HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > India vs South Korea Hockey Highlights: ২০১৮-র ভুুল হল না, চাপে পড়েও ৫-৩ গোলে জিতে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

India vs South Korea Hockey Highlights: ২০১৮-র ভুুল হল না, চাপে পড়েও ৫-৩ গোলে জিতে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

India vs South Korea Hockey Highlights: ২০১৮ সালের ভুল হল না। প্রবল চাপে পড়েও দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে এশিয়ান গেমসের পুরুষ হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। ফাইনালে জিতে সোনা পাওয়ার পাশাপাশি প্যারিস অলিম্পিক্সের টিকিট কনফার্ম করতে মরিয়া হরমনপ্রীত সিংরা।

1/25 আজ সেমিফাইনালের প্রথম কোয়ার্টারে দুর্ধর্ষ শুরু করে ভারত। এগিয়ে যায় ৩-০ গোলে। দ্বিতীয় কোয়ার্টারে দুর্দান্ত প্রত্যাবর্তন করে দক্ষিণ কোরিয়া। ভারতকে কার্যত বলই ধরতে দিচ্ছিল না। দুটি গোল শোধও করে ফেলে। তারপর ২৪ মিনিটে অমিত রুইদাস গোল করে কোরিয়ার চাপে কিছুটা লাগাম টানেন। হাফ-টাইমে ফলাফল ছিল ৪-২। তৃতীয় কোয়ার্টারে একটাই গোল হয়। করে কোরিয়া। খেলার ফল দাঁড়ায় ৪-৩। তারপর চতুর্থ কোয়ার্টারের শুরু থেকেই আক্রমণ করতে থাকে কোরিয়া। তবে ৫৪ মিনিটে পঞ্চম গোল করে ভারতের জয় নিশ্চিত করেন অভিষেক। (ছবি সৌজন্যে এক্স)
2/25 প্রথম সেমিফাইনালের গোলদাতা: ভারতের হয়ে আজ পাঁচজন একটি করে গোল করেন। ভারতের হয়ে গোল করেন হার্দিক সিং (৫ মিনিট), মনদীপ সিং (১১ মিনিট), ললিতকুমার উপাধ্যায় (১৫ মিনিট), অমিত রুইদাস (২৪ মিনিট) এবং অভিষেক (৫৪ মিনিট)। দক্ষিণ কোরিয়ার তিনটি গোলই করেন জুং (১৭ মিনিট, ২০ মিনিট এবং ৪২ মিনিট)। (ছবি সৌজন্যে এক্স)
3/25 ভারত-দক্ষিণ কোরিয়ার ম্যাচের হাইলাইটস: প্রথম কোয়ার্টারে ৩-০ গোলে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শেষে ফলাফল ছিল ৪-২। যা তৃতীয় কোয়ার্টারের শেষে দাঁড়ায় ৪-৩। চতুর্থ কোয়ার্টার তথা ম্যাচের শেষে ফলাফল দাঁড়ায় ৫-৩। (ছবি সৌজন্যে এক্স)
4/25 জিতে গেল ভারত!!! এশিয়ান গেমসের ফাইনালে উঠল ভারত। ৫-৩ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল। ২০১৪ সালে সোনা জয়ের পর আবার ফাইনালে উঠল। ফাইনালে মুখোমুখি হবে চিন বা জাপানের বিরুদ্ধে। (ছবি সৌজন্যে এক্স)
5/25 ৫৪ মিনিট: উফ!!!!! পঞ্চম গোল ভারতের। 'ডিপোজিট' গোল। দুর্দান্ত। কোরিয়ার বক্সে বাইরে একটা লুজ বল পেয়ে যান। বক্সে ঢোকেন। রিভার্স স্টিকে গোল। গোওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওল। ৫-৩ গোলে এগিয়ে গেল ভারত। নাকি গোল নয়? রেফারেল কোরিয়ার! বৈধ গোল!! হাঁফ ছেড়ে বাঁচল ভারত। ভারতীয় ফ্যানদের মাথা থেকে ২০১৮ সালের এশিয়ান গেমসের ভূত কিছুটা নামল নিঃসন্দেহে। (ছবি সৌজন্যে এক্স)
6/25 ২০১৮ সালের এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত এবং মালয়েশিয়ার খেলা শেষ হয়েছিল ২-২ গোলে। শ্যুট-আউট হয়েছিল। যা সাডেন ডেথে গড়িয়েছিল। ৬-৭ গোলে হেরে গিয়েছিল ভারত। (ছবি সৌজন্যে এক্স)
7/25 শেষ তৃতীয় কোয়ার্টারের খেলা। তৃতীয় কোয়ার্টারে একটি গোল হয়েছে। সেই গোল করেছেন জুং মাঞ্জে। হ্যাটট্রিক করে ফেলেছেন। ৪-৩ গোলে এগিয়ে আছে ভারত। চতুর্থ কোয়ার্টারে ভালো শুরু করতে না পারলে রক্তচাপ বাড়বে। (ছবি সৌজন্যে এক্স)
8/25 ৪২ মিনিট: হরমনপ্রীত সিংয়ের কারণে পেনাল্টি কর্নার পেল দক্ষিণ কোরিয়া। ভারতীয় ডিফেন্স যেন ঘুমিয়ে গিয়েছিল। নিজেদের ঠিকমতো জায়গায় নিজে যেতে অনেক সময় নিলেন। ততক্ষণে পেনাল্টি কর্নার নিল কোরিয়া। গোল কোরিয়ার। হ্যাটট্রিক জুং মাঞ্জের। (ছবি সৌজন্যে এক্স)
9/25 প্রথম দুটি কোয়ার্টারে তিনটি করে গোল পাওয়ার পর তৃতীয় কোয়ার্টার কিছুটা 'ঝিমিয়ে' কাটল। অত্যন্ত গোলের নিরিখে। তারইমধ্যে পঞ্চম গোলের একেবারে কাছে চলে আসে ভারত। বক্সের বাইরে জারমানপ্রীতের দুর্দান্ত স্কিল। বক্সের মধ্যে রিভার্স হিটে পাস। গোলের সামনে শট ভারতের। রুখে দিলেন কোরিয়ার গোলকিপার। (ছবি সৌজন্যে এক্স)
10/25 শেষ দ্বিতীয় কোয়ার্টার তথা প্রথমার্ধের খেলা। ৪-২ গোলে এগিয়ে থাকল ভারত। দ্বিতীয় কোয়ার্টারে প্রথমে ভারতকে প্রায় বলই ধরতে দিচ্ছিল না। জোড়ো গোল করে ফেলে কোরিয়া। তারপর একটি পেনাল্টি কর্নারের হাত ধরে কিছুটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায় ভারত। অমিত রুইদাসের গোলে যেমন ব্যবধান বাড়ায় ভারত, তেমনই কোরিয়ার মোমেন্টাম কিছুটা ধাক্কা খায়। শেষপর্যন্ত রুদ্ধশ্বাস কোয়ার্টারে আর কোনও গোল হয়নি। (ছবি সৌজন্যে এক্স)
11/25 ২৭ মিনিট: গোড়ালি 'টুইস্ট' হল বরুণ কুমারের। দেখে তাই মনে হচ্ছে। নিজেদের বক্সে পড়ে আছেন। এক সাপোর্ট স্টাফের সহায়তায় মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। চোট যেন গুরুতর না হয়, সেই প্রার্থনা রইল। (ছবি সৌজন্যে এক্স)
12/25 ২৪ মিনিট: পেনাল্টি কর্নার ভারতের। গোওওওওওওওওওওওওওওওওওওওল। দিনের প্রথম পেনাল্টি কর্নারে গোল করতে পারেননি হরমনপ্রীত। কিন্তু চাপের মুহূর্তে গোল করলেন অমিত রুইদাস। জারমানপ্রীতিকে লং বল হার্দিকের। ফাউল কোরিয়ার। পেনাল্টি কর্নার পায় ভারত। হরমনপ্রীত মাঠে না থাকায় অমিত রুইদাসের উপর দায়িত্ব পড়ে। রকেট ড্র্যাগ ফ্লিকে গোওওওওওওওওল। ৪-২ গোলে এগিয়ে গেল ভারত। কোরিয়া যে চাপ তৈরি করেছিল, সেটা কাটিয়ে তুলবে এটা। 
