শুক্রবার নির্বাচন কমিশম জানিয়ে দিল, দল ও প্রতীক দুটোই একনাথ শিবিরের। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব শিবির। এদিকে আজ, শনিবার দেশে আসছে আরও ১২টি চিতা। দক্ষিণ আফ্রিকা থেকে আনা হচ্ছে ১২টি চিতা। এই চিতাগুলিকে আনা হবে মধ্য প্রদেশের কুনোয়। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
২১ তারিখ কর্মবিরতিতে যোগ দিতে পারেন কেন্দ্রীয় কর্মীরাও
আগামী সপ্তাহের ২০ ও ২১ পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এদিকে এই কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাঁদের পাশে দাঁড়াবেন বলে দাবি তাদের। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠন আগামী ২১ ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মীদের সমর্থনে কর্মবিরতিতে যাবেন।
শাসকদলকে আক্রমণ ডিএ আন্দোলনকারীদের
লাগাতার অনশনে আজ ফের অসুস্থ হলেন এক ডিএ আন্দোলনকারী। এদিকে আজ সরাসরি শাসকদলকে আক্রমণ শানান যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। বললেন, ‘ভোটের আগে জাদুকর হয়ে যান। বিধানসভা ভোটের আগেও তা দেখা যাবে। কিন্তু কর্মচারীরা যে তিমিরে ছিল সেখানেই আছে।’
শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে সরব কেন্দ্রীয় মন্ত্রী
শিবরাত্রির দিন ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘সরস্বতীর পুণ্য ভূমিতে শিক্ষাকে কেন্দ্র করে যাবতীয় দুর্নীতি করেছে রাজ্য সরকার। শিক্ষক নিয়োগে দুর্নীতি, ওদের জন্য আসা মিড ডে মিলের টাকায় দুর্নীতি। পড়ুয়াদের জন্য যে বই-খাতা, জামা-কাপড় আসে তাতে দুর্নীতি। তারা শিক্ষাকে তোলাবাজি ও কাটমানির উৎস মনে করে।’
শহরে অ্যাপ ক্যাব নিয়ে সমস্যার সমাধানসূত্র বের করতে বৈঠক
অ্যাপ ক্যাব নিয়ে সমস্যার সমাধানসূত্র বের করতে বৈঠকে বসবেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার বিকেলে অ্যাপ ক্যাব চালক ও গাড়ি মালিকদের নিয়ে পরিবহণ দফতরের ময়দান টেন্টে এই বৈঠক হবে।
PFI-এর বিরুদ্ধে তল্লাশি রাজস্থানে, আটক একাধিক
পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার বিরুদ্ধে রাজস্থানের একাধিক জেলায় তল্লাশি অভিযান চালাল এনআইএ। জানা গিয়েছে, শনিবার ভোর থেকে তল্লাশি চালিয়ে ৭টি জায়গা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ইতিমধ্যে।
‘জবাব পঞ্চায়েত ভোটে পাবে’, চ্যালেঞ্জ নওশাদের
ব্যাঙ্কশাল আদালতে প্রবেশের সময় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘যে লড়াইতে নেমেছি, সেই লড়াই কোনওভাবেই থামবে না। আমার সঙ্গে যা করছে তাঁর উত্তর পঞ্চায়েত ভোটে পাবে শাসকদল।’
চন্দনের গ্রেফতারির পর আজ আরও ১০ এজেন্টকে তলব CBI-এর
গ্রুপ সি নিয়োগ দুর্নীতির তদন্তে গতি বাড়াতে চন্দনের সঙ্গে যুক্ত সন্দেহভাজন এজেন্টদের ডাকা শুরু করেছে সিবিআই। অন্তত ১০ জন এজেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে আজ। টাকা কীভাবে, কোথায় নেওয়া হয়েছে জানতে চায় সিবিআই।
সাগরদিঘিতে ধুন্ধুমার
আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন। কিন্তু উপনির্বাচনের প্রাক্কালে প্রাক্তন যুব কংগ্রেস সভাপতির গ্রেফতার হওয়া নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। আজ, শনিবার সকাল থেকে সাগরদিঘি থানা ঘেরাও করল বাম–কংগ্রেস কর্মীরা। বিক্ষোভ দেখাতেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের অঙ্গুলিহেলনে পুলিশ এমন গ্রেফতার করেছে বলেই দাবি তাঁদের। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের যুবনেতা সহিদুল রহমানকে গ্রেফতার করার ঘটনায় আজ সাগরদিঘি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা।
