বাংলা নিউজ > ঘরে বাইরে > LIVE News: ‘আদানির থেকে কোনও চাপ আসেনি’, রাহুলের দাবি ওড়াল GVK
আদানি নিয়ে রাহুলের দাবি ওড়াল GVK (AFP)

LIVE News: ‘আদানির থেকে কোনও চাপ আসেনি’, রাহুলের দাবি ওড়াল GVK

জাতীয়, আন্তর্জাতিক, রাজ্যের যাবতীয় খবরের গুরুত্বপূর্ণ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

ফের ১২ ঘণ্টার বনধ সিকিমে। এই বনধের ডাক দিয়েছে সিকিমের জয়েন্ট অ্যাকশন কাউন্সিল। যার জেরে পর্যটকদের ফের একবার বড়সড় হয়রানি মুখে পরতে হয়েছে। এদিকে আরবিআই এবার আজ ফের একবার রেপো রেট বৃদ্ধি করল।এদিকে আজ রাজ্যপালের ভাষণের মাধ্যমে শুরু হবে বিধানসভার অধিবেশন শুরু হবে। জাতীয়, আন্তর্জাতিক, রাজ্যের যাবতীয় খবরের গুরুত্বপূর্ণ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। 

08 Feb 2023, 03:20:22 PM IST

তুরস্ক ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯,৫০০ ছাড়াল

তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯,৫০০ ছুঁয়েছে। এখনও অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

08 Feb 2023, 01:20:07 PM IST

রাহুলের দাবি ওড়াল GVK 

আদানি গোষ্ঠী বা কোনও এজেন্সির কোনও চাপের মুখে মুম্বই বিমানবন্দরের পরিচালনার দায়িত্ব আদানি গোষ্ঠীকে হস্তান্তর করেনি বলে জানিয়ে দিলেন জিভিকে গোষ্ঠীর প্রধান। গতকাল এই নিয়ে সংসদে গুরুতর অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী।

08 Feb 2023, 01:17:41 PM IST

মেহবুবা মুফতিকে আটক করল দিল্লি পুলিশ

পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে আটক করল পুলিশ। জম্মু ও কাশ্মীর প্রশাসনের দখল বিরোধী অভিযানের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ চলাকালীন পুলিশ তাঁকে আটক করে।

08 Feb 2023, 01:12:19 PM IST

এসবিআই প্রধানের পদত্যাগের দাবি তৃণমূলের

আদানি-হিন্ডেনবার্গে ইস্যুতে এবার এসবিআই প্রধানের পদত্যাগের দাবি করলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। 

08 Feb 2023, 01:11:07 PM IST

রাজ্যপালের ভাষণের সময় অনুপস্থিত থাকবেন বিজেপির ২০ বিধায়ক

ধবার বাজেট অধিবেশনের সূচনা পর্বে বিধানসভায় ভাষণ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে সেই ভাষণের সময় বিজেপির অন্তত ২০ জন বিধায়ক উপস্থিত থাকবেন না কক্ষে। এদিকে অধিবেশনের পরবর্তী রণকৌশল নির্ধারণ করতে এদিন দুপুর দেড়টা নাগাদ বিজেপির পরিষদীয় দল বৈঠক বসবে।

08 Feb 2023, 11:17:10 AM IST

আবারও মুর্শিদাবাদের অভিযান আয়কর দফতরের

বুধবার আবারও মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অভিযানে আয়কর দফতর। এ বার সামশেরগঞ্জের পতাকা বিড়ির একাধিক অফিসে তল্লাশি আয়কর দফতরের আধিকারিকদের।

08 Feb 2023, 11:15:58 AM IST

তুরস্কে আরও ত্রাণ পাঠাবে ভারত

ত্রাণ সামগ্রী নিয়ে তুরস্কে ষষ্ঠ সি১৭ বিমান পাঠাতে উদ্যত হয়েছে ভারত।

08 Feb 2023, 10:20:26 AM IST

রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করল আরবিআই

ফের রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করল আরবিআই। এর জেরে বর্তমানে রেপো রেট বেড়ে দাঁড়াল ৬.৫ শতাংশে।

