চর্চিত প্রেমিকের গাড়ি করে বেরোচ্ছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সেই মুহূর্তে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন অভিনেত্রী। শিখর পাহারিয়ার হাতে গাড়ির স্টিয়ারিং। পাপারাৎজ্জির ভিড় ঠেলে গাড়ি নিয়ে বেরোতে রীতিমতো নাজেহাল দশা বলিউডের এই চর্চিত জুটির।
বলিউডে কান পাতলে জোর গুঞ্জন, শিখর পাহারিয়ার সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। যদিও এই সম্পর্কে নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউই। তবে একাধিক পার্টিতে, বিভিন্ন অনুষ্ঠানে বা ক্যাফেটেরিয়ার দেখা মেলে এই চর্চিত জুটির। সোমবার রাতে করণ জোহরের বাড়ি থেকে বেরোতে গিয়েই ছবি শিকারিদের লেন্সে ধরা পড়েন তাঁরা। আরও পড়ুন: ‘পাঠান’-এর সিক্যুয়েল নিয়ে কী ভাবনা-চিন্তা, সাংবাদমাধ্যমের সামনে অকপট শাহরুখ
পাপারাৎজ্জিরা ক্যামেরা তাক করতেই লজ্জায় লাল হয়ে উঠে হেসে ফেলেন জাহ্নবী। গাড়ির ভিতরে বসে শিখরের সঙ্গে কিছু কথোপকথন করতে দেখা যায় অভিনেত্রীকে। দুজনে করণ জোহরের বান্দ্রার বাড়িতে এক পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন। বাদামী রঙের মিনি ড্রেসের সঙ্গে এ দিন ওভারকোট পরে দেখা মেলে জাহ্নবীর। ফুলহাতা সোয়েটারের সঙ্গে ডেনিম জিনস পরে দেখা যায় শিখরকে। পাপারাৎজ্জিদের দেখেে হাত নাড়িয়ে সম্বর্ধনা করেন অভিনেত্রী। নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এরপরই নেটিজেনদের মধ্যে জুটির প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
শুধু সিনেমা নয়, ব্যক্তিগত জীবনের কারণেও চর্চায় থাকেন জাহ্নবী কাপুর। ভিডিয়োয় প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেনের মন্তব্য, ‘জাহ্নবী মুখে কিছু না বলেই প্রকাশ্যে নিজের প্রেমিকের নাম ঘোষণা করেছেন’। অন্য একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘তাঁদের একসঙ্গে দেখতে ভালো লাগছে’। অপর এক অনুরাগী লেখেন, ‘সে লাজুক বোধ করেছে (হাসি ইমোজি)’। কারও মন্তব্য, ‘তিনি কতজনকে ডেট করবেন?’ কেউ লেখেন, ‘টাইমপাসের বয়ফ্রেন্ড'।
২০১৮ সালে ‘ধড়ক’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন জাহ্নবী। সদ্য অনন্ত এবং রাধিক আম্বানির বাগদান পার্টিতে যোগ দিয়েছিলেন জাহ্নবী কাপুর। চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রীকে। রিয়া কাপুরের পার্টি হোক, কিংবা ডিসেম্বরে দিল্লিতে এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা মিলেছিল এই চর্চিত জুটির।
জাহ্নবীর প্রেমের ইতিহাস কিন্তু বেশ লম্বা। প্রথম ছবির কোস্টার ইশান খট্টরের সঙ্গে প্রেম করেছিলেন বছরখানেক। মুম্বইয়ের ব্যবসায়ী পরিবারের ছেলে অক্ষত রঞ্জনের সঙ্গে প্রেম ছিল বলিউডে পা রাখার আগে। ছোটবেলা থেকেই চিনতেন একে-অপরকে। ডিয়ার জিন্দেগির প্রিমিয়ারে অক্ষতের সঙ্গে এসেছিলেন, শ্রীদেবীর মৃত্যুর পরও জাহ্নবীর পাশেপাশে ছিলেন অক্ষত। তবে বলিউডে পা রাখার পরই এই সম্পর্ক ফিকে হতে শুরু করে।
কফি উইথ করণের শেষ সিজনেই করণ জোহর আভাস দিয়েছিলেন ‘দুই ভাই’-এর সঙ্গে প্রেম করেছেন সারা আর জাহ্নবী। তখন থেকেই ছড়িয়ে পড়ে পাহারিয়া ব্রাদার্স বীর আর শিখর পাহারিয়ায়ার সঙ্গে সম্পর্কে ছিলেন সারা ও জাহ্নবী। এই ঘটনার পর মুম্বইয়ে একসঙ্গে কফির আড্ডায় ধরা দিয়েছিলেন জাহ্নবী-শিখর। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি শিখর পাহারিয়া। দীর্ঘ দিন আগে পরস্পরকে ডেট করতেন তাঁরা। এরপর দুজনের আলাদা হয়ে যাওয়ার খবর চাউর হয়। যদিও ফের নতুন করে একসঙ্গে দেখা যাচ্ছে এই জুটিকে।