প্রথা ভেঙে মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন প্রাথমিক শিক্ষকরা
রাজ্যে এই প্রথম, প্রথা ভেঙে মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন প্রাথমিক শিক্ষকরা। উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, এই জেলায় মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেওয়ার জন্য প্রায় ৫০ জন প্রাথমিক শিক্ষককে কাজে লাগানো হবে। শিক্ষকের অভাবেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
দলীয় কর্মীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতা তথা প্রাক্তন ফুটবলারের বিরুদ্ধে
তৃণমূলের মহিলা কর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠল দলেরই নেতা তথা প্রাক্তন ফুটবলারের বিরুদ্ধে। শুক্রবার রাতেই আইনজীবীকে সঙ্গে নিয়ে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযোগকারীর দাবি, রাজারহাটের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে নেশার দ্রব্য খাইয়ে অচৈতন্য অবস্থায় তাঁকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত তৃণমূল নেতা ওই এলাকার বিধায়ক ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত।
নাদিয়াল থানার ওসি’র বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ
নাদিয়াল থানার ওসি’র বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। অভিযোগ, স্থানীয় প্রোমোটার এবং কয়েকজন দুষ্কৃতী এক ব্যক্তির বাড়ির পিছনে থাকা বড় পুকুর থেকে পাম্পের মাধ্যমে জল তুলে ভরাটের কাজ করছেন। এমনকী পুকুরের মাঝখানে পাঁচিল তোলা হয়েছে। টক টু মেয়রে ফোন করে তিনি অভিযোগ করেন, ‘পুরসভা ও থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশের কাছে গেলে হুমকি দেওয়া হচ্ছে। এই সমস্যার কি সমাধান হবে না?’ তারপরই আজ, শনিবার ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম এবং নাদিয়াল থানার ওসি’র বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন তিনি।
চন্দন মণ্ডলের অভিযোগ, উপেন বিশ্বাস তাকে পরিকল্পনা করে ফাঁসিয়েছে
চন্দন মণ্ডলের অভিযোগ, উপেন বিশ্বাস তাকে পরিকল্পনা করে ফাঁসিয়ে দিয়েছে। সিবিআই তথ্য পেয়েছে, উচ্চপর্যায়ের এজেন্ট ছিল এই চন্দন। সে আবার অজস্র সাব এজেন্ট রেখেছিল। তাদের দিয়েই বিভিন্ন জেলার চাকরিপ্রার্থীদের টাকা দিতে বলা হতো।
প্রসন্ন রায়ের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে যেত টাকা
সিবিআই –এর দাবি, চন্দন মণ্ডলের টাকা প্রসন্ন রায়ের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে যেত। এমনকী চন্দনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা ঢুকত মিডলম্যান প্রসন্ন রায়ের অ্যাকাউন্টে। এখনও পর্যন্ত ২২টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে বলে নজরে এসেছে।
চন্দন মণ্ডলকে জেরা করে বেরিয়ে এল গুরুত্বপূর্ণ সব নাম, দাবি CBI-এর
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুক্রবার সিবিআই গ্রেফতার করেছেন বাগদার চন্দন মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তাঁকে হেফাজতে পেয়ে নিজাম প্যালেসে রাত দেড়টা পর্যন্ত জেরা করা হয়। এ থেকে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ নাম। তদন্তকারীদের অনুমান, এই চন্দন মণ্ডলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রসন্ন রায় এবং পার্থর।
নিকি যাদব হত্যাকাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর দাবি
