বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes collection: বিশ্বকর্মা পুজোর দিনটি জমে উঠুক মজায়! পড়ুন দিনে সেরা ৫ জোকস

Bangla Jokes collection: বিশ্বকর্মা পুজোর দিনটি জমে উঠুক মজায়! পড়ুন দিনে সেরা ৫ জোকস

পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

Viral Bangla Jokes: পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। আর বিশ্বকর্মা পুজোর সকালটা হয়ে উঠুক দারুণ আনন্দের।

১। নিজেকে খুব পাকা শিকারি হিসাবে জাহির করে মামা ভাগ্নেকে নিয়ে শিকার করতে গেলেন। একঝাঁক উড়ন্ত বক দেখে মামা বলল—-

মামা: দেখিস, এখান থেকে গুলি করে একটাকে ফেলে দেব।

মামা গুলি করলেন কিন্তু একটা বকও পড়ল না।

ভাগ্নে: কই মামা, গুলি তো লাগল না।

মামা: পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটাই এখন ঘটেছে। গুলি লাগার পরও বক উড়ে যাচ্ছে।

(আরও পড়ুন: কাজ সেরে বাড়ি ফিরছেন? মেজাজ ভালো করুন দুই মিনিটে, রইল দিনের সেরা ৫ জোকস)

২। স্ত্রী: কাল তুমি পাশের বাড়ির বউদির সঙ্গে সিনেমায় গিয়েছিলে?

স্বামী: কী করব বলো? আজকালকার যা সব সিনেমা! পরিবারের সঙ্গে বসে দেখা যায় না। তাই অন্য পরিবারের একজনকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম।

(আরও পড়ুন: সকাল থেকে আকাশের মুখ ভার! কিন্তু বাতাসে থাকুক হাসির মজা! পড়ুন দিনের সেরা ৬ জোকস)

৩। পুলিশ: আপনি বলছেন, আপনার স্ত্রী আপনার দিকে একটা চেয়ার ছুঁড়ে মারলেন?

স্বামী: হ্যাঁ।

পুলিশ: তার পরে আপনার শাশুড়ি একটা টেবিল ছুঁড়ে মারলেন আপনার দিকে?

স্বামী: হ্যাঁ।

পুলিশ: তার পরে কেন আপনি ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন?

স্বামী: যখন দেখলাম, তারা দু’জনই একসঙ্গে ড্রেসিং টেবিলটার দিকে যাচ্ছে। তখন আর সাহস পেলাম না।

(আরও পড়ুন: শনিবার সকালে মেজাজ থাকুক ফুরফুরে! পড়ুন সেরা ৫ জোকস)

৪। এক পর্যটক ঘুরতে গেলেন নদীর তীরে। সেখানে গিয়ে স্থানীয় একজনকে বললেন—

পর্যটক: নদীতে নামতে পারি? কুমিরের ভয় নেই তো?

স্থানীয়: নিশ্চিন্তে নামুন। এখন আর একটি কুমিরও নেই।

পর্যটক: কুমিরগুলি কোথায় গেল?

স্থানীয়: গত দু’বছরে সব ক’টি কুমিরকে হাঙরে খেয়ে ফেলেছে।

(আরও পড়ুন: রবিবার মানেই মজায় থাকার দিন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৫। প্রচণ্ড অলস এক লোক বড়শিতে মাছ তুলে বসে আছেন। পাশ দিয়ে একজনকে যেতে দেখে কোমল স্বরে বললেন—

অলস ব্যক্তি: দাদা, মাছটা একটু খুলে দেবেন?

একটু বিরক্ত হয়েও মাছটি খুলে দিলেন লোকটি। তার পরে বললেন—

লোক: এত অলস আপনি! এক কাজ করুন। একটা বিয়ে করুন। ছেলেপেলে হলে আপনাকে কাজে সাহায্য করতে পারবে।

অলস ব্যক্তি: দাদা, আপনার জানাশোনা কোনও গর্ভবতী মেয়ে আছে?

বন্ধ করুন