বাংলা নিউজ > ছবিঘর > LPG Cylinder Price Slash Update: গ্যাসের দাম তো কমল, তবে সবাই পাবেন না ভর্তুকি, লোকসান হবে জ্বালানি সংস্থাগুলির?

LPG Cylinder Price Slash Update: গ্যাসের দাম তো কমল, তবে সবাই পাবেন না ভর্তুকি, লোকসান হবে জ্বালানি সংস্থাগুলির?

গতকালই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে যে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছে। তবে সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই দাম কমানোর পর সবাইকে ভর্তুকি দেওয়া হবে না। এদিকে গ্যাসের দাম কমায় প্রশ্ন উঠেছে, এতে কি ক্ষতির সম্মুখীন হবে জ্বালানি সংস্থাগুলি?