08 Feb 2023, 10:19:22 AM IST

ফের বিস্ফোরক তথাগত রায়

তৃণমূল কংগ্রেস এবং সিপিএম থেকে আসা নেতাদের উপর নির্ভর করে বঙ্গ–বিজেপি নেতৃত্ব ভুল করেছেন বলে দাবি করলেন তথাগত রায়। তথাগত রায় বলেন, ‘‌আমার চিরকালই এমন মনে হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে সে কথা বারবার বলেও ছিলাম। কিন্তু কেউ সে কথায় কর্ণপাত করেননি। ফলও মিলেছে হাতেনাতে। পালে প্রবল হাওয়া থাকা সত্ত্বেও হেরে ভূত হয়ে গেল বিজেপি। তাতে নাকের বদলে নরুন পেলাম, টাকডুমাডুমডুম এই বলে যুক্তিও সাজানো হল।’‌ তিনি আরও বলেন, ‘‌দলের প্রতি নিষ্ঠা থাকা দরকার। যাঁরা শুধু টাকাপয়সা, মহিলার ধান্দা নিয়ে এসেছেন, তাঁদের যতদূর সম্ভব বাইরে রাখা উচিত। তাঁরা কারা, সকলে জানেন। দলের ভিতরের সকলে তো জানেনই।’‌

08 Feb 2023, 10:17:39 AM IST

আগামী ৯ ফেব্রুয়ারি বড় কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে আগামী ৯ ফেব্রুয়ারি বড় কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। তাই রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকায় একযোগে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস কর্মসূচি নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার হাওড়ার পাঁচলা থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

08 Feb 2023, 10:13:28 AM IST

দিল্লিতে তৃণমূলের বিক্ষোভ 

আদানি কাণ্ডের জেরে আজ দিল্লিতে এসবিআই-এর অফিসের সামনে বিক্ষোভ কর্মলূচিতে সামিল হলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। 

08 Feb 2023, 10:13:28 AM IST

নিট পিজির পরীক্ষার তারিখ নিয়ে ভুয়ো পোস্ট ভাইরাল 

সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে, যাতে দাবি করা হয়েছে যে নিট পিজি পরীক্ষা পিছিয়ে গিয়েছে। 'ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সে'র লেটারহেডের সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, এবছরের নিট পিজি পরীক্ষা ২১ মে অনুষ্ঠিত হতে চলেছে। তবে এই পোস্টটিকে 'ভুয়ো' আখ্যা দিয়েছে সরকার। বিস্তারিত পড়ুন

08 Feb 2023, 10:13:28 AM IST

নিট পিজি ২০২৩ পরীক্ষার জন্য ইন্টার্নশিপের কাট-অফ তারিখ বদল

নিট পিজি ২০২৩ পরীক্ষার জন্য আবেদনকারী এমবিবিএস পড়ুয়াদের ইন্টার্নশিপের কাট-অফ তারিখ বদল করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। মঙ্গলবার এই সংক্রান্ত ঘোষণা করেছে কেন্দ্র। এর আগে গত ১৩ জানুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে সরকারের তরফে কাট-অফ তারিখ ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ জুন করা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় এই কাট-অফ তারিখ বাড়ানো হল। বিস্তারিত পড়ুন

08 Feb 2023, 10:13:28 AM IST

১১টি রাজ্যের পেট্রোল পাম্পে ইথানল মিশ্রিত জ্বালানি বিক্রি শুরু

মোদী সরকারের তরফে ১১টি রাজ্যের ৮৪টি পেট্রোল পাম্পে ইথানল মিশ্রিত জ্বালানি বিক্রি শুরু করা হয়েছে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের পরে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের ক্রেতা। প্রক্রিয়াজাতকৃত অপরিশোধিত তেলের ৮৫%-ই আমদানি করতে হয় ভারতকে। আর এই তেল কেনার টাকা ডলারে মেটাতে হয়। ২০২১-২২ সালে ১২০.৪ বিলিয়ন ডলার খরচ করে প্রায় ২১২ মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত। বিস্তারিত পড়ুন

08 Feb 2023, 10:13:28 AM IST

‘ক্ষমা চাইতে হবে মহুয়াকে’

সংসদের অধিবেশন চলাকালীন অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। সেই সময় স্পিকার ওম বিড়লার অনুপস্থিতিতে লোকসভা সামলাচ্ছিলেন বিজেপি সাংসদ বিজেডি সাংসদ ভারত্রুহারি মেহতাব। পরে অবশ্য স্পিকারের আসনে থাকা ভারত্রুহারি মেহতাব জানান, অসংসদীয় শব্দ প্রয়োগ করেছেন মহুয়া, তা রেকর্ড থেকে বাদ দেওয়া হবে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীকে তিনি অনুরোধ করেন এই বিষয়ে তৃণমূলের সঙ্গে কথা বলতে। প্রহ্লাদ জোশী পরে জানান, তিনি তৃণমূলের লোকসভার নেতৃত্বের সঙ্গে কথা বলবেন ও মহুয়াকে ক্ষমা চাইতে বলবেন।

