বাংলা নিউজ > ছবিঘর > Low Pressure Latest Update by IMD: বেলা গড়াতেই বহু জায়গায় কমল বৃষ্টি, নিম্নচাপের প্রভাব পড়বে কোথায় কোথায়?

Low Pressure Latest Update by IMD: বেলা গড়াতেই বহু জায়গায় কমল বৃষ্টি, নিম্নচাপের প্রভাব পড়বে কোথায় কোথায়?

হাওয়া অফিস জানাচ্ছে, আজই এই নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্তটি। উত্তরপশ্চিম বঙ্গোপসাগরেই এই নিম্নচাপ সৃষ্টি হয়। এরপরে এটি উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এই সিস্টেমটি থেকে বর্তমানে একটি অক্ষরেখা গাঙ্গেও পশ্চিমবঙ্গ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত। যার জেরে আজ সকাল থেকেই বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গে।