বাংলা নিউজ > ময়দান > BENG vs SAU Ranji Trophy Final: শেষ বেলায় জাদেজাকে ফিরিয়ে বাংলাকে লড়াইয়ে রাখলেন মুকেশ
ঘুরে দাঁড়াতে আকাশদের দিকে তাকিয়ে বাংলা। ছবি- পিটিআই।

BENG vs SAU Ranji Trophy Final: শেষ বেলায় জাদেজাকে ফিরিয়ে বাংলাকে লড়াইয়ে রাখলেন মুকেশ

Bengal vs Saurashtra Ranji Trophy Final Day 1 Live Score: সস্তায় গুটিয়ে যায় বাংলার প্রথম ইনিংস। হাফ-সেঞ্চুরি করেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল।

আগাগোড়া দাপট দেখিয়ে চলতি রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে বাংলা ও সৌরাষ্ট্র। এবার শেষ হার্ডলে কোন দল প্রতিপক্ষকে টেক্কা দেয়, সেটাই হবে দেখার। এর আগে ২০১৯-২০ মরশুমের রঞ্জি ফাইনালে সম্মুখসমরে নামে দু'দল। সেই ম্যাচে বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সৌরাষ্ট্র। এবার ঘরের মাঠে বাংলার সামনে সুযোগ রয়েছে বদলা নেওয়ার। সেই সঙ্গে ৩৩ বছর পরে রঞ্জি খেতাব ঘরে তোলার হাতছানিও রয়েছে মনোজ তিওয়ারিদের সামনে। উল্লেখ্য, বাংলা শেষবার রঞ্জি চ্যাম্পিয়ন হয় ১৯৮৯-৯০ মরশুমে।

16 Feb 2023, 04:35:11 PM IST

প্রথম দিনের খেলা শেষ

বাংলার ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৮১ রান তোলে। তারা সাকুল্যে ১৭ ওভার ব্যাট করেছে। আপাতত বাংলার থেকে ৯৩ রানে পিছিয়ে সৌরাষ্ট্র। হার্ভিক দেশাই ৫১ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। ৯ বলে ২ রান করে নট-আউট থাকেন চেতন সাকারিয়া। মুকেশ ও আকাশ দীপ ১টি করে উইকেট নেন। উইকেট পাননি ইশান পোড়েল, শাহবাজ আহমেদরা।

16 Feb 2023, 04:25:12 PM IST

জাদেজাকে ফেরালেন মুকেশ

১৫.২ ওভারে মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন বিশ্বরাজ জাদেজা। ৩৬ বলে ২৫ রান করেন তিনি। মারেন ৫টি চার। সৌরাষ্ট্র ৭৩ রানে ২ উইকেট হারায়। নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামেন চেতন সাকারিয়া।

16 Feb 2023, 04:17:50 PM IST

শক্ত ভিতে সৌরাষ্ট্র

১৫ ওভার শেষে সৌরাষ্ট্র তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৭৩ রান তুলেছে। হার্ভিক দেশাই ৪৯ বলে ৩৭ রান করেছেন। মেরেছেন ৬টি চার ও ১টি ছক্কা। বিশ্বরাজ জাদেজা ৩৪ বলে ২৫ রান করেছেন। তিনি ৫টি চার মেরেছেন।

16 Feb 2023, 03:54:43 PM IST

৫০ টপকাল সৌরাষ্ট্র

দশম ওভারে ইশান পোড়েলের বলে ৩টি চার মারেন বিশ্বরাজ জাদেজা। ১০ ওভার শেষে সৌরাষ্ট্রের স্কোর ১ উইকেটে ৫৭ রান। হার্ভিক ৩০ ও বিশ্বরাজ ১৬ রানে ব্যাট করছেন।

16 Feb 2023, 03:51:38 PM IST

জাদেজার কঠিন ক্যাচ ছাড়লেন অভিষেক

৮.৫ ওভারে আকাশ দীপের বলে বিশ্বরাজ জাদেজার কঠিন ক্যাচ ছাড়েন অভিষেক পোড়েল। স্লিপে মনোজ তিওয়ারির কাছে বল যাচ্ছিল। তবে অভিষেক বুঝতে পারেন যে, বল মনোজের কাছ পর্যন্ত পৌঁছবে না। তাই তিনি নিজেই ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরার চেষ্টা করেন। যদিও বল দস্তানাবন্দি করতে পারেননি।

16 Feb 2023, 03:35:41 PM IST

গোহিলকে ফেরালেন আকাশ দীপ

৬.১ ওভারে আকাশ দীপের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জয় গোহিল। ১০ বলে ৬ রান করেন তিনি। মারেন ১টি চার। সৌরাষ্ট্র ৩৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিশ্বরাজ জাদেজা।

