বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহ শুরু হবে। আজ থেকে এক লাফে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
1/5 আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। স্বাভাবিকের থেকে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস ওপরে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশের কাছাকাছি থাকতে পারে।
2/5 আজ থেকে এক লাফে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। এই আবহে আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে জারি হয়েছে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা। দক্ষিণের বাকি সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছ।
3/5 এদিকে আজ উত্তরবঙ্গের এক পাহাড়ি জেলা - দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। উত্তরের আর কোনও জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। ওদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এরপরে আগামী তিনদিন দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে। এরপর কালিম্পঙে আর বৃষ্টি হবে না। তবে দার্জিলিঙের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ১ মে পর্যন্ত। ওদিকে নীচের দিকের দুই দিনাজপুর এবং মালদায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
4/5 এদিকে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তীব্র তাপপ্রবাহ সম্ভাবনা দেখা দেবে। এর জেরে দক্ষিণের উত্তর ও দক্ষিণ ২৪ পগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে কমলা সতর্কা জারি করা হয়েছে ২৬, ২৭, ২৮ এপ্রিল। আর তার আগে ২৫ তারিখ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে জারি থাকবে লাল সতর্কতা। দক্ষিণের বাকি সব জেলায় বৃহস্পতিতে কমলা সতর্কতাই জারি করা হয়েছ।
5/5 ২৫ এপ্রিল থেকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যাবে, যা কি না স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে। ২৮ এপ্রিল থেকে তা আরও চড়ে ৪২ ডিগ্রি হতে পারে। এদিকে আগামী সাত দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস ওপরে। এর মধ্যে কলকাতায় আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।