শনিবার, দেবীপক্ষের শুরুটাই ভারতের দারুণ ভাবে হল। পাকিস্তানকে দুরমুশ করে এবারের বিশ্বকাপের তৃতীয় জয় ছিনিয়ে নিয়ে জয়ের হ্যাট্রিক করল ভারত। গোটা দেশ এদিনের ম্যাচের দিকে তাকিয়ে ছিল। গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভিড় উপচে পড়েছিল। আর সেই ম্যাচের জ্বর থেকে মোটেই বাদ গেলেন না রাজ-পত্নী শুভশ্রী।
ভারত-পাক ম্যাচ নিয়ে শুভশ্রী
আর কদিন পরই রাজ শুভশ্রীর বাড়িতে নতুন সদস্য আসবে। অভিনেত্রীকে এখন মাঝে মধ্যেই প্রিয়জনদের থেকে সাধ খেতে দেখা যাচ্ছে। দ্বিতীয় সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। তার মাঝেই এই ভারত পাক হাইভোল্টেজ ম্যাচের মজা মিস করতে চাইলেন না তিনি।
শনিবারের দুপুর থেকে রাত কাটল ম্যাচ দেখেই। ছেলে ইউভানকে নিয়েই ভারতের হয়ে বাড়ি বসেই গলা ফাটালেন শুভশ্রী। করলেন সমর্থন।
আরও পড়ুন: বাড়িতে রাজনৈতিক নেতাদের আনাগোনা, তবুও দাদাগিরিতে সৌরভ বললেন 'পলিটিক্সে আগ্রহ নেই'!
আরও পড়ুন: প্রেগন্যান্সির গুজবের মাঝে ভারত-পাক ম্যাচ দেখতে হাজির অনুষ্কা, ছবি তুলে দিলেন খোদ অরিজিৎ
এদিন অভিনেত্রীকে ইনস্টাগ্রাম স্টোরিতে দুটো ছোট ছোট ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। একটিতে ভারত পাক ম্যাচের টুকরো চিত্র ফুটে উঠেছে। আরেকটিতে দেখা যাচ্ছে ইউভান বিছানায় শুয়ে খেলা দেখছে। পর্দায় দেখা যাচ্ছে বিরাট কোহলিকে। গোটা দেশের মতো যে তিনিও এদিন ক্রিকেট জ্বরে আক্রান্ত ছিলেন সেটা স্পষ্ট।
ভারত-পাক ম্যাচ
এদিন ভারত পাক ম্যাচ শুরু হওয়ার আগে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিসিসিআই। সেখানেই গান গান অরিজিৎ সিং। তিনি ছাড়াও শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং ছিলেন। অনুষ্ঠানের পর খেলা শুরু হয়। প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে পাকিস্তান। পরে সেই রান চেজ করতে নেমে অতি সহজেই মাত্র ৩০.৩ ওভারে লক্ষ্যপূরণ করে ভারত।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে মাঝে মধ্যেই রাজের সঙ্গে এই সময় বাইরে বেরোতে দেখা যায়। কিছুদিন আগেই তিনি অরিন্দম শীলের একটি পার্টিতে গিয়েছিলেন। এই গর্ভবতী অবস্থাতেও তিনি তাঁর স্টাইল এবং পোশাক দিয়ে সকলের নজর কাড়ছেন। বাদ দিচ্ছেন না বরের সঙ্গে ডিনার ডেটে যেতে।