Liquor Shop in Kolkata Airport: ইন্টারন্যাশনাল টার... more
Liquor Shop in Kolkata Airport: ইন্টারন্যাশনাল টার্মিনালে পাওয়া যায় ‘ডিউটি ফ্রি’ মদ। তা চালায় শুল্ক দফতর। এবার কলকাতা বিমানবন্দরের ডোমস্টিক টার্মিনালে বিলিতি মদের দোকান খোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। কবে দোকান হবে, দাম কত পড়তে পারে, তা দেখে নিন -
1/5এবার কলকাতা বিমানবন্দরেও বিলিতি মদ বিক্রি করতে পারে রাজ্য সরকার। কয়েক মাসে মধ্যেই সেই দোকান চালু হয়ে যেতে পারে বলে রাজ্যের আবগারি দফতর সূত্রে খবর মিলেছে। তবে বাগডোগরা বিমানবন্দরে আপাতত সেই দোকান খোলা যাচ্ছে না বলে প্রাথমিকভাবে খবর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/5এমনিতে এখন কলকাতা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল টার্মিনালে শুল্ক বিভাগের মদের দোকান আছে। সেখান থেকে 'ডিউটি ফ্রি' মদ কিনতে পারেন যাত্রীরা। পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দফতর যে মদের দোকান খোলার পরিকল্পনা করছে, তা ডোমেস্টিক টার্মিনালে খোলা হবে। অর্থাৎ ঘরোয়া বা আন্তর্জাতিক যাত্রীরা এবার নিজেদের টার্মিনাল থেকেই মদ কিনতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/5আবগারি দফতর যে মদের দোকান খোলার পরিকল্পনা করছে, তা কি সেখানেই বসে খাওয়া যাবে? সূত্রের খবর, আবগারি দফতরের দোকানে বসে মদ খাওয়ার কোনও ব্যবস্থা থাকবে না। শুধুমাত্র ওই দোকান থেকে মদ কিনতে পারবেন যাত্রীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/5কবে থেকে আবগারি দফতরের মদের দোকান চালু হতে পারে? আবগারি দফতর সূত্রে খবর, পরিকল্পনা হয়ে গিয়েছে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পেলেই খুলে যাবে মদের দোকান। সেটা মাসকয়েকের মধ্যেই হয়ে যাবে বলে আশা করছে রাজ্যের আবগারি দফতর। তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/5রাজ্যের আবগারি দফতরের মদের দোকানে দাম কেমন হতে পারে? সূত্রের খবর, এমনিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে দাম আছে, সেই দামের কোনও হেরফের হবে না। অর্থাৎ পুরো রাজ্যে যে দামে মদ বিক্রি করা হয়, সেই দামেই কলকাতা বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে বিলিতি মদ বিক্রি করা হবে বলে সূত্রের খবর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)