শুভব্রত মুখার্জি: মীরপুরের একমাত্র টেস্টে আফগানিস্তানকে রেকর্ড ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশ। টেস্টে বিধ্বস্ত করার পরে আফগানদের ওয়ান ডে সিরিজেও দুমড়ে দিতে চাইছে তারা। সেই লক্ষ্যেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য অত্যন্ত শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ।
চোট সারিয়ে সেই দলে কামব্যাক ঘটেছে বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার শাকিব আল হাসানের। শাকিবের পাশাপাশি দলে ফিরেছেন আফিফ হোসেন এবং মহম্মদ নইম শেখও।
আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ হয়ে যাওয়ার পরেই শনিবার দুপুরে ১৫ সদস্যের ওয়ান ডে দলে ঘোষণা করা হয়েছে। ঘরোয়া লিগে বেশ ভালো ব্যাটিং করে দুই বছর পরে জাতীয় দলে ফিরেছেন নইম শেখ।চোটের কারণে সর্বশেষ সিরিজে খেলতে পারেননি তাস্কিনও। আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজের বাংলাদেশ দলেও ফিরেছেন তিনি। উল্লেখ্য ২০২১ সালের মে মাসে শেষবার জাতীয় দলের হয়ে ওয়ান ডে খেলেছিলেন নইম।
আরও পড়ুন:- MPL 2023: ব্যাট হাতে ব্যর্থ কেদার, ধ্বংসাত্মক শতরান করে দলকে একাই জেতালেন অঙ্কিত
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে দল শেষ সিরিজটি খেলেছিল সেই দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং রনি তালুকদার। আগামী ৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে ওয়ান ডে সিরিজ। একই ভেন্যুতে খেলা হবে গোটা সিরিজটি। পরবর্তী দুটি ম্যাচ খেলা হবে যথাক্রমে ৮ এবং ১১ জুলাই।
আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড: তামিম ইকবাল (ক্যাপ্টেন), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাস্কিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শোরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নইম শেখ।
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ান ডে সিরিজের সূচি:-
১. প্রথম ওয়ান ডে: ৫ জুলাই, চট্টগ্রাম
২. দ্বিতীয় ওয়ান ডে: ৮ জুলাই, চট্টগ্রাম
৩ তৃতীয় ওয়ান ডে: ১১ জুলাই, চট্টগ্রাম
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।