08 Feb 2023, 10:13:28 AM IST

বামপন্থী উগ্রবাদ নিয়ে কড়া শাহ

আত্মনির্ভর ভারতে বামপন্থী উগ্রবাদী আদর্শের কোনও জায়গা নেই বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে অমিত শাহ বলেন, ‘মোদী সরকার বামপন্থী উগ্রবাদেরকে কোনও ভাবে সহ্য করবে না। এই নিয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।’ বামপন্থী উগ্রবাদকে মোকাবিলায় যে নীতি গ্রহণ করেছে, তাতে তিনটি স্তম্ভ রয়েছে বলে জানা গিয়েছে। সেগুলি হল - কৌশলগত ও নির্মম ভাবে হিংসা দমন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সুসম্পর্ক তৈরি এবং উন্নয়নে জনসাধারণের অংশগ্রহণ।

08 Feb 2023, 10:13:28 AM IST

পাকিস্তানের সড়ক দুর্ঘটনায় তড়তড়িয়ে বাড়ছে মৃতের সংখ্যা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহিস্তানের কারাকোরাম হাইওয়ের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩০। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১৫ জন।

08 Feb 2023, 10:13:29 AM IST

জোশীমঠের আরও ৫টি বাড়তে ফাটল দেখা দিয়েছে

ফের জোশীমঠের আরও ৫টি বাড়তে ফাটল দেখা দিয়েছে। যা প্রশাসনের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে। ওই সমস্ত বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরানোর ব্যবস্থা উদ্যোগ নিয়েছে প্রশাসন।

08 Feb 2023, 10:13:29 AM IST

ফের ১২ ঘণ্টার বনধ সিকিমে

ফের ১২ ঘণ্টার বনধ সিকিমে। এই বনধের ডাক দিয়েছে সিকিমের জয়েন্ট অ্যাকশন কাউন্সিল। শীর্ষ আদালতের পর্যবেক্ষণে সিকিমবাসীকে 'অভিবাসী ব্যক্ত' করা নিয়ে পারদ যেন চড়েই চলেছে। এই আবহে দু‘দিন টানা বনধের পর এবার ফের বুধবার ১২ ঘণ্টার বনধ হচ্ছে সিকিমে। যার জেরে পর্যটকদের ফের একবার বড়সড় হয়রানি মুখে পরতে হয়েছে। 

08 Feb 2023, 10:13:29 AM IST

আফতাবের বিরুদ্ধে ৩ হাজার পাতার চার্জশিটে বিস্ফোরক সব তথ্য

শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে জমা দেওয়া চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, পুলিশের দাবি এই ঘটনার মূল অভিযুক্ত আফতাব পুনেওয়ালার একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। সে কথা জেনে ফেলেন শ্রদ্ধা। আর তার জেরেই দু'জনের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরের দিকে তা বচসার কারণে পরিণত হয়। তিন হাজার পাতার চার্জশিটে আফতাবের কয়েকজন বান্ধবীর কথা উল্লেখ করা হয়েছে।

08 Feb 2023, 10:13:29 AM IST

তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে মৃত বেড়ে ৭৮০০

তুরস্কের দক্ষিণ আর সিরিয়ার উত্তরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮০০ জনে পৌঁছেছে। আরও বহু মানুষ ভেঙে পড়া বিল্ডিংয়ের তলায় আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

08 Feb 2023, 10:13:29 AM IST

দিল্লি আবগারি মামলার রেশ হায়দরাবাদে

দিল্লির আবগারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা থাকার জন্য বুধবার হায়দরাবাদ-ভিত্তিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বুচি বাবু গোরান্টলাকে গ্রেপ্তার করেছে সিবিআই। উল্লেখ্য, এই বুচুবাবু গোরান্টলা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে এমএলসি কবিতার প্রাক্তন সহযোগী বলে দাবি করা হচ্ছে।

ঘরে বাইরে খবর

Latest News

‘বাংলাদেশকে দেখলে লজ্জা পাই’, বলছেন আর্থিক সঙ্কটে বেহাল পাক প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর 'স্ট্রাইক রেট' যেন বাড়ে, হাফ প্যান্ট পরে ভোটের লাইনে রাহুল দ্রাবিড় স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন? 'বুথের সামনে জঘন্য পরিস্থিতি', বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর নামে রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুর নির্দেশে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক? দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথা ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল

Latest IPL News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.