13/25 ২০ মিনিট: ওওওহ! দ্বিতীয় কোয়ার্টারে ভারতকে দাঁড়াতেই দিচ্ছে না দক্ষিণ কোরিয়া। তারইমধ্যে দ্বিতীয় গোল করে ফেলল। ফের গোল করলেন জুং মাঞ্জে। ২-৩ গোলে পিছিয়ে ভারত। দ্বিতীয় কোয়ার্টারে ভারত কার্যত বল ধরতে পারছে না। (ছবি সৌজন্যে এক্স)
14/25 ১৭ মিনিট: দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই চাপ বাড়াল দক্ষিণ কোরিয়া। ফলও মিলল হাতেনাতে। বাঁ-প্রান্ত থেকে উঠে আস কোরিয়া। সার্কেলের মধ্যে সুমিতের পায়ে বল লাগল। পেনাল্টি কর্নার কোরিয়ার। ডিরেক্ট শট নিতে পারেনি। তবে গোল করে বেরিয়ে গেল। ব্যবধান কমাল কোরিয়া। ৩-১ গোলে এগিয়ে ভারত। গোলদাতা জুং মাঞ্জে। (ছবি সৌজন্যে এক্স)
15/25 ১৫ মিনিট: দক্ষিণ কোরিয়াকে ছিঁড়ে খাচ্ছে ভারত। প্রথম কোয়ার্টারের একেবারে শেষলগ্নে তৃতীয় গোল ভারত। কোরিয়ার বক্সে পাস পান বিবেক। গুরজন্তকে বল বাড়ান। তাঁর শট রুখে দেয় কোরিয়া। তারইমধ্যে বল পেয়ে যান হরমনপ্রীত। ললিতকে পাস দেন। গোওওওওওওওওওল ললিতের। ৩-০ গোলে এগিয়ে গেল ভারত। (ছবি সৌজন্যে এক্স)
16/25 ১১ মিনিট: দ্বিতীয় গোওওওওওওওওওওওওওওওওওওওওল ভারতের। দুর্দান্ত টিমগোল। একেবারে স্বার্থহীন খেলা গুরজন্ত সিংয়ের। গোলের সামনে থেকে ডানদিকে মনদীপকে পাস। যিনি ফাঁকা দাঁড়িয়ে। জালে বল জড়িয়ে দিলেন। ২-০ গোলে এগিয়ে গেল ভারত। (ছবি সৌজন্যে এক্স)
17/25 ৫ মিনিট: সেমিফাইনালের শুরুতেই গোল ভারতের। প্রথম থেকেই যে চাপ তৈরি করেছে ভারত, সেটার ফসল পেল। প্রাথমিকভাবে ডি বক্সের ভিতর থেকে ভারতের শট আটকে যায়। ফিরত বলে গোওওওওওওল হার্দিকের। ১-০ গোলে এগিয়ে গেল ভারত। (ছবি সৌজন্যে এক্স)
18/25 এশিয়ান গেমসে পুরুষ হকির প্রথম সেমিফাইনাল শুরু হল। গ্রুপ পর্যায়ের ছন্দ বজায় রেখে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারাতে মরিয়া ভারত। ২০১৪ সালের এশিয়ান গেমসে শেষবার সোনা পেয়েছিল টিম ইন্ডিয়া। আর এবার সোনা জিতলে প্যারিস অলিম্পিক্সের টিকিটও মিলবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
19/25 ভারতের প্রথম একাদশ: বাহাদুর পাঠক (গোলকিপার), জারমানপ্রীত সিং, হরমনপ্রীত সিং (অধিনায়ক), সুমিত, বরুণ কুমার, মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, অভিষেক, গুরজন্ত সিং এবং মনদীপ সিং। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
20/25 সেমিফাইনালের আগে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত সিং বলেন, ‘আমরা শক্তিশালীভাবে টুর্নামেন্ট শুরু করেছি এবং গ্রুপ পর্যায়ের সব ম্যাচে জিতেছি। যা টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের আগে আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা প্রথম সেমিফাইনালে খেলতে নামব। কিন্তু আমরা সতর্ক আছি। কোনও প্রতিপক্ষকে আমরা হালকাভাবে নিচ্ছি না আমরা।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
21/25 সেমিফাইনালের আগে ভারতীয় হকি দলের চিফ কোচ ক্রেগ ফুলটন বলেন, 'ঐতিহাসিকভাবে আমাদের অত্যন্ত কঠিন প্রতিপক্ষ হল কোরিয়া। সম্প্রতি ওদের বিরুদ্ধে খেলে আমাদের ধারণা হয়ে গিয়েছে যে এই ম্যাচটা কীরকম হতে পারে, আমরা কী আশা করতে পারি।' (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
22/25 গত অগস্টে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩-২ গোলে জিতেছিল ভারত। ২০২২ সালের এশিয়া কাপে ৪-৪ গোলে ড্র করেছিল। ২০২১ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২-২ ড্র হয়েছিল। আর আপাতত বিশ্ব ক্রমপর্যায়ে ভারত আছে তিন নম্বরে। আর ১২ নম্বরে আছে দক্ষিণ কোরিয়া। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
23/25 ভারত এবং দক্ষিণ কোরিয়ার মুখোমুখি পরিসংখ্যান: ২০১৩ সাল থেকে দু'দেশ মোট ১৭ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে আটবার। ড্র হয়েছে ছ'টি ম্যাচ। তিনটি ম্যাচে জিতেছে দক্ষিণ কোরিয়া। শেষ কয়েকটি ম্যাচে বেশ টক্কর হয়েছে দু'দেশের। তাই একেবারেই আত্মতুষ্টিতে ভুগতে চাইছে না ভারত। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
24/25 এবার এশিয়ান গেমসের পুল 'এ'-তে ছিল। পাঁচটি ম্যাচেই জিতেছে। জাপান, পাকিস্তানের মতো দলকেও হারিয়েছে। গ্রুপ পর্যায়ে পাঁচটি ম্যাচে ৫৮ গোল করে ভারত। উজবেকিস্তানকে ১৬-০ গোলে হারিয়েছে। সিঙ্গাপুুরের বিরুদ্ধে জয় আসে ১৬-১ গোলে। জাপানকে ৪-২ গোলে হারিয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশকে যথাক্রমে ১০-২ এবং ১২-০ গোলে হারিয়েছে ভারত। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
25/25 আজ এশিয়ান গেমসের পুরুষদের হকির সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামছে ভারত। যা এখনও পর্যন্ত এবারের এশিয়ান গেমসে ভারতের সবথেকে কঠিন ম্যাচ হতে চলেছে। সেইসঙ্গে আরও একটি বিষয় নিয়ে সতর্ক থাকবে ভারত। এবার যেমন হাসতে-হাসতে সেমিতে উঠেছে ভারত, ২০১৮ সালের এশিয়ান গেমসেও তাই হয়েছিল। তারপর সেমিফাইনালে হেরে গিয়েছিল। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না ভারত। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Latest News

