বাংলা নিউজ > বায়োস্কোপ > Anam Mirza: মা হলেন সানিয়া মির্জার বোন আনম, ছেলে হল না মেয়ে?

Anam Mirza: মা হলেন সানিয়া মির্জার বোন আনম, ছেলে হল না মেয়ে?

মা হলেন সানিয়া মির্জার বোন আনম

দিন কয়েক আগেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন আনম। দু'দিন আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আনম। নেটমাধ্যমে সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থায় ছবি শেয়ার করেন তিনি। মা হওয়ার পর শুভেচ্ছায় ভাসছেন তিনি।

২০২০ সালের ডিসেম্বরে দ্বিতীয়বারের জন্য গাঁটছড়া বেঁধেছিলেন সানিয়া মির্জার বোন আনম মির্জা। আজাহারের পুত্র আসাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধন হন তিনি। রীতি রেওয়াজ মেনে হায়দরাবাদে আনম-আসাদের বিয়ে হয়। দিন কয়েক আগেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন আনম।

দু'দিন আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আনম। নেটমাধ্যমে সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থায় ছবি শেয়ার করেন তিনি। কালো ফুলহাতা বডিকন পোশাকে বেবি বাম্পের একগুচ্ছ ছবি শেয়ার করেন আনম। ক্যাপশনে জানিয়েছেন, ‘গতকাল, আমাদের কন্যাসন্তান দুয়া হয়েছে। আমরা দুজনেই ভালো আছি। অনুগ্রহ করে আমাদের দুয়াকে আপনাদের প্রার্থনায় রাখুন।’ 

একরত্তি মেয়ের নাম ‘দুয়া’ রেখেছেন বলে জানিয়েছেন। এই ফটোশ্যুটটি বেশ কয়েক সপ্তাহ আগে করা বলে জানিয়েছেন আনম।

আরও পড়ুন: 'আমি অন্তঃসত্ত্বা নই...’, আচমকা কেন অনিতার নেটমাধ্যমের পাতায় ভেসে উঠল এই ছবি!

অসংখ্য সেলিব্রিটি এবং অনুরাগীরা আনম মির্জার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। নীতি মোহন, সাগরিকা ঘাটগে এবং অন্যান্যরা তাঁকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘দুয়া’ খুব সুন্দর নাম।

আরও পড়ুন: ৮০০০মিটারের বেশি উচ্চতায় প্রথম কোন পর্বত শৃঙ্গ মানুষ জয় করেছে? কোটি টাকার প্রশ্ন

আনমের পোস্টে শুভেচ্ছার বন্যা।
আনমের পোস্টে শুভেচ্ছার বন্যা।

সানিয়ার থেকে সাত বছরের ছোট আনম। পেশায় সানিয়ার বোন আনম মির্জা একজন ফ্যাশন ডিজাইনার। দিদি সানিয়ার স্টাইলিস্ট তিনি নিজেই।

আরও পড়ুন: বৌমা পদ্মশ্রী পাওয়ার পর অমিতাভ-জয়ার কী প্রতিক্রিয়া ছিল? ফাঁস ঐশ্বর্যর

২০১৬ সালের ১৮ নভেম্বর হায়দরাবাদে আকবর রশিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেনা সানিয়া মির্জার বোন। সেই বিয়েতে হাজির ছিলেন সিনেমা ও স্পোর্টস জগতের অনেক তারকা। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। শুরুটা জমকালো হলেও বছর দেড়েক পেরোতে না পেরোতেই বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। এরপর দ্বিতীয়বার আসাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

 

বন্ধ করুন