বাংলা নিউজ > বায়োস্কোপ > Sandipta on Rahul-Priyanka: ‘ওরা ভালো থাকুক’, রাহুল-প্রিয়াঙ্কার ভাঙা দাম্পত্য জোড়া লাগায় সহজ-কথা সন্দীপ্তার

Sandipta on Rahul-Priyanka: ‘ওরা ভালো থাকুক’, রাহুল-প্রিয়াঙ্কার ভাঙা দাম্পত্য জোড়া লাগায় সহজ-কথা সন্দীপ্তার

রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে মুখ খুললেন সন্দীপ্তা 

Sandipta on Rahul-Priyanka: একটা সময় রাহুলের সঙ্গে তাঁর প্রেম নিয়ে কম রটনা ছড়ানো হয়নি টলিউডে। যদিও সেই চর্চাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সন্দীপ্তা। আপতত খুল্লমখুল্লা প্রেম করছেন অভিনেত্রী, পাত্রও টলিউডের অন্দরের লোক। 

ছোটপর্দার হিট জুটি তাঁরা। একটা সময় দুজনের প্রেম নিয়ে কম কানাঘুষো শোনা যায়নি। অফস্ক্রিনেও একসঙ্গে সময় কাটাতেন তাঁরা, ঘুরতে যেতেন এদিক-সেদিক। ওই শাহরুখের ছবি সংলাপ মেনে- ‘এক লড়কা অউর লড়কি কভি দোস্ত নেহি হো সকতে’, ভেবে নিয়েছিল সকলেই। কথা হচ্ছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর সন্দীপ্তা সেনের। কিন্তু দু-জনে বহুবার স্পষ্ট জানিয়েছেন তাঁরা শুধুই ভালো বন্ধু। আরও পড়ুন-‘ওদের প্রথম যখন কথা হচ্ছে…!’, একসময় খেয়েছিলেন চুমু! রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে মুখ খুললেন রুকমা

কালের নিয়মে প্রেম এসেছে সন্দীপ্তার জীবনে, সেই প্রেম গোপন রাখেননি ছোটপর্দার ‘দুর্গা’। সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। কিছুদিন আগেই প্রেমিককে নিয়ে বিদেশ সফরও সেরে এসেছেন। সন্দীপ্তার প্রেমিক এক নামী ওটিটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্মচারী। এর মাঝেই পুরোনো প্রেম ফিরেছে রাহুলের জীবনে। প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে ভাঙা দাম্পত্য় জোড়া লেগেছে নায়কের। ছেলে সহজের জন্য সব ভুল বোঝাবুঝি ভুলে এক হয়েছেন ‘চিরদিনই তুমি যে আমার জুটি’। খুশি তাঁদের ভক্তরা।

রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্ক ভাঙার পর নায়কের নাম জড়িয়েছিল সন্দীপ্তার সঙ্গে, সেই নিয়ে নিয়ে অভিযোগের আঙুল ওঠে নায়িকার দিকে। প্রথম কলকাতাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন-‘একটা সময় চারিদিকে এ ধরণের চর্চা শুনে সত্যিই হাসি পেত। অনেকবার এই বিষয় নিয়ে সাফাই তো গিয়েছিল। তারপরেও মানুষ এই নিয়ে চর্চা চালিয়েই গিয়েছে।' প্রেমে পড়লে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করব, বরাবর বলেছেন সন্দীপ্তা। কাজেও করে দেখিয়েছেন।

প্রিয়াঙ্কা-রাহুলের দাম্পত্য জোড়া লাগা প্রসঙ্গে সন্দীপ্তা বলেন, 'আমি তখনও দেখেছি প্রিয়াঙ্কা-সহজ আসত, আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া করতাম। মনোমালিন্য হয়েছিল সেটা ওদের ব্যাপার। সহজের জন্য ওরা যে সব ভুলে আবার এক হয়েছে সেটা কিন্তু খুব ভালো বিষয়। ওদের তিনজনের জন্য খুব ভালো ব্যাপার। এটা খুব অনুপ্রেরণা দেবে। আমি চাইব ওরা ভালো থাকুক। সহজ আমার খুব প্রিয়, সহজের ভালো চাই সবসময়'।

আপতত চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা। এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই নায়িকার। শান্তিতে প্রেম করতে চান। অভিনেত্রী আপাতত ছোটপর্দা থেকে দূরে। শেষে ‘করুণাময়ী রাণী রাসমণি’ উত্তর পর্বে দেখা গিয়েছে তাঁকে। তবে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন পুরোদমে। হইচই-এর নষ্টনীড় সিরিজে শেষ দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’-এর হাত ধরে বড়পর্দাতেও আত্মপ্রকাশ করেছেন সন্দীপ্তা।

বন্ধ করুন