'অনেক বয়স হয়েছে, তোকে আর ভাই-বোন দিতে পারব না', বিবাহিত মেয়েকে বললেন অনুরাগ! চার দফায় মোট কত শতাংশ ভোট পড়ল, অংশ নিলেন কতজন? সব হিসেব জানিয়ে দিল কমিশন ভোটের সাতকাহন- ‘অর্জুন সুবিধা করতে পারবে না,ভোট মেশিনারি আমরাও বুঝি’-পার্থ ভোমিক কঠোর কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বস্তি শান্তনুর বিরুদ্ধে অনশনে অসুস্থ মমতাবালার মেয়ে মধুপর্ণা, তাও চলবে প্রতিবাদ ‘আমার ভাইয়ের জন্য গর্বিত’,বিদায়লগ্নে সুনীলকে বার্তা বিরাট কোহলির ভিকির থেকে ৫ গুণ বেশি সম্পত্তির মালিক ক্যাটরিনা, বয়সের কত পার্থক্য দুজনের? কারোর দুর্বলতার জন্য হাত থেকে বেরিয়ে গিয়েছিল পাক অধিকৃত কাশ্মীর,জয়শঙ্করের নিশানা জলীয় বাষ্পের সাহায্যে ৫ মিনিটে প্রস্টেটের অপারেশন, নজির গড়ল NRS IPL-মুম্বই অনুশীলনে হঠাৎই কুস্তি, মাটিতে গড়াগড়ি টিম ডেভিড-ইশান কিষানের, ভিডিয়ো

