আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে বাংলায় একলা চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বাংলায় শুধুই তৃণমূল কংগ্রেস। আর দেশে ইন্ডিয়া। এই মন্তব্যের পরই প্রদেশ কংগ্রেস নেতারা বলতে শুরু করেছেন, সাতটা আসন না পেলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট নয়। তবে কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন, যেভাবেই হোক তৃণমূল কংগ্রেসের সঙ্গেই বাংলায় জোটে যেতে। তার জন্য আত্মত্যাগ করতেও প্রস্তুত কংগ্রেস। এআইসিসি সূত্রে শুক্রবার এই খবর মিলেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে আগ্রহী কংগ্রেস। সে কথা বলবেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গের মতো নেতারা। ‘সময় বেরিয়ে যাচ্ছে’ বলে বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আসন বন্টন চূড়ান্ত করার বার্তা দেওয়া হয়েছে।
এদিকে কংগ্রেসের শীর্ষনেতা আবু হাসেম খান চৌধুরী বলে বসেছেন, বাংলায় দুটি আসন তৃণমূল ছাড়বে বলে জানিয়েছে। বহরমপুর এবং মালদা (দক্ষিণ) আসন দুটি কংগ্রেসকে ছাড়া হবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এই আসন দুটি কংগ্রেসকে ছাড়বে তৃণমূল। এই কথা বলে রাজ্য–রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন কংগ্রেস নেতা ডালুবাবু। যদিও সরকারিভাবে দুই দলই (কংগ্রেস–তৃণমূল) জানিয়ে দিয়েছে এমন কোনও চুক্তি এখনও হয়নি। দেগঙ্গার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘গোটা দেশে লড়বে ইন্ডিয়া জোট। আর বাংলায় লড়বে শুধু তৃণমূল কংগ্রেস। কারণ বিজেপিকে উচিত শিক্ষা দিতে পারে তৃণমূলই অন্য কোনও দল নয়।’
অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী জানান, বাংলায় আসন বন্টন বা সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। জোট নিয়ে খুব শীঘ্রই জানানো হবে। তবে কংগ্রেস সূত্রে খবর, আগামী সপ্তাহে সব বিষয় চূড়ান্ত হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘এই রাজ্যে কংগ্রেস বিজেপির বি–টিম হিসাবে কাজ করে। এখন সময় এসেছে অগ্নিপরীক্ষা দেওয়ার। সেই পরীক্ষা দিয়ে কংগ্রেস প্রমাণ করুক তারা বিজেপির বি–টিম নয়। তৃণমূল কংগ্রেস লড়াই করে বিজেপিকে হারিয়েছে। কংগ্রেসের কাজ এবং বিবৃতি কখনই তৃণমূল কংগ্রেসকে যেন দুর্বল করার জন্য না হয়।’
আরও পড়ুন: তৃতীয়বার বাংলার ট্যাবলো খারিজ করল কেন্দ্র, কুচকাওয়াজে দেখা যাবে না কন্যাশ্রী প্রকল্প
তবে কংগ্রেসের পাঁচ সদস্যের ‘অ্যালায়েন্স কমিটি’ মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, নয়াদিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যে দলের অবস্থান নিয়ে প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের কাছে আর্জি জানিয়েছেন, কংগ্রেস যেন অখিলেশ যাদবকে নিয়ে উত্তরপ্রদেশ এবং আপ–কে নিয়ে নয়াদিল্লি, পাঞ্জাবে প্রতিদ্বন্দ্বিতা করে। আসন বন্টন থেকে জোট সব ক্ষেত্রেই কংগ্রেস যেন সমঝোতার পথে হাঁটে সেই আর্জি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এখন দেখার কংগ্রেস কি করে।