বাংলা নিউজ > ঘরে বাইরে > Special Fixed Deposit Rate: ৯৯৯ দিনের বিশেষ ফিক্সড ডিপোজিটে ৮% হারে সুদ! দুর্দান্ত অফার মিলবে কয়েকদিনই

Special Fixed Deposit Rate: ৯৯৯ দিনের বিশেষ ফিক্সড ডিপোজিটে ৮% হারে সুদ! দুর্দান্ত অফার মিলবে কয়েকদিনই

FD Rates: আট শতাংশ হারে সুদ পাবেন সাধারণ ব্যক্তিরা। ৮.৫ শতাংশ হারে সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)

Bumper Fixed Deposit Rate: আট শতাংশ হারে সুদ পাবেন সাধারণ ব্যক্তিরা। ৮.৫ শতাংশ হারে সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। দারুণ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক।

আট শতাংশ সুদের হারে ৯৯৯ দিনের বিশেষ ফিক্সড ডিপোজিট করতে পারবেন। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যে সুদের হার ৮.৫ শতাংশ। এমনই সুযোগ দিচ্ছে ইএসএফ স্মল ফিনান্স ব্যাঙ্ক (ESAF Small Finance Bank)। তবে সেজন্য হাতে বেশি সময় পড়ে নেই। আগামী বুধবার পর্যন্ত সেই এফডি করতে পারবেন গ্রাহকরা।

গত ১ নভেম্বর থেকে সেই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে ইএসএফ স্মল ফিনান্স ব্যাঙ্ক। যেহেতু গত মাসে ভারতের খুচরো বাজারে মুদ্রাস্ফীতি কমে ৬.৭৭ শতাংশ ঠেকেছে (সেপ্টেম্বরে পাঁচ মাসের সর্বোচ্চ স্তরে ছিল - ৭.৪১ শতাংশ), তাই ওই বিশেষ এফডি স্কিমের ফলে লাভবান হবেন আমানতকারীরা। বিশেষজ্ঞদের মতে, সুদের হার ৮.৫ শতাংশ হওয়ায় প্রবীণ নাগরিকরা তো লাভবান হবেন। লাভ হবে বাকিদেরও। 

আরও পড়ুন: Bank Holidays in December 2022: ক্রিসমাসের মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কোন জায়গায় কবে ছুটি থাকবে?

কতদিনের মেয়াদে সুদের হার কত?

  • ৭ দিন থেকে ১৪ দিন: ৪ শতাংশ।
  • ১৫ দিন থেকে ৫৯ দিন: ৪.৫ শতাংশ।
  • ৬০ দিন থেকে ৯০ দিন: ৫ শতাংশ।
  • ৯১ দিন থেকে ১৮২ দিন: ৫.২৫ শতাংশ।
  • ১৮৩ দিন থেকে ১ বছর: ৫.৫ শতাংশ। 
  • ১ বছর ১ দিন থেকে ২ বছরের কম: ৬.৬ শতাংশ।
  • ২ বছর থেকে ৯৯৮ দিন: ৭.২৫ শতাংশ।
  • ৯৯৯ দিন (২ বছর ৮ মাস ২৬ দিন): ৮ শতাংশ।
  • ১,০০০ দিন থেকে ৩ বছর: ৭.২৫ শতাংশ।
  • ৩ বছর থেকে ৫ বছর: ৫.৭৫ শতাংশ।
  • ৫ বছর থেকে ১০ বছর: ৫.২৫ শতাংশ।

আরও পড়ুন: Voltas Shares Fall: সেনসেক্স চড়লেও এক বছরের সর্বনিম্ন Tata-র ভোল্টাসের শেয়ার!

ইএসএফ স্মল ফিনান্স ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, নয়া এবং পুনর্নবীকরণ হওয়া রেসিডেন্ট টার্ম ডিপোজিটের ক্ষেত্রে নয়া সেই সুদের হার প্রয়োজ্য হবে। সেইসঙ্গে ইএসএফ স্মল ফিনান্স ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, রেসিডেন্ট রেকারিং ডিপোজিটের ক্ষেত্রেও প্রয়োজ্য হবে সুদের হার।

বন্ধ করুন