সকাল থেকে চড়া রোদে নাজেহাল অবস্থা কলকাতা ও আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের। তবে তারই মধ্যে বাজার করতে হচ্ছে, অফিসে যেতে হচ্ছে। ভিড় ট্রেন-বাসে যেতে যেতে ঘামতে হচ্ছে। আর মাঝে মাঝে আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে কালো মেঘের অপেক্ষা করতে হচ্ছে। সেই অপেক্ষা শেষ হবে আজই।
1/5একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। এর ফলে আমাদের রাজ্যে প্রচুর জলীয়বাষ্প পূর্ণ বাতাস প্রবেশ করবে। তাই দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গায় আজ এবং আগামিকাল তুমুল ঝড়বৃষ্টি হতে পারে। কয়েকদিন আগে কলকাতায় ৮০ কিলোমিটারেরও বেশি বেগে যে ঝড় বয়ে গিয়েছিল, সেটার উৎসও ছিল রাঁচির পূর্বাঞ্চল। (Sudipta Banerjee)
2/5আজ, মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের বেলা অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে চড়া রোদে পিঠ পুড়বে আজও। তবে আজ বিকেলের দিকে আকাশের রূপ পালটে যেতে পারে। বিকেল বা সন্ধ্যা নাগাদ তুমুল ঝড়বৃষ্টি হতে পারে শহরে। এর জেরে শহরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। (Sudipta Banerjee)
3/5এর আগে সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। এদিকে গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিক। এছাড়া বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৪ শতাংশ, সর্বনিম্ন পরিমাণ ছিল ৪৪ শতাংশ। গতকাল কলকাতায় কোথাও কোনও বৃষ্টি হয়নি। (Sudipta Banerjee)
4/5আজ থেকে ২৭ তারিখ পর্যন্ত কলকাতায় বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে আজ এবং আগামিকাল শহরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এরপর ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত শহরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিনে ধাপে ধাপে গাঙ্গেও পশ্চিমবঙ্গের আবহাওয়া ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। (Sudipta Banerjee)
5/5২৪ ও ২৫ মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তবে ২৬ মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা নামতে পারে। আরএমসি ওয়েবসাইট অনুযায়ী, ২৬ মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলিসায়স হতে পারে, যা স্বাভাবিকের নীচে। এদিকে ২৭ মে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সেটা স্বাভাবিকের থেকে কিছুটা নীচে। (Sudipta Banerjee)