নিকি যাদব হত্যাকাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর দাবি। লিভ-ইন সম্পর্ক নয়, বিবাহিত ছিলেন নিকি ও সাহিল। ২০২০ সালেই গোপনে তারা বিয়ে করেছিল। তাদের এই বিয়ের কথা সাহিলের পরিবার জানত, এরপরও তারা সাহিলকে অন্যত্র বিয়ে করার জন্য জোর করে বলে অভিযোগ উঠল।
উত্তেলজনা ছড়াল গোয়ালপোখরে, গুলিবিদ্ধ হয়ে মৃত ১
গুলি চালানোর ঘটনায় উত্তেলজনা ছড়াল গোয়ালপোখরে। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। জখন হয়েছেন একাধিক। ঘটনায় এক মহিলা সহ তিনজন গুলিবিদ্ধ হন। এদিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় মহম্মদ আরিফ নামে এক যুবককে। গোয়ালপোখর থানার পুলিশ তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা আরিফকে মৃত বলে ঘোষণা করে।
দুর্ঘটনার কবলে শতরূপ ঘোষের গাড়ি
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি। শুক্রবার রাত ১০টা নাগাদ আলিপুর রোডের সিগন্যালে দাঁড়িয়ে ছিল শতরূপ ঘোষের গাড়ি। সেই সময়েই আর একটি গাড়ি এসে ধাক্কা মারে গাড়িটিতে। গাড়িতে সেই সময় ছিলেন না শতরূপ। ছিলেন তাঁর স্ত্রী এবং পরিবারের আরও এক সদস্য। অভিযোগ, টার্নিং পয়েন্টে একটি গাড়ি ধাক্কা মারে শতরূপের গাড়িতে।
দেশে আসছে আরও ১২টি চিতা
আজ, শনিবার দেশে আসছে আরও ১২টি চিতা। দক্ষিণ আফ্রিকা থেকে আনা হচ্ছে ১২টি চিতা। এই চিতাগুলিকে আনা হবে মধ্য প্রদেশের কুনোয়। ইতিমধ্যেই ১২টি চিতা নিয়ে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বিশেষ বিমান।
‘নতুন প্রতীক নিয়ে ভাবো’, উদ্ধবকে পরামর্শ শরদের
শিবসেনার নাম এবং প্রতীক হারানো উদ্ধব ঠাকরের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার। উদ্ধবকে দুঃখ না করে দলের নতুন প্রতীক নিয়ে ভাবনাচিন্তা শুরুর পরামর্শ দিলেন শরদ পাওয়ার।
দলের প্রতীক ফেরাতে সুপ্রিম কোর্টে যাবেন উদ্ধব
শুক্রবার নির্বাচন কমিশম জানিয়ে দিল, দল ও প্রতীক দুটোই একনাথ শিবিরের। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব শিবির।
ভারতে নিষিদ্ধ দুই জঙ্গি সংগঠন
দুই জঙ্গি সংগঠন এবং এক ব্যক্তিকে শুক্রবার নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর গজনবি ফোর্স এবং খালিস্তান টাইগার ফোর্স নামক দুই জঙ্গি সংগঠনকে গতকাল নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। হরবিন্দর সিং সাধু ওরফে রিন্ডা নামে এক ব্যক্তিকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হয়েছে এবং তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ২০২১ সালে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরে একটি হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত এই হরবিন্দর। দীর্ঘদিন ধরেই এই ব্যক্তি ভারতবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ।
সিনেমাতেও টাকা ঢালতেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শহিদ
চাকরি বিক্রির অভিযোগে সিবিআই শুক্রবার যে ৬ জনকে গ্রেফতার করেছে, তার মধ্যে রয়েছেন হুগলির আরামবাগের দাপুটে তৃণমূল নেতা তথা হুগলি জেলা তৃণমুলের প্রাক্তন যুব সাধারণ সম্পাদক শহিদ ইমাম। অভিযোগ, এই শহিদ সিনেমাতেও টাকা ঢালতেন তিনি।
রক্তাক্ত করাচি
ফের জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান। এবার সন্ত্রাসবাদীদের নিশানায় ছিল করাচির পুলিশ দফতর। রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রাতে একদল জঙ্গি হামলা চালায় করাচির পুলিশ প্রধানের দফতরে। করাচির শরিয়া ফয়জালে অবস্থিত পুলিশ দফতরে হামলার নেপথ্যে ৫ জন জঙ্গি যুক্ত ছিল।