বাংলা নিউজ > ঘরে বাইরে > Parliament Monsoon Session Updates: প্রথমেই মণিপুর নিয়ে বিরোধীদের ঝড়, মুলতুবি সংসদের অধিবেশন
নরেন্দ্র মোদী (AFP)

Parliament Monsoon Session Updates: প্রথমেই মণিপুর নিয়ে বিরোধীদের ঝড়, মুলতুবি সংসদের অধিবেশন

Parliament Monsoon Session Live: সংসদের বাদল অধিবেশন সংক্রান্ত যাবতীয় লাইভ আপডেট জানতে নজর রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। জানুন লোকসভা এবং রাজ্যসভায় কী হচ্ছে। সংসদে কী কী বিল পেশ হচ্ছে এবং পাশ হচ্ছে। 

Parliament Monsoon Session Live: আগামী বছরের সাধারণ নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এদিকে মণিপুরের পরিস্থিতি নিয়েও ক্ষোভ রয়েছে। এরই মধ্যে আজ থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হল। বিরোধীরা মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে। তাঁর অনুপস্থিতিতে সংসদে বিশৃঙ্খলা দেখা দেয় আজ। শেষ পর্যন্ত উভয় কক্ষই মুলতুবি ঘোষণা করা দেওয়া হয় আজকের মতো। 

20 Jul 2023, 11:39:07 AM IST

রাজ্যসভা মুলতুবি 

শুরুতেই মুলতুবি সংসদের উচ্চকক্ষ। দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি রাজ্যসভা। বেলা ১২টার পর ফের রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত আজকের মতো মলতুবি ঘোষণা করা হয় সংসদের উভয় কক্ষই।

20 Jul 2023, 11:38:15 AM IST

লোকসভা মুলতুবি 

সম্প্রতি প্রয়াত সাংসদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লোকসভা মুলতবি ঘোষণা করা হয়েছে। দুপুর ২টো পর্যন্ত মুলতুবি সংসদের নিম্নকক্ষ। 

20 Jul 2023, 11:00:29 AM IST

মণিপুর নিয়ে মুখ খুললেন মোদী

সাংসদদের অর্থপূর্ণ বিষয়ে আলোচনা করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আজকে মণিপুর নিয়েও মুখ খোলেন তিনি। মণিপুরের মহিলাদের নগ্ন করে ঘোরানো ইস্যুতে মোদী বলেন, ‘এটা ক্ষমার অযোগ্য’।

20 Jul 2023, 10:59:21 AM IST

আলোচনা হবে মণিপুর নিয়ে, জানালেন রাজনাথ

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, সংসদে মণিপুর ইস্যু নিয়ে আলোচনা হবে। সরকারের তরফে এই নিয়ে জবাবও দেওয়া হবে বলে জানান তিনি। 

20 Jul 2023, 10:20:59 AM IST

‘মণিপুর নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার’, বললেন আইনমন্ত্রীও

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, ‘গতকাল সর্বদলীয় বৈঠকে বলা হয়েছিল যে সরকার মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান আলোচনার তারিখ ঠিক করবেন।’

20 Jul 2023, 10:18:48 AM IST

‘মণিপুর নিয়ে আলোচনায় সম্মত’, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ‘আমি গতকালও এই বিষয়ে (মণিপুর ইস্যু) কথা বলেছি। বিরোধীরা সংসদে কাজ করতে চায় না। তাই তারা আগে থেকেই মুলতুবি প্রস্তাব আনছে। তারা আলোচনার দাবি করেছিল এবং আমরা হ্যাঁ বলেছি। তারা এখন নতুন অজুহাত খুঁজছে। এটা ঠিক নয়…’

20 Jul 2023, 10:16:53 AM IST

‘মণিপুর নিয়ে সংসদে ক্ষমা চাওয়া উচিত প্রধানমন্ত্রীর’

অসমের কংগ্রেস সাংসদ গৌর গগৈ বলেন, 'গতকাল আমরা মণিপুরের যে ভিজ্যুয়ালগুলি দেখেছি তা আমাদের হতবাক করেছে। আমি মনে করি, প্রথমে প্রধানমন্ত্রীর উচিত সংসদে এসে মণিপুর নিয়ে বিবৃতি দেওয়া এবং শান্তির আবেদন জানানো। তার সরকারের ব্যর্থতার জন্য মণিপুরের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর... তাহলে হয়ত সেই রাজ্যের মানুষ কিছুটা স্বস্তি পাবে।'

20 Jul 2023, 10:04:44 AM IST

‘মণিপুরে যাওয়ার সময় নেই প্রধানমন্ত্রীর’

কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আজ আমরা সংসদে মণিপুরের বিষয়টি উত্থাপন করছি। নোটিশও দিয়েছি। আমরা দেখব, রাজ্যসভায় আমাদের চেয়ারম্যান এই বিষয়টা উত্থাপন করতে দেবেন কি না। এ বিষয়ে প্রধানমন্ত্রী নীরব। তাদের ৩৮টি দলকে (এনডিএ বৈঠকের জন্য) ডাকার সময় আছে কিন্তু প্রধানমন্ত্রীর সেখানে (মণিপুরে) যাওয়ার সময় নেই।’

20 Jul 2023, 08:47:20 AM IST

‘মণিপুর নিয়ে মোদীর নীরবতা’ নিয়ে আলোচনার দাবি রাজ্যসভায়

‘মণিপুরে চলমান সহিংসতার বিষয়ে প্রধানমন্ত্রীর হতবাক এবং নজিরবিহীন নীরবতা’ নিয়ে আলোচনা করার জন্য রাজ্যসভার ২৬৭ নং নিয়মের অধীনে মুলতুবি প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন এবং রঞ্জিত রঞ্জন। 

20 Jul 2023, 08:42:25 AM IST

মণিপুর হিংসা নিয়ে মুলতুবি প্রস্তাব কংগ্রেসের মণীশ তিওয়ারির

কংগ্রেস লোকসভা সাংসদ মনীশ তিওয়ারি ‘মণিপুরে চলতে থাকা জাতিগত সংঘর্ষ’ নিয়ে আলোচনা করার জন্য মুলতুবি প্রস্তাব পেশ করেছেন।

20 Jul 2023, 08:36:34 AM IST

এবার সংসদে কোন ৩১টি বিল পেশ করতে পারে সরকার?

১. দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি (সংশোধন) বিল, ২০২৩ (অর্ডিন্যান্সের জায়গায় বিল আনা হবে)২. সিনেমাটোগ্রাফ (সংশোধনী) বিল, ২০১৯৩. ডিএনএ প্রযুক্তি (ব্যবহার এবং প্রয়োগ) নিয়ন্ত্রণ বিল, ২০১৯৪. মধ্যস্থতা বিল, ২০২১৫. জৈবিক বৈচিত্র্য (সংশোধন) বিল, ২০২২৬. মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটি (সংশোধন) বিল, ২০২২৭. রহিতকরণ এবং সংশোধনী বিল, ২০২২৮. জন বিশ্বাস (বিধানের সংশোধন) বিল, ২০২৩৯. বন (সংরক্ষণ) সংশোধনী বিল, ২০২৩১০. সংবিধান (তফসিলি উপজাতি) আদেশ (তৃতীয় সংশোধন) বিল, ২০২২ (হিমাচল প্রদেশের জন্য)১১. সংবিধান (তফসিলি উপজাতি) আদেশ (পঞ্চম সংশোধনী) বিল, ২০২২ (ছত্তিশগড়ের জন্য)১২. ডাক পরিষেবা বিল, ২০২৩১৩. জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩১৪. প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থান এবং অবশিষ্টাংশ (সংশোধন) বিল, ২০২৩১৫. ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল, ২০২৩১৬. আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং ব্যাংক বিল, ২০২৩১৭. করের অস্থায়ী সংগ্রহ সংক্রান্ত বিল, ২০২৩১৮. জাতীয় ডেন্টাল কমিশন বিল, ২০২৩১৯. জাতীয় নার্সিং এবং মিডওয়াইফারি কমিশন বিল, ২০২৩২০. ওষুধ, চিকিৎসা ডিভাইস, এবং প্রসাধনী বিল, ২০২৩২১. জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) বিল, ২০২৩২২. জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল, ২০২৩২৩. সিনেমাটোগ্রাফ (সংশোধনী) বিল, ২০২৩২৪. দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিকালস বিল, ২০২৩২৫. অ্যাডভোকেটস (সংশোধন) বিল, ২০২৩২৬. খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বিল২৭. রেলওয়ে (সংশোধনী) বিল, ২০২৩২৮. জাতীয় গবেষণা ফাউন্ডেশন বিল, ২০২৩২৯. সংবিধান (জম্মু ও কাশ্মীর) তফসিলি জাতি আদেশ (সংশোধন) বিল, ২০২৩৩০. সংবিধান (তফসিলি জাতি) আদেশ (সংশোধন) বিল, ২০২৩৩১. সংবিধান (জম্মু ও কাশ্মীর) তফসিলি উপজাতি আদেশ (সংশোধন) বিল, ২০২৩

20 Jul 2023, 08:14:11 AM IST

মণিপুর নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদ

বিরোধীরা দাবি তুলেছে, মণিপুরের বিষয়ে সংসদে একটি বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গত ৩ মে থেকে জাতিগত সহিংসতা প্রত্যক্ষ করছে উত্তরপূর্বের এই রাজ্যটি। সেখানে বিজেপিরই সরকার রয়েছে। এর আগে এই নিয়ে সর্বদল বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আবহে বেশ কয়েকটি দল প্রথম দিনে মণিপুর ইস্যুতে মুলতবি প্রস্তাব আনার পরিকল্পনা করেছে।

20 Jul 2023, 08:11:01 AM IST

বাদল অধিবেশনে ৩১টি বিল পেশের পরিকল্পনা সরকারের

বাদল অধিবেশন চলাকালীন সংসদে মোট ৩১টি বিল পেশ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এরই মধ্যে অন্যতম হল দিল্লি অর্ডিন্যান্স। এই অধ্যাদেশ অনুযায়ী, দিল্লিতে সরকারি আমলাদের পোস্টিং এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে।

ঘরে বাইরে খবর

Latest News

এবারের মতো আইপিএল থেকে বিদায় CSK-র, লম্বা লাফ দিয়ে এলিমিনেটরে কোহলিরা পাক সেনার ৯ গুলি খেয়েও হার মানেনি! চান্দু চ্যাম্পিয়নের বায়োপিকে কার্তিক আরয়ান রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা CAA-র অধীন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর গ্রেফতার বিভব! আপ বলছে 'ভুয়ো মামলা', দল 'U Turn' নিয়েছে-ক্ষোভ স্বাতীর বিজেপির প্রকল্পে ১,১৪০ কোটি টাকার ক্ষতি! নিজের সরকারকেই অভিযুক্ত করলেন মন্ত্রী ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, এই বছরেই সই হবে চুক্তি জুতো ছিঁড়তে নিজেই সেফটিপিন দিয়ে করলেন ঠিক, 'মাটির মানুষ' মমতায় আপ্লুত নেটপাড়া উপহারের নামে প্রতারণা! ইনস্টাগ্রামে ভাই সেজে ২ লক্ষ টাকা ঠকিয়ে নিল ব্যক্তি

Latest IPL News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.