বাংলা নিউজ > ঘরে বাইরে > Terror Attack Thwarted in Kashmir: কাশ্মীরের উরিতে বড়সড় হামলার ছক জঙ্গিদের, সাহায্য পাক সেনার, ছক বানচাল ভারতের

Terror Attack Thwarted in Kashmir: কাশ্মীরের উরিতে বড়সড় হামলার ছক জঙ্গিদের, সাহায্য পাক সেনার, ছক বানচাল ভারতের

কাশ্মীরের উরিতে বড়সড় হামলার ছক জঙ্গিদের (HT_PRINT)

সেনার গোয়েন্দাদের দাবি, জি২০ সম্মেলনের আগে কাশ্মীরে অশান্তি ছড়ানোই পাক জঙ্গিদের লক্ষ্য। প্রসঙ্গত, এর আগে গোয়াতে এসসিও বৈঠকে যোগ দিতে এসে পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে বলতে শোনা গিয়েছিল, 'কাশ্মীরে জি২০ সম্মেলন করার জন্য সময় মতো জবাব দেওয়া হবে ভারতকে।'

এবছর জি২০ সম্মেলনের আসর বসতে চলেছে কাশ্মীরে। তার আগে উপত্যকাকে অশান্ত করে তোলার চেষ্টায় ব্যস্ত পাকিস্তানি জঙ্গিরা। এই আবহে লাগাতার নানান হামলার ছক কষেছে বিচ্ছিনতাবাদীরা। তবে তাদের যোগ্য জবাব দিতে তৈরি ভারতীয় সেনাও। এই আবহেই গতকাল, শনিবার একটি বড়সড় হামলার ছক বানচাল করে দিল ভারতীয় সেনা। জানা গিয়েছে, উরি সেক্টরে জঙ্গিরা নাশকতার ছক কষেছিল। এর জন্য সীমান্তপার থেকে অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। তবে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি সশস্ত্র জঙ্গিদের। এদিকে সেই জঙ্গিদের সাহায্য করে পাকিস্তানি সেনাও।

ভারতীয় সেনার তরফে জানানো হয়, অনুপ্রবেশকারী জঙ্গিদের সাহায্য করতে পাকিস্তানি সেনা একটি কোয়াডকপ্টর ড্রোন উড়িয়ে আনে সীমান্তে। তবে সেটি লক্ষ্য করে ভারতীয় জওয়ানরা গুলি চালালে সেটি ফিরে যায়। পরে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টাও বানচাল করে দেওয়া হয়। অনুপ্রবেশকারীদের কাছে ভারী অস্ত্র ছিল বলে জানানো হয়েছে সেনার তরফে। এদিকে এই ঘটনার পরই সীমান্ত লাগোয়া ঘন জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করে ভারতীয় সেনা। সেনার গোয়েন্দাদের দাবি, জি২০ সম্মেলনের আগে কাশ্মীরে অশান্তি ছড়ানোই পাক জঙ্গিদের লক্ষ্য। প্রসঙ্গত, এর আগে গোয়াতে এসসিও বৈঠকে যোগ দিতে এসে পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে বলতে শোনা গিয়েছিল, 'কাশ্মীরে জি২০ সম্মেলন করার জন্য সময় মতো জবাব দেওয়া হবে ভারতকে।'

জি২০ সম্মেলনের আগে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের মদতে। এই আবহে কয়েকদিন আগেই পুলওয়ামাতেও বড়সড় নাশকতার ছক বানচাল করে দেয় কাশ্মীর পুলিশ। পুলওয়ামা থেকে ৫ থেকে ৬ কেজি আইইডি উদ্ধার করা হয়েছিল এক সপ্তাহ আগেই। এদিকে ৬ মে রাজৌরিতে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। এদিকে এর আগে গত ২০ এপ্রিল সেনার এক ট্রাকে হামলা চালিয়ে ৫ জওয়ানকে খুন করেছিল জঙ্গিরা। এরপর থেকেই অশান্ত রাজৌরি। এই জঙ্গিদের ধরতেই অপারেশন ত্রিনেত্র শুরু করে সেনা। তবে সেই অভিযানে ৫ সেনাকর্মী শহিদ হয়েছিলেন ৬ মে।

বন্ধ করুন