বাংলা নিউজ > ঘরে বাইরে > Energy pipeline: ভারত থেকে জ্বালানি যাবে বাংলাদেশে, মোদী-হাসিনার হাতে উদ্বোধন আজ

Energy pipeline: ভারত থেকে জ্বালানি যাবে বাংলাদেশে, মোদী-হাসিনার হাতে উদ্বোধন আজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

এই জ্বালানি তেল পার্বতীপুরের রিজার্ভারে গিয়ে জমা হবে। সেখানে আগে থেকেই ১৫ হাজার টন ধারণক্ষমতা যুক্ত ট্য়াঙ্কার রয়েছে। আরও প্রায় ৬টি ট্যাঙ্কার তৈরি করা হচ্ছে। তার ধারণক্ষমতা হবে ২৯ হাজার টন।

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। শনিবার বিকাল ৫টা নাগাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হয়ে এই পাইপলাইনের সূচনা করবেন। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছিল।  পাইপলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছে ভারতের শিলিগুড়ি ও বাংলাদেশের পার্বতীপুর। প্রায় ১৩১ কিমি দূরে ভারত থেকে বাংলাদেশে যাবে ডিজেল। ইতিমধ্যেই বৃহস্পতিবার তার মহড়া হয়ে গিয়েছে। 

এই প্রথম সীমান্ত পেরিয়ে ভারত থেকে জ্বালানি তেল যাবে বাংলাদেশে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য সব মিলিয়ে খরচ পড়েছে প্রায় ৩৭৭ কোটি টাকা। 

এই ফ্রেন্ডশিপ পাইপলাইনের চুক্তি অনুসারে প্রথম তিন বছর বছরে দু লাখ টন করে জ্বালানি তেল ভারত থেকে বাংলাদেশে পাঠানো হবে। এরপরের তিন বছর তিন লাখ টন করে, পরের চার বছর পাঁচ লাখ টন করে ও পরবর্তী বছরগুলিতে বছরে ১০ লাখ টন করে জ্বালানি তেল ভারত থেকে বাংলাদেশে যাবে। নিঃসন্দেহে দুদেশের মৈত্রীর বন্ধনকে সুদৃঢ় করবে এই উদ্যোগ। 

এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশের কিছুটা আর্থিক সাশ্রয় হতে পারে। হিসাব অনুসারে আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশে জ্বালানি তেলের ব্যারেল প্রতি দাম দেয় প্রায় ১১ ডলার। তবে এবার পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি নেওয়ার জন্য বাংলাদেশের খরচ পড়বে মোটামুটি ৫.৫০ ডলার। প্রায় সাড়ে ৫ ডলার মতো সাশ্রয় হবে বাংলাদেশের। 

এই জ্বালানি তেল পার্বতীপুরের রিজার্ভারে গিয়ে জমা হবে। সেখানে আগে থেকেই ১৫ হাজার টন ধারণক্ষমতা যুক্ত ট্য়াঙ্কার রয়েছে। আরও প্রায় ৬টি ট্যাঙ্কার তৈরি করা হচ্ছে। তার ধারণক্ষমতা হবে ২৯ হাজার টন। 

প্রাথমিকভাবে বাংলাদেশের উত্তরভাগের সাতটি জেলায় এই হাইস্পিড ডিজেল পাঠানো হবে। ২০১৮ সালেই দুদেশের মধ্য়ে এনিয়ে সমঝোতাপত্র সাক্ষরিত হয়েছিল। তবে মাঝে কোভিড পরিস্থিতির জেরে কাজ কিছুটা থমকে যায়। তবে এবার সেই প্রকল্পের সুবিধা পাবে বাংলাদেশ। ভারতের অংশে প্রায় ৫ কিমি ও বাংলাদেশের অংশে ১২৬.৫ কিমি পাইপলাইন বসানো হয়েছে। সব মিলিয়ে ১৩১.৫ কিমি পাইপলাইন তৈরি করা হয়েছে। 

এদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বর্তমানে সেই দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব আমিরশাহী, কুয়েত, থাইল্যান্ড ও ভারত থেকে তেল আমদানি করে। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরে বিশ্বের তেলের বাজারেও অস্থিরতা তৈরি হয়। তবে এবার এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে বিকল্প রুটে ভারত থেকে তেল নিতে পারবে। 

ঘরে বাইরে খবর

Latest News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন? 'বুথের সামনে জঘন্য পরিস্থিতি', বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর নামে রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুর নির্দেশে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক? দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথা ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল গরমে দেদার তরমুজ খাচ্ছেন! বেশি খেলে কী হতে পারে জানেন? কতটা খাওয়া দরকার? জানুন দ্বিতীয় সারির নিউজিল্যান্ড টিমই কাঁদিয়ে ছাড়ছে বাবরদের, চতুর্থ T20I জিতে লিড নিল

Latest IPL News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.