বাংলা নিউজ > বায়োস্কোপ > Nusrat Jahan: কেক কেটে ঈশানের জন্মদিন পালন, ছেলের জন্য কী প্রার্থনা করলেন নুসরত?

Nusrat Jahan: কেক কেটে ঈশানের জন্মদিন পালন, ছেলের জন্য কী প্রার্থনা করলেন নুসরত?

ছেলের জন্য কী প্রার্থনা করলেন নুসরত?

Nusrat Jahan: নুসরত জাহান এবং যশ দাশগুপ্তর ছেলে ঈশান ২ বছরে পা দিল। ছেলের জন্মদিনে মা হিসেবে বিশেষ প্রার্থনা করলেন নুসরত। কী চাইলেন তিনি এদিন?

নুসরত জাহান এবং যশ দাশগুপ্তর সন্তান ঈশান দুই বছরে পা দিল। ২০২১ সালের আজকের দিনে ভূমিষ্ট হয় সে। একই সঙ্গে জন্ম নিয়েছিল হাজারো বিতর্ক। নুসরতের সন্তানের বাবা কে, তাঁর প্রথম বিয়ে ভাঙা সবটা নিয়েই তখন চর্চা তুঙ্গে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবটাই দমে গিয়েছে। আর দেখতে দেখতে তাঁদের একরত্তি দুই বছরে পা দিল। আর সেই উপলক্ষ্যে একটা অনুষ্ঠানের আয়োজন করেন অভিনেত্রীরা।

ছেলের জন্মদিন এই বছর কীভাবে কাটালেন নুসরত এবং যশ সেটা দেখা গেল তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে। যদিও এখনও পর্যন্ত সেভাবে তাঁরা কেউই ছেলের মুখ দেখাননি। তবে কী কী দেখা মিলল নুসরতের পোস্টে? ঈশানের জন্য থালায় রাখা আছে দই, পায়েস আর মিষ্টি। এছাড়াও একটি জু থিমের কেক দেখা যায়, সেখানে হাতি, ঘোড়া, বাঘ, সিংহ সবই আছে। আর এ হেন ছবি পোস্ট করেই নুসরত ছেলের জন্য শুভ কামনা চাইলেন সকলের থেকে।

আরও পড়ুন: নুসরত-ঈশানের রবিবার যাপন, বাহারি জুতো পরে কোথায় চললেন মা-ছেলে?

আরও পড়ুন: রাজনীতি-অভিনয় নিয়ে দারুণ ব্যস্ত নুসরত, তার মাঝেও রবিবারের ছুটির দুপুর কার সঙ্গে কাটালেন

অভিনেত্রী তাঁর এই স্টোরিতে লেখেন, 'দুই বছর হল ঈশানের। সবাই ওকে আশীর্বাদ করুন।' এখন ঈশানকে মাঝে মধ্যে শুটিংয়ে নিয়ে যান নুসরত। সে সেখানে গিয়ে মায়ের কাজ দেখে। কদিন আগে এমন একটা ছবিও পোস্ট করেন নায়িকা। যদিও ছেলের মুখ সেখানেও ঢেকে রেখেছিলেন তিনি। আসলে তিনি বা যশ কেউই এখনই ছেলের ছবি প্রকাশ্যে আনতে চাইছেন না।

<p>নুসরতের স্টোরি</p>

নুসরতের স্টোরি

প্রসঙ্গত কিছুদিন আগে নুসরত এবং যশ তাঁদের প্রযোজনা সংস্থা খুলেছেন। সেই সংস্থার প্রথম ছবি হল মেন্টাল। এখানে তাঁদেরকেই মুখ্য ভূমিকায় দেখা যাবে। আপাতত সেটার শুটিং চলছে। এছাড়াও অভিনেত্রীর নামে দুর্নীতির অভিযোগ উঠেছেল কদিন আগে যদিও অভিনেত্রী সেসবই অস্বীকার করেছেন।

বন্ধ করুন