একাধিক হেভিওয়েট প্রার্থী উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়াই করেছেন। তাঁদের ভাগ্যে জয় নাকি হার হল? তা দেখে নিন একনজরে -
1/8যোগী আদিত্যনাথ (বিজেপি): প্রথমবার বিধানসভা নির্বাচনে নেমেই ছক্কা মারলেন যোগী আদিত্যনাথ। নিজের গড় গোরখপুর সদর থেকে ৭৩,০০০-এর বেশি ভোটে জিতলেন তিনি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/8স্বামী মৌর্য প্রসাদ (সমাজবাদী পার্টি): ফাজিলনগর থেকে লড়াই করছেন প্রাক্তন মন্ত্রী। যিনি বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/8কৃষ্ণা প্যাটেল (আপনা দল, কমেরাবাদী): কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি জোটের শরিক মেয়ে অনুপ্রিয়া প্যাটেল প্রার্থী দেননি। তবে বিজেপি প্রার্থীর কাছে ২৫,০৬৩ ভোটে হেরে গেলেন কৃষ্ণা। সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে লড়াই করেছিলেন। (ফাইল ছবি)
5/8ওমপ্রকাশ রাজভর (সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি): জাহুরাবাদ কেন্দ্রে শেষ হাসি হাসলেন সপার জোটসঙ্গী দলের সুপ্রিমো। প্রাথমিকভাবে পিছিয়ে থাকলেও বিজেপি প্রার্থীকে ৪৫,৬৩২ ভোটে হারিয়ে দিয়েছেন। (ফাইল ছবি)