16 Feb 2023, 03:34:11 PM IST

ব্যাট চালাচ্ছেন হার্ভিক

৬ ওভার শেষে সৌরাষ্ট্রের স্কোর বিনা উইকেটে ৩৮ রান। হার্ভিক দেশাই ৩০ বলে ২৯ রান করেছেন। মেরেছেন ৫টি চার ও ১টি ছক্কা। জয় গোহিল ৯ বলে ৬ রান করেছেন।

16 Feb 2023, 03:18:14 PM IST

আগ্রাসী শুরু সৌরাষ্ট্রের

দ্বিতীয় ওভারে বল করতে এসে ১১ রান খরচ করেন আকাশ দীপ। ১টি করে চার মারেন দুই ব্যাটসম্যান। তৃতীয় ওভারে মুকেশ কুমারের বলে ১টি চার মারেন দেশাই। ৩ ওভার শেষে সৌরাষ্ট্রের স্কোর বিনা উইকেটে ১৬ রান।

16 Feb 2023, 03:03:36 PM IST

রান তাড়া শুরু সৌরাষ্ট্রের

জয় গোহিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন হার্ভিক দেশাই। বোলিং শুরু করেন মুকেশ কুমার। ওভারের শেষ বলে ১ রান নিয়ে খাতা খোলেন হার্ভিক।

16 Feb 2023, 02:51:54 PM IST

অল-আউট বাংলা

৫৪.১ ওভারে জয়দেব উনাদকাটের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুকেশ কুমার। ৬ বলে ১ রান করেন তিনি। বাংলা প্রথম ইনিংসে ১৭৪ রানে অল-আউট হয়ে যায়। উনাদকাট ৪৪ রানে ৩ উইকেট দখল করেন।

16 Feb 2023, 02:48:06 PM IST

অভিষেক পোড়েল আউট

৫৩.৫ ওভারে চিরাগ জানির বলে স্লিপে প্রেরক মানকড়ের হাতে ধরা পড়েন অভিষেক পোড়েল। ৯৮ বলে ৫০ রান করেন তিনি। মারেন ৮চটি চার। বাংলা ১৭৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান পোড়েল।

16 Feb 2023, 02:45:54 PM IST

হাফ-সেঞ্চুরি অভিষেকের

৮টি বাউন্ডারির সাহায্যে ৯৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক পোড়েল।

16 Feb 2023, 02:42:07 PM IST

সাজঘরে ফিরলেন আকাশ দীপ

৫২.২ ওভারে ধর্মেন্দ্রসিং জাদেজার বলে জয়দেব উনাদকাটের হাতে ধরা পড়েন আকাশ দীপ। ৬ বলে ৪ রান করেন তিনি। বাংলা ১৭২ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুকেশ কুমার। অভিষেক ৪৯ রানে ব্যাট করছেন।

16 Feb 2023, 02:38:38 PM IST

মাঠে নেমেই ব্যাট চালানো শুরু আকাশ দীপের

আকাশ দীপের ব্যাটের হাতটা যে মন্দ নয়, সেটা সবার জানা। তাছাড়া তিনি যে ব্যাট চালাতে পছন্দ করেন, সেটাও কারও অজানা নয়। চায়ের বিরতির পরে অভিষেক পোড়েলের সঙ্গে ব্যাট হাতে মাঠে নামেন আকাশ দীপ। ক্রিজে এসেই চিরাগ জানিকে বাউন্ডারি মারেন তিনি। ৫২ ওভার শেষে বাংলার স্কোর ৭ উইকেটে ১৭১ রান। অভিষেক ৪৯ রানে ব্যাট করছেন।

16 Feb 2023, 02:17:47 PM IST

সাজঘরে ফিরলেন শাহবাজ, চায়ের বিরতি

৫০.৬ ওভারে ধর্মেন্দ্রসিং জাদেজার বলে বিশ্বরাজের হাতে ধরা পড়েন শাহবাজ আহমেদ। শাহবাজের গ্লাভস ছুঁয়ে প্যাডে লাগার পরে বল শর্ট লেগ ফিল্ডারের হাতে জমা পড়ে। শাহবাজ রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ১১২ বলে ৬৯ রান করে মাঠ ছাড়েন শাহবাজ। তিনি ১১টি চার মারেন। বাংলা প্রথম ইনিংসে ১৬৬ রানের মাথায় ৭ উইকেট হারায়। শাহবাজ আউট হওয়া মাত্রই চায়ের বিরতি ঘোষিত হয়। অভিষেক পোড়েল ৪৭ রানে ব্যাট করছেন। ৯২ বলের ইনিংসে তিনি ৮টি চার মেরেছেন।

