উৎপল পরাশর
এবার অসমের মাটিতে ধীরে ধীরে শাখা মেলছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী। সেই গোষ্ঠীর সঙ্গে আবার যোগ রয়েছে আল কায়দার। সম্প্রতি একাধিক গ্রেফতারির ঘটনাকে ঘিরে এমনই ইঙ্গিত মিলেছে। গত ১৫ই এপ্রিল পুলিশ অসমের বরপেটা জেলা থেকে ৬জন যুবককে গ্রেফতার করে। পুলিশ জানতে পারে তারা বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলা টিমের সদস্য। তাদের সঙ্গে আল কায়দারও যোগ রয়েছে।
গত মাসে আরও ৫জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারাও বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলা টিমের সদস্য বলে অভিযোগ। এদিকে সেই সময় ধৃতদের মধ্যে সইফুল ইসলাম ওরফে মহম্মদ সুমন ওরফে হারুন রসিদ নামে এক বাংলাদেশী যুবকও ছিল। তদন্তকারীরা জানতে পারেন ওই যুবক অবৈধভাবে ভারতে ঢুকে বরপেটার একটি মসজিদে শিক্ষকতা করছিল।
সূত্রের খবর, আসলে শিক্ষকতার আড়ালে জঙ্গি গোষ্ঠীতে নতুন যুবকদের নিয়ে আসাটাই ছিল তার মূল লক্ষ্য। মূলত জেহাদি কাজকে শক্তপোক্ত করার জন্য বরপেটা মডিউল তৈরির চেষ্টা চলছিল। বরপেটার পুলিশ সুপার অমিতাভ সিং বলেন, দু মাসে অন্তত দুটি নজির রয়েছে যেখানে আনসারুল্লা বাংলা টিমের সদস্যদের গ্রেফতার করা হয়েছে বরপেটা থেকে। এদিকে প্রথম ঘটনায় NIAএর এফআইআরে উল্লেখ করা হয়েছে, সইফুল বরপেটাতে স্লিপার সেল তৈরির চেষ্টা করছিল।আল কায়দার একটা বেস তৈরির চেষ্টা চলছিল এলাকায়।
এদিকে পুলিশের দাবি, অসমে ঢুকে তারা মসজিদে কাজ নিচ্ছে। তারা বলছে পশ্চিমবঙ্গ থেকে এসেছে। ধীরে ধীরে তারা উঠতি যুবকদের গোষ্ঠীতে ঢোকানোর চেষ্টা করছে। জেএমবির সঙ্গেও তাদের যোগ রয়েছে।