বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘কাশ্মীর নিয়ে আলোচনা চাই’, বললেন পাক সেনা প্রধান, উদ্বিগ্ন ভারত-চিন বিবাদ নিয়েও

‘কাশ্মীর নিয়ে আলোচনা চাই’, বললেন পাক সেনা প্রধান, উদ্বিগ্ন ভারত-চিন বিবাদ নিয়েও

পাকিস্তানের সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া  (AFP)

সীমান্ত বিবাদের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সওয়াল করেন পাক সেনার শীর্ষ কর্তা।

ভারত-চিন সীমান্ত বিবাদে চিন্তিত পাক সেনা প্রধান। এই বিবাদের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সওয়াল করেন পাক সেনার শীর্ষ কর্তা। উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা সম্মেলন চলছে। এই সম্মেলনে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা অংশ নিয়েচ্ছেন। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফ এবং সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াও এই সম্মেলনে যোগ দেন। এদিন শুধু ভারত-চিন সীমান্ত নিয়ে নয় বরং ভারক-পাক সীমান্ত বিবাদ নিয়েও মুখ খোলেন পাক সেনা প্রধান। উল্লেখ্য, জেনারেল বাজওয়া এবং ভারতের সিডিএস বিপিন রাওয়াতের মধ্যস্থতাতেই ভারত-পাক সীমান্তে সংঘর্ষ বিরতি হয়েছিল।

জেনারেল বাজওয়া এদিন আফগানিস্তান, ইউক্রেন এবং ভারত-চিন সংঘর্ষ সম্পর্কে কথা বলেন। তিনি বলেছেন যে ভারত-চিন সীমান্ত বিরোধ পাকিস্তানের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি বলেন, ‘আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা ও কূটনীতির মাধ্যমে এটি (ভারত-চিন সীমান্ত বিবাদ) সমাধান করা হোক।’

পাশাপাশি ভারত-পাক সম্পর্ক নিয়ে বাজওয়া বলেন, ভারতের সঙ্গে সব বিরোধ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত। ভারত যদি তা করতে রাজি হয় তবে আমরাও আলোচনার পথে এগিয়ে যেতে প্রস্তুত। বাজওয়াল বলেন, ‘উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বের এক-তৃতীয়াংশ অঞ্চলে কোথাও কোনও না কোনও সংঘাত ও যুদ্ধ চলছে। এই কারণে, আমাদের অঞ্চল থেকে এই আগুনের শিখা দূরে রাখা গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান কাশ্মীর বিরোধ সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য সংলাপ এবং কূটনীতিতে বিশ্বাস করে এবং ভারত যদি তা করতে রাজি হয় তবে আমরা এগিয়ে যেতে প্রস্তুত।’

বন্ধ করুন