জওয়ানের আয় দিন দিন কমেই চলেছে। গত শুক্রবার একসঙ্গে একাধিক ছবি মুক্তি পেয়েছে, আগামীতেও পুজোর আগে আগেই একগুচ্ছ ছবি আসছে হিন্দি-বাংলা মিলিয়ে আর এই সমস্ত কিছুর মধ্যেই কমছে জওয়ানের টিকিটের চাহিদা। ফলে লাগাতার পতন দেখা যাচ্ছে জওয়ানের বক্স অফিস কালেকশনে। মুক্তির পর চতুর্থ বুধবার, অর্থাৎ ৪ অক্টোবর এই ছবি মোট ২ কোটি টাকার ব্যবসা করেছে।
গত বুধবার জওয়ান মাত্র ২ কোটি টাকার ব্যবসা করেছে যা এই ছবি মুক্তি পাওয়ার পর থেকে সব থেকে কম। ফলে এই ছবিকে একজন ব্যবসার অঙ্কের নিরিখে হার মানতে হচ্ছে ফুকরে ৩ -এর মতো সদ্য রিলিজ করা ছবির কাছেও।
জওয়ান বক্স অফিস কালেকশন
২৮ তম দিনে অর্থাৎ ৪ অক্টোবর বক্স অফিসে জওয়ান মাত্র ২ কোটি টাকা আয় করেছে। যা ৩ অক্টোবর, মঙ্গলবারের থেকেও কম। মঙ্গলবার ছবিটি ২.০৫ কোটি টাকার ব্যবসা করেছিল। অন্যদিকে বুধবার এটা মাত্র ২ কোটি আয় করেছে। ফলে এখন শাহরুখ খান অভিনীত জওয়ান ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৬১৫.৭২ কোটি টাকায়।
প্রসঙ্গত সোমবার জওয়ান বক্স অফিসে ৬.৮৫ কোটি টাকা আয় করেছিল, সেখান থেকে এক ধাক্কায় মঙ্গলবার অনেকটাই কমে যায় ছবির ব্যবসা।
আরও পড়ুন: ডাঙ্কি-র প্লট প্রকাশ্যে! শাহরুখের সিনেমা কি তবে ভারত-কানাডা ইস্যু নিয়ে?
আরও পড়ুন: ‘জওয়ান,পাঠান যেখান থেকে করেছে…’, বাঘাযতীনের গানের প্রযুক্তিতে লেগেছে বিশাল টাকা, ফাঁস করলেন দেব
অন্যদিকে ফুকরে ৩ মোটের উপর বেশ ভালোই ব্যবসা করে যাচ্ছে। বুধবার এই ছবি ৩.৬৫ কোটি টাকা ঘরে তুলেছে, ফলে এখন এটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৩.৬৫ কোটি টাকায়।
জওয়ান প্রসঙ্গে
জওয়ান ছবিটি ৭ সেপ্টেম্বর মুক্তি পায়। মুখ্য ভূমিকায় শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, প্রমুখকে দেখা যায়। অন্যান্য চরিত্রে ছিলেন সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা, প্রমুখ। অ্যাটলি পরিচালিত এই ছবিটির আয় এখন যতই কমুক এটা কিন্তু বক্স অফিসে একাধিক রেকর্ড গড়েছে, এবং ভেঙেছে। চলতি বছরের সব থেকে ব্যবসা করা ছবিও বটে এটি।