নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দু'বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স সম্প্রতি শেষ হওয়া সংস্করণে ১৪ ম্যাচের মধ্যে আটটিতে হেরেছে এবং ছয়টি ম্যাচ জিতেছে। ফ্র্যাঞ্চাইজি প্লে-অফে উঠতে পারেনি। এবং সঠিক কম্বিনেশন বাছাই করতেও তারা ব্যর্থ হয়েছে।
কেকআর-এর জার্সিতে বাবা ইন্দ্রজিৎ সহ একগুচ্ছ খেলোয়াড়ের অভিষেক হয়েছে। ইন্দ্রজিৎ-কে ফ্র্যাঞ্চাইজি ২০ লক্ষ দিয়ে কিনেছিল। তামিলনাড়ুর এই খেলোয়াড় তাঁর রাজ্য দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, তিনটি ম্যাচে ৯৯ গড়ে, তিনটি সেঞ্চুরি সহ ৩৯৬ রান করেছিলেন। কিন্তু কলকাতার জার্সিতে অভিষেক মরশুমে তিনি মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। আর ৩ ম্যাচে মাত্র ৫১ রান সংগ্রহ করেন।
আরও পড়ুন: ‘মনে হয়েছিল, বিমানটি আর মাটি ছোঁবে না’, ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতের তারকা
সুযোগ পাওয়ার পরেও ব্যর্থ হওয়ার স্বাভাবিক ভাবেই চূড়ান্ত হতাশ হন ইন্দ্রজিৎ। তবে সেখান থেকে তিনি শিক্ষা নিয়েছেন বলে জানিয়েছেন। স্পোর্টসকিডাকে ইন্দ্রজিৎ বলেছেন, ‘আমি বুঝতে পেরেছি, কেন আমাকে পরে বাছাই করা হয়নি। এটি খেলার অংশ ছিল। কিন্তু এই তিনটি ইনিংসের পরে, আমার পক্ষে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা কঠিন ছিল। কারণ আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমি সত্যিই হতাশ হয়ে পড়েছিলাম যে, এই তিনটি সুযোগ পেয়েও রান করতে না পেরে।’
তিনি আরও যোগ করেছেন, ‘কিন্তু সেই সময়ে, আমি অনেক কিছু শিখেছি। আমরা চেষ্টা করি, কিন্তু বহু বার জিনিসগুলি যে ভাবে হাতের বাইরে বেরিয়ে যায়, তা আমরা আশা করি না। কখনও কখনও এই জিনিসগুলি ঘটে। এটি একটি শিক্ষা হতে পারে।’
এস বদ্রিনাথের প্রস্থানের পরে ২৭ বছরের ইন্দ্রজিৎ তামিলনাড়ুর মিডল অর্ডারকে শক্তিশালী করেছিলেন। তিনি রবিচন্দ্রন অশ্বিনের প্রশংসা অর্জনের কথাও বলেছেন। তিনি প্রকাশ করেছেন, কী ভাবে অভিজ্ঞ অফ-স্পিনার তাঁকে ভারতের টেস্ট একাদশে তাঁর স্থান সম্পর্কে টেক্সট করেছিলেন। তবে অশ্বিন তাঁকে ধৈর্য ধরে থাকার কথাও উল্লেখ করেছেন।
ইন্দ্রজিৎ বলেছেন, ‘দেখুন যখন আপনি রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে প্রশংসা পান, যিনি খেলার একজন কিংবদন্তি এবং এখনও পর্যন্ত তিনি সেরা অলরাউন্ডারদের একজন, তখন সত্যিই ভালো লাগে। আমার মাঝে মাঝে মনে হয়, ঠিক আছে, তিনি আমার মধ্যে কিছু দেখেছেন। আর সেটাই আমাকে আত্মবিশ্বাস দেয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।