বাংলা নিউজ > ঘরে বাইরে > PNB Flexi Recurring deposit Scheme: সুদ ৫.৭৫%, মিলবে ঋণ - কোনও মাসে টাকা না দিলেও জরিমানা নয় PNB-র এই ডিপোজিট স্কিমে

PNB Flexi Recurring deposit Scheme: সুদ ৫.৭৫%, মিলবে ঋণ - কোনও মাসে টাকা না দিলেও জরিমানা নয় PNB-র এই ডিপোজিট স্কিমে

সুদ ৫.৭৫%, মিলবে ঋণ - কোনও মাসে টাকা না দিলেও জরিমানা নয় PNB-র এই ডিপোজিট স্কিমে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

PNB Flexi Recurring deposit Scheme: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার ৫.৭৫ শতাংশ। সেই স্কিমের মাধ্যমে ঋণের সুযোগ আছে। সেইসঙ্গে কোনও মাসে টাকা না দিলেও জরিমানা গুনতে হবে না এই স্কিমে।

সুদের হার ৫.৭৫ শতাংশ। কোনও মাসে টাকা দিতে না পারলে লাগবে না কোনও জরিমানা। মিলবে ঋণের সুযোগ। ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিমে এমনই সব সুবিধা প্রদান করছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)।

কারা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিম করতে পারবেন (PNB Flexi Recurring deposit Scheme Eligibility)?

যে কোনও প্রাপ্তবয়স্ক ব্য়ক্তি (সিঙ্গল বা জয়েন্ট) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিমের আওতায় বিনিয়োগ করতে  পারেন। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এই স্কিম চালু করা যায়। তবে তাদের ন্যূনতম বয়স ১০ হতে হবে। সেজন্য তাদের বয়সের শংসাপত্র লাগবে। ১০ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে অভিভাবকের অধীনে ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিম চালু করা যায়।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিমের বিশেষ সুবিধা

এই স্কিমের আওতায় কোনও মাসে টাকা দিতে না পারলেও জরিমানা গুনতে হবে না। যে প্রকল্পে সুদের হার ৫.৭৫ শতাংশ। দৈনন্দিন ভিত্তিতে সুদের হিসাব করা হয় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিমে। যা প্রতি ছ'মাস অন্তর দেওয়া হয়। নির্দিষ্ট নিয়ম মতো টিডিএস (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) কাটা হবে। সেইসঙ্গে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিমে নমিনেশনের সুবিধা, ডিপোজিটের সুবাদে ঋণ/ওভারড্রাফটের সুযোগ আছে।

আরও পড়ুন: Education Loan: ৬.৮৫% শতাংশ সুদে পাবেন শিক্ষাঋণ, জানুন বিভিন্ন ব্যাঙ্কের অফার

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিমের শর্ত (PNB Flexi Recurring deposit Scheme Terms and conditions)

ন্যূনতম ছয় মাস এবং সর্বাধিক ১২০ মাসের (১০ বছর) জন্য পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবেন। মাসে ন্যূনতম ১০০ টাকা বিনিয়োগ করতে হয়। ১০০-র গুণিতকে বিনিয়োগ করা যায়। তবে মাসে সর্বাধিক ৫০,০০০ টাকার বেশি বিনিয়োগ করার নিয়ম নেই।

আরও পড়ুন: PNB KYC Update Deadline: সাবধান! ৩১ অগস্টের মধ্যে করতে হবে এই ছোট্ট কাজ, নয়ত ব্লক হবে আপনার অ্যাকাউন্ট

কীভাবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিম চালু করবেন?

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিম চালুর জন্য গ্রাহকদের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নিকটবর্তী শাখায় যেতে হবে। সেখান থেকেই তাঁরা ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিম চালু করতে পারবেন।

বন্ধ করুন