জুবিন গর্গ অহমিয়া গায়ক হলেও তিনি হিন্দি এবং বাংলায় একাধিক হিট গান উপহার দিয়েছেন। দেশজুড়ে অগণিত ভক্ত আছে তাঁর। কঙ্গনা রানাওয়াত এবং ইমরান হাশমি অভিনীত গ্যাংস্টার ছবিতে ইয়া আলি গানটি গেয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। এবার তাঁর একটি কনসার্টে ঘটে গেল একটি চরম অপ্রীতিকর ঘটনা।
আরও পড়ুন: 'ক্ষতি কী?' বিয়ে বাড়িতে গান গাওয়া বিতর্কে এবার মুখ খুললেন রাহুল বৈদ্য, সমর্থন করলেন অভিজিৎকে?
কী ঘটেছে জুবিনের শোতে?
অসমের ডিব্রুগড়ে সম্প্রতি শো ছিল জুবিন গর্গের। সেখানেই মিলিপ্রভা চুটিয়া নামক একজন মহিলা হোমগার্ড কর্মরত অবস্থায় ইউনিফর্ম পরেই মঞ্চে উঠে পড়েন। শুধু তাই নয়, কাজের ফাঁকে পছন্দের গায়ককে এত কাছ থেকে দেখে তিনি আর নিজেকে সংযত না রেখে সেই ভরা মঞ্চে দাঁড়িয়েই জুবিনকে জাপটে চুমু খান।
আর এই কাজের জন্য তাঁকে কড়া শাস্তিও পেতে হয়েছে। ডিব্রুগড়ে জেলার চাবুয়া থানায় তাঁর পোস্টিং ছিল। সেখান থেকে তাঁর এই কাজের জন্য তাঁকে বরখাস্ত করা হয়েছে।
মিলিপ্রভা যে জুবিন গর্গকে চুমু খেয়েছেন সেই মুহূর্তের ভিডিয়ো এদিন ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে প্রথমে মঞ্চে উঠে গায়কের পা ছুঁয়ে প্রণাম করেন তারপর তাঁকে জাপটে ধরে চুমু খান। তবে এই ঘটনা যখন ঘটে গায়ক কিন্তু মোটেই উত্তেজিত হননি। বা কোনও প্রতিক্রিয়া না দিয়ে শান্তই ছিলেন।
আরও পড়ুন: ২৬ কোটি ৭৬ লাখের কেবল বাড়ি! সোনা - হিরে - গাড়ি মিলিয়ে মোট কত সম্পত্তির মালিক কঙ্গনা?
কিন্তু ইউনিফর্ম পরে কর্মরত অবস্থায় এই কাণ্ড ঘটানোয় অনেকেই সেই মহিলাকে নিন্দা করেছেন। কেউ লিখেছেন, 'ইউনিফর্ম পরে ডিউটি করছেন যে সেটা ভুলে গেছেন নাকি?' কেউ আবার লেখেন, 'কাজ করতে এসেছেন এদিকে কোনও নিয়ম কানুন জানেন না দেখছি!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'পেশা দেখে আবেগে লাগাম পরাতে হয়। নিজেকে সংযত রাখতে জানতে হয়।'