বাংলা নিউজ > বায়োস্কোপ > Babil Khan at Qala Screening: নতুন ছবির প্রচারে ইরফান-পুত্রের সঙ্গে দেখা টাবুর, ভক্তদের চোখে জল! কেন

Babil Khan at Qala Screening: নতুন ছবির প্রচারে ইরফান-পুত্রের সঙ্গে দেখা টাবুর, ভক্তদের চোখে জল! কেন

কলা ছবির বিশেষ স্ক্রিনিংয়ে টাবু-বাবিল

Babil Khan at Qala Screening: বৃহস্পতিবার কলা ছবির বিশেষ স্ক্রিনিং ছিল। সেখানে বাবিল খান এবং টাবুর দেখা হয়। অভিনেত্রী বাবিলকে জড়িয়ে ধরেন এবং শুভেচ্ছা জানান।

শুক্রবার, ২ ডিসেম্বর মুক্তি পেল ইরফান খানের পুত্র বাবিল খান অভিনীত ছবি ‘কলা’। এটা বাবিলের প্রথম ছবি। এটি একটি সাইকোলজিক্যাল ড্রামা। অন্বিতা দত্ত এই ছবির পরিচালনা করেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় বাবিলের সঙ্গে দেখা গিয়েছে তৃপ্তি দিমরি, স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রমুখকে। বৃহস্পতিবার এই ছবির বিশেষ স্ক্রিনিং ছিল। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাবু। ইরফানের বন্ধু তথা সহকর্মী বাবিলকে তাঁর প্রথম কাজের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি বাবিলকে এই অনুষ্ঠানে জড়িয়ে ধরেন। এই মুহুর্তের ভিডিয়োগুলো অনলাইনে আসার পরই ইরফান ভক্তরা দারুন ইমোশনাল হয়ে পড়েন।

এক ভক্ত এই ভিডিয়ো শেয়ার করেন এবং লেখেন, 'আমি কেঁদে ফেলতে পারি। আমি টাবু বা ইরফানকে নিয়ে বেশি কথা বলতে চাই না, শুধু এটুকু বলব আমি তাঁদের এবং তাঁদের ছবিকে ভীষণ ভালোবাসি। আর এটাই হচ্ছে সেই মুহূর্ত যেটা ম্যাটার করে।' তিনি যে ভিডিয়ো শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে বাবিল টাবুর দিকে দৌড়ে আসছেন এবং তাঁকে জড়িয়ে ধরছেন। টাবুও নিজের আনন্দ ধরে রাখতে পারেননি ওকে দেখে। দুজনকেই দারুন আনন্দিত এবং ইমোশনাল দেখাচ্ছিল।

এক ভক্ত এই ভিডিয়োতে কমেন্ট করে লেখেন, ' আশা করব তাঁর কাজ যেন ভীষণ ভালো হয়, সবার ভালো লাগে। তিনি যেন এই ইন্ডাস্ট্রি থেকে ভীষণ ভালোবাসা পান। অনেক শুভেচ্ছা বাবিল।' আরেকজন লেখেন, 'আমি এবার কেঁদেই ফেলব এটা দেখে। এটা কী ভীষণ ইমোশনাল।'

বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে বাবিলের মা এবং ইরফানের স্ত্রী সুতপা সিকদার উপস্থিত ছিলেন। তৃপ্তি দিমরিকেও এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ে দেখা গিয়েছে। ১৯৩০ সালের প্রেক্ষাপটে একজন গায়িকা এবং তাঁর মায়ের গল্পকে এই ছবিতে তুলে ধরা হয়েছে। গায়িকার চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি এবং তাঁর মায়ের ভূমিকায় থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

ইরফান খানের সঙ্গে না চাইতেও বাবিলের একটা তুলনা এসে যাচ্ছে, আর সেই বিষয়ে কথা বলতে গিয়ে বাবিল একবার হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, 'এটা একটা ভারের মতো। আমি ব্যক্তি হিসেবে যখন যে কাজটা করছি তাতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। করেছি। আমরা এই ছবিটির শ্যুটিং দুই বছর আগে করেছি। অভিনেতা হিসেবে আমার মধ্যে অনেক উন্নতি এবং বদল ঘটেছে। তাই আমার মনে হয় তখন এটা করলে আরও ভালো হতো, ওটা করলে আরও ভালো হতো, ইত্যাদি। কিন্তু আমি বিশ্বাস করি আপনি যে কাজই করুন না কেন সেটা একটা সফর। আর তার মধ্যে নিজের ইগোর কোনও জায়গা থাকতে পারে না।'

বন্ধ করুন