Latest IPL News

IPL-মুম্বই অনুশীলনে হঠাৎই কুস্তি, মাটিতে গড়াগড়ি টিম ডেভিড-ইশান কিষানের, ভিডিয়ো IPL 2024-এর পরেই কি অবসর নেবেন ধোনি? চমকপ্রদ দাবি করলেন CSK ব্যাটিং কোচ হাসি Match Fixing-র অভিযোগ! ২ ভারতীয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করতে বলল শ্রীলঙ্কার আদালত ভারতীয়রা ছিলেন রোহিতের পক্ষে, বিদেশিরা হার্দিকের- এটাই কি MI-এর ব্যর্থতার কারণ? অন্যদের কপাল পোড়াব! CSK-র সামনে সুযোগ আসার পরেই ভাইরাল প্রাক্তনী কারানের ভিডিয়ো কোহলি ভাইয়ার নেট সেশন দেখে পয়েন্ট করি- বিরাটের থেকে শেখেন কীভাবে,জানালেন পাতিদার দ্রাবিড়ের জায়গায় কি ভারতীয় দলের কোচ হবেন স্টিফেন ফ্লেমিং? কী বললেন CSK-র CEO? IPL-‘ও আমার কোচ নয়,বড় দাদা’, এক সময়ের ত্রাসকে নিয়ে বার্তা ইশান্ত শর্মার, ভিডিয়ো টিকিট কিনতে গিয়ে ৩ লক্ষ টাকার Online প্রতারণা! সাবধান, ভুলেও কখনও এমনটা করবেন না গম্ভীর, শ্রেয়স জুটির হাত ধরে অপেক্ষার অবসান, প্রথমবার আইপিএলের টেবিল টপার KKR

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