলুন জেনে নেওয়া যাক
বারমুডায় লোকজন ঘুড়ি উড়িয়ে ইস্টার পালন করে থাকেন। তাঁরা নিজেরাই টিস্যু দিয়ে ঘুড়ি বানান যা আকাশ ওড়ালে একটি বিশেষ ধরনের শব্দ করে।
নরওয়েতে এই দিন মার্ডার রহস্য পাঠ করা হয়ে থাকে। বাদ যায় না ক্রাইম থ্রিলার। বিশ্বের অনেক জায়গায় এই রীতি পালন করা হয়। এমনকি একাধিক টিভি চ্যানেলেও নানা ধরনের ক্রাইম থ্রিলার দেখানো হয়।
পোল্যান্ডের লোকজন জলে নেমে একে অন্যের সঙ্গে মারপিট করেন। এভাবেই তাঁরা ইস্টার পালন করে থাকেন। এটাই হল তাঁদের মজার পদ্ধতি এই বিশেষ দিনকে উদযাপন করার জন্য।
আরও পড়ুন: খোলা পিঠ জুড়ে কবিতার লাইন, সাদা - লালের নকশি কাঁথার গাউনে প্রাচ্য - পাশ্চাত্য মেলালেন মনামী
গ্রিকে আবার সবাই ইস্টারের দিন নিজেদের বারান্দা থেকে মাটির জিনিস পত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলেন। ঠিক সকাল ১১ টায় তাঁরা এই কাজ শুরু করেন। আসলে এইভাবে ঘরের অব্যবহৃত জিনিস তাঁরা বাইরে বের করে দেন।