টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)। ১৪ নম্বর সিজন শুরু হওয়ার পরই দর্শকের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শোয়ে সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চন। শোয়ে উপস্থিত প্রতিযোগীদের বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রচুর পরিমানে আর্থিক পুরস্কার জেতার সুযোগ রয়েছে কেবিসিতে।
সর্বশেষ পর্বে দিল্লির আয়ুষ গর্গকে ৮০০০ মিটারের বেশি উচ্চতার প্রথম পর্বত শৃঙ্গ কোনটি যা মানুষ জয় করেছেন, তা প্রশ্ন করা হয়েছিল। অপশনে দেওয়া হয়েছিল- ক) অন্নপূর্ণা, খ) লোটসে, গ) কাঞ্চনজঙ্ঘা, ঘ) মাকালু। হট সিটে বসে একাধিক প্রশ্নের মুখোমুখি আয়ুষ গর্গ। ১ কোটির এই প্রশ্নের উত্তর কী আপনার জানা আছে?
আরও পড়ুন: বৌমা পদ্মশ্রী পাওয়ার পর অমিতাভ-জয়ার কী প্রতিক্রিয়া ছিল? ফাঁস ঐশ্বর্যর
দুর্ভাগ্যবশ,ত আয়ুষ গর্গ 'খ) লোটসে' বেছে নিয়েছিলেন। সঠিক উত্তর হল ‘ক) অন্নপূর্ণা।’ এই পর্বের ঝলক সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছিল।
হোস্ট অমিতাভ বচ্চন আয়ুষকে প্রশ্ন করেছিলেন, এদিন সঙ্গে করে কাকে নিয়ে এসেছে সে? উত্তরে আয়ুষ বলেছিলেন, ‘স্যার, আমি আমার বান্ধবী আরুশি শর্মাকে নিয়ে এসেছি।’ ক্যামেরাটি তখন প্রতিযোগীর বান্ধবীর দিতে প্যান করে, যিনি দর্শকদের মধ্যে বসে ছিলেন। এরপরই বিগ বি বলে ওঠেন, ‘নতুন প্রজন্ম’।
আরও পড়ুন: 'বলিউডের সব খান, বিশেষ করে আমির খান কিংবদন্তি', বয়কট ট্রেন্ডে মুখ খুললেন একতা
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, অমিতাভ বচ্চন বলেছিলেন, ‘আমি এই প্রথম শুনছি এবং সঙ্গে করে বান্ধবীকে নিয়ে এসেছেন শুনে গর্ব বোধ করছি। বাহ! দারুণ।’ প্রেমিকার সঙ্গে কীভাবে পরিচয় আয়ুসের সেসব নিয়েও প্রতিযোগীর সঙ্গে গল্পগুজবে মেতে উঠেছিলেন বিগ বি। তিনি আরও কৌতুক করে বলেন, ‘একটা কথা বলুব ভাই সাহাব। নিজের জন্য জিজ্ঞেস করছি না আমি। এই অনলাইন ডেটিং কী করে হয়।’