বাংলা নিউজ > ময়দান > BAN vs ENG: টেস্টের মতো ঠুকঠুকে ব্যাটিং মুশফিকদের, ডেভিড মালান একাই হারিয়ে দিলেন বাংলাদেশকে

BAN vs ENG: টেস্টের মতো ঠুকঠুকে ব্যাটিং মুশফিকদের, ডেভিড মালান একাই হারিয়ে দিলেন বাংলাদেশকে

প্রথম ওয়ান ডে ম্যাচে বাংলাদেশকে হারাল ইংল্যান্ড। ছবি- এপি।

Bangladesh vs England 1st ODI: হরির লুটের মতো উইকেট কুড়োন ইংল্যান্ডের সব বোলার, খালি হাতে মাঠ ছাড়তে হয়নি কাউকেই।

আধুনিক ক্রিকেটে যেখানে টেস্টও চার-ছক্কার ঝড় ওঠে, সেখানে বাংলাদেশ ঘরের মাঠে ওয়ান ডে ম্যাচে রান তোলে টেস্টের গতিতে। ইংল্যান্ডের বোলারদের বাড়তি সমীহ করার মাশুল দিতে হয় তামিম ইকবালদের। নিজেদের ডেরায় সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারের মুখ দেখতে হয় বাংলাদেশকে।

মীরপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। যদিও শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে তারা। শেষমেশ ৪৭.২ ওভারে ২০৯ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ। ব্যাট হাতে কার্যত একা লড়াই চালান নাজমুল হোসেন শান্ত। তিনি হাফ-সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন।

উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশের একজনও ব্যাটসম্যান বলের থেকে বেশি রান সংগ্রহ করতে পারেননি। সবাইকেই ঠুকঠুকে ব্যাটিং করতে দেখা যায়। নাজমুল ৮২ বলে দলের হয়ে সব থেকে বেশি ৫৮ রান করেন। তিনি ৬টি চার মারেন।

এছাড়া তামিম ৩২ বলে ২৩, লিটন দাস ১৫ বলে ৭, মুশফিকুর রহিম ৩৪ বলে ১৬, শাকিব আল হাসান ১২ বলে ৮, মাহমুদুল্লাহ ৪৮ বলে ৩১, আফিফ হোসেন ১২ বলে ৯, মেহেদি হাসান মিরাজ ১৯ বলে ৭, তাস্কিন আহমেদ ১৮ বলে ১৪ ও তাইজুল ইসলাম ১৩ বলে ১০ রান করে আউট হন। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন:- IND vs AUS: জাদেজার নো বল, অহেতুক DRS নষ্ট, ইন্দোর টেস্টের প্রথম দিনে কোন কোন ভুলের মাশুল দিতে হল রোহিতদের?

ইংল্যান্ডের সব বোলাররা হরির লুটের মতো উইকেট কুড়িয়ে নেন। কাউকে খালি হাতে মাঠ ছাড়তে হয়নি। জোফ্রা আর্চার, মার্ক উড, মইন আলি ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট সংগ্রহ করেন ক্রিস ওকস ও উইল জ্যাকস।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৮.৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১২ রান তুলে ম্যাচ জিতে যায়। ডেভিড মালান একাই অর্ধেকের বেশি রান করেন। তিনি ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৪৫ বলে ১১৪ রান করে নট-আউট থাকেন।

ইংল্যান্ডের ব্যাটসম্যানরাও কেউ বলের থেকে বেশি রান করতে পারেননি। তবে তাদের বাড়তি আগ্রাসী হওয়ার প্রয়োজনও ছিল না। ইংল্যান্ডের সামনে যে টার্গেট দেয় বাংলাদেশ, কচ্ছপের গতিতে হেসেখেলে সেই লক্ষ্যে পৌঁছে যাওয়া যায়। ঠিক সেটাই করে ইংল্যান্ডের ব্যাটাররা।

আরও পড়ুন:- IND vs AUS: ইন্দোর টেস্টের প্রথম দিনেই কিংবদন্তি শেন ওয়ার্নের সর্বকালীন রেকর্ড ভাঙলেন লিয়ন

জেসন রয় ৬ বলে ৪, ফিল সল্ট ১৯ বলে ১২, জেমস ভিনস ৯ বলে ৬, জোস বাটলার ১০ বলে ৯, উইল জ্যাকস ৩১ বলে ২৬, মইন আলি ৩২ বলে ১৪, ক্রিস ওকস ১১ বলে ৭ ও আদিল রশিদ ২৯ বলে অপরাজিত ১৭ রান করেন।

তাইজুল ইসলাম ৩টি, মেহেদি হাসান মিরাজ ২টি এবং শাকিব আল হাসান ও তাস্কিন আহমেদ ১টি করে উইকেট নেন। উইকেট পাননি মুস্তাফিজুর। ম্যাচের সেরা হন মালান। ৩ উইকেটের জয়ে ইংল্যান্ড ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন
Live Score