গোপাল ভাঁড়ের কথা কে না জানে! হিন্দির বীরবল আর বাংলার গোপাল ভাঁড়ের নানা মজার কথা, গল্প সকলেরই জানা। আর তিনি যে রাজা কৃষ্ণচন্দ্রের খাস লোক ছিলেন সে কথাও অজানা নয় কারও। আর সেই রাজা কৃষ্ণচন্দ্র নাকি খুন করেছেন তাঁর পছন্দের গোপাল ভাঁড়কে! হ্যাঁ, এতদিনের সমস্ত জানা তথ্যকে এভাবেই সম্প্রতি গুলিয়ে দিলেন মন্ত্রী তথা তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস।
গোপাল ভাঁড়কে হত্যা করেছেন রাজা কৃষ্ণচন্দ্র!
সম্প্রতি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস একটি বিতর্কিত মন্তব্য করে বসেন। বলেন, 'গোপাল ভাঁড়কে খুন করেছেন রাজা কৃষ্ণচন্দ্র।' আর তিনি এই মন্তব্য করায় বেজায় ক্ষেপে গিয়েছেন নবদ্বীপের বর্তমান রানিমা ওরফে অমৃতা রায়। প্রসঙ্গত তিনি এবার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীও বটে।
আরও পড়ুন: খোলা পিঠ জুড়ে কবিতার লাইন, সাদা - লালের নকশি কাঁথার গাউনে প্রাচ্য - পাশ্চাত্য মেলালেন মনামী
উজ্জ্বল বিশ্বাসের এই মন্তব্য শোনার পর তিনি রীতিমত হুমকি দিয়ে বলেছেন, 'চ্যালেঞ্জ করছি। উনি প্রমাণ দিক এই কথার। যদি না দিতে পারেন তাহলে মানহানির মামলা করব। আমি তো উজ্জ্বল বিশ্বাসের পরিবার নিয়ে টানাটানি করছি না, তাহলে উনি আমার পূর্বসূরিদের নিয়ে এসব বলছেন কেন?' অমৃতা যতই চ্যালেঞ্জ ছুঁড়ুন না কেন, ভয় পাননি উজ্জ্বল। তিনি পাল্টা জবাব দিয়ে বলেন, 'যা বলেছি সত্যি বলেছি। মামলা করলে করুক।'
প্রসঙ্গত বাংলা সাহিত্যে গোপাল ভাঁড়কে নিয়ে ভুরি ভুরি গল্প আছে। অনেকেরই বিশ্বাস কৃষ্ণনগরের রাজা যখন কৃষ্ণচন্দ্র ছিলেন তখন সেখানে তাঁর সভায় সভাকবি ছিলেন গোপাল ভাঁড়। যদিও বাস্তবে তবে অস্তিত্ব ছিল না কিনা সেটা নিয়ে দ্বিমত আছে।