16 Feb 2023, 02:02:41 PM IST

৫০ ওভারের খেলা পূর্ণ করল বাংলা

একসময় ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলা দল প্রথম ইনিংসে ৫০ ওভারের খেলা পূর্ণ করে। তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৬১ রান। শাহবাজ ৬৯ ও অভিষেক পোড়েল ৪২ রানে ব্যাট করছেন।

16 Feb 2023, 01:51:31 PM IST

১৫০ রানের গণ্ডি টপকাল বাংলা

৪৮তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। বাংলার স্কোর ৬ উইকেটে ১৫১ রান। শাহবাজ ৬৪ রানে ব্যাট করছেন। ৩৮ রানে অপরজিত রয়েছেন অভিষেক পোড়েল।

16 Feb 2023, 01:27:33 PM IST

লড়াকু হাফ-সেঞ্চুরি শাহবাজের

৯টি বাউন্ডারির সাহায্যে ৯৪ বলে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শাহবাজ আহমেদ। ৪৩ ওভার শেষে বাংলার সংগ্রহ ৬ উইকেটে ১৩৩ রান। শাহবাজ ৯৫ বলে ৫৭ রান করেছেন। ১০টি চার মেরেছেন তিনি। ২৭ রানে ব্যাট করছেন অভিষেক পোড়েল।

16 Feb 2023, 01:23:22 PM IST

হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় শাহবাজ

৪২ ওভার শেষে বাংলার স্কোর ৬ উইকেটে ১২৪ রান। শাহবাজ আহমেদ ব্যক্তিগত ৪৯ রানে ব্যাট করছেন। ২৬ রানে নট-আউট রয়েছেন অভিষেক পোড়েল।

16 Feb 2023, 12:57:03 PM IST

৫০ রানের পার্টনারশিপ

সপ্তম উইকেটে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল। ৩৭ ওভার শেষে বাংলার সংগ্রহ ৬ উইকেটে ১১৮ রান। শাহবাজ ৪৬ ও অভিষেক ২৪ রানে ব্যাট করছেন।

16 Feb 2023, 12:50:29 PM IST

সৌরাষ্ট্র রিভিউ না নেওয়ায় বেঁচে গেলেন শাহবাজ

৩৪.২ ওভারে প্রেরক মানকড়ের বলে শাহবাজের বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানায় সৌরাষ্ট্র। আম্পায়ার আবেদনে সাড়া দেননি। সৌরাষ্ট্র অনেক বিবেচনার পরে রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে পরে দেখা যায় যে, রিভিউ নিলে সাজঘরে ফিরতে হতো শাহবাজকে। ৩৫ ওভার শেষে বাংলার স্কোর ৬ উইকেটে ১১১ রান। শাহবাজ ৪০ ও অভিষেক ২৩ রানে ব্যাট করছেন।

16 Feb 2023, 12:33:25 PM IST

১০০ টপকাল বাংলা

৩১তম ওভারে প্রেরক মানকড়ের পঞ্চম বলে চার মারেন শাহবাজ। ৩২তম ওভারে উনাদকাটের প্রথম বলে ফের বাউন্জারি মারেন তিনি। ৩১ ৩২ ওভার শেষে বাংলার স্কোর ৬ উইকেটে ১০৩ রানষ শাহবাজ ৩৭ ও অভিষেক ১৯ রানে ব্যাট করছেন।

16 Feb 2023, 12:22:36 PM IST

লাঞ্চের পরে ইতিবাচক শুরু বাংলার

লাঞ্চের পরে প্রথম ওভারে ১ রান সংগ্রহ করে বাংলা। তবে উনাদকাটের দ্বিতীয় ওভারে জোড়া তিনটি বাউন্ডারি মারেন অভিষেক পোড়েল। ৩০ ওভার শেষে বাংলার স্কোর ৬ উইকেটে ৯১ রান। ২৯ বলে ১৮ রান করেছেন অভিষেক। ২৬ রানে ব্যাট করছেন শাহবাজ।

16 Feb 2023, 11:36:23 AM IST

মধ্যাহ্নভোজের বিরতি

প্রথম দিনের লাঞ্চে বাংলা ২৮ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৭৮ রান সংগ্রহ করেছে। ৪৮ বলে ২৬ রান করেছেন শাহবাজ আহমেদ। মেরেছেন ৫টি চার। ১৭ বলে ৫ রান করেছেন অভিষেক পোড়েল। তিনি ১টি চার মেরেছেন। উনাদকাট ২৬ রানে ২টি উইকেট নিয়েছেন। সাকারিয়া ২৮ রানে ৩টি উইকেট নিয়েছেন। ১১ রানে ১টি উইকেট নিয়েছেন চিরাগ জানি।

16 Feb 2023, 11:32:45 AM IST

দ্বিতীয়বার রিভিউ খোয়াল সৌরাষ্ট্র

২৭.২ ওভারে অভিষেক পোড়েলের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানায় সৌরাষ্ট্র। আম্পায়ার আউট দেননি। উনাদকাট রিভিউয়ের আবেদন জানায়। তবে আল্ট্রা এজে স্পষ্ট হয়ে যায় যে, বল ব্যাটে লাগেনি। ফলে দ্বিতীয়বার রিভিউ খোয়ায় সৌরাষ্ট্র। তাদের হাতে অবশিষ্ট রয়েছে ১টি মাত্র রিভিউ।

16 Feb 2023, 11:16:06 AM IST

নিয়ন্ত্রিত আগ্রাসন শাহবাজের

২৫ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার সংগ্রহ ৬ উইকেটে ৭৭ রান। প্ররক মানকড়ের পরপর ২টি বলে চার মারেন শাহবাজ আহমেদ। তিনি ৩৯ বলে ২৬ রান করেছেন। মেরেছেন ৫টি চার। ৮ বলে ৪ রান করেছেন অভিষেক পোড়েল।

16 Feb 2023, 10:59:33 AM IST

সাকারিয়ার তৃতীয় শিকার আকাশ

২১.৪ ওভারে চেতন সাকারিয়ার শর্ট বলে পুল শট খেলে জয়দেব উনাদকাটের হাতে ধরা পড়েন আকাশ ঘটক। ৪৮ বলে ১৭ রান করেন তিনি। মারেন ৩টি চার। বাংলা ৬৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অভিষেক পোড়েল। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ২২ ওভার শেষে বাংলার স্কোর ৬ উইকেটে ৬৯ রান।

16 Feb 2023, 10:53:44 AM IST

পরিস্থিতি সামলাচ্ছেন আকাশ-শাহবাজ

২০ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর ৫ উইকেটে ৬১ রান। শাহবাজ আহমেদ ১৪ ও আকাশ ঘটক ১৭ রান করেছেন। ৩টি চার মেরেছেন আকাশ।

16 Feb 2023, 10:31:53 AM IST

৫০ টপকাল বাংলা

১৬তম ওভারে জয়দেব উনাদকাটের বলে জোড়া বাউন্ডারি মারেন শাহবাজ আহমেদ। ওভারে ১৩ রান ওঠে। ১৬ ওভার শেষে বাংলার স্কোর ৫ উইকেটে ৫২ রান। শাহবাজ ৫ বলে ১৩ রান করেছেন। আকাশ ঘটক ৩৫ বলে ১০ রান করেছেন। দুই ব্যাটসম্যানই ২টি করে চার মেরেছেন।

16 Feb 2023, 10:14:27 AM IST

অনুষ্টুপকে ফেরালেন চিরাগ

১২.৬ ওভারে চিরাগ জানির বলে হার্ভিক দেশাইয়ের দস্তানায় ধরা পড়েন অনুষ্টুপ মজুমদার। ৩৫ বলে ১৬ রান করেন অনুষ্টুপ। তিনি ৩টি চার মারেন। বাংলা ৩৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ।

16 Feb 2023, 09:59:39 AM IST

লড়ছেন অনুষ্টুপ

১০ ওভার শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ২৮ রান। ২৪ বলে ১৫ রান করেছেন অনুষ্টুপ। তিনি ৩টি চার মেরেছেন। ১৫ বল খেলে এখনও খাতা খোলেননি আকাশ ঘটক।

16 Feb 2023, 09:49:47 AM IST

বাংলার ভয়ের কারণ হতে পারেন কারা?

রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের তিনজন ব্যাটর ও দুই বোলারকে নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে বাংলাকে। বিস্তারিত পড়ুন:- BENG vs SAU Ranji Trophy Final: রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের কোন ৫ তারকাকে নিয়ে দুশ্চিন্তায় থাকবে বাংলা শিবির? 

16 Feb 2023, 09:44:07 AM IST

১টি রিভিউ খোয়াল সৌরাষ্ট্র

৬.৩ ওভারে জয়দেব উনাদকাটের বলে আকাশ ঘটকের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানায় সৌরাষ্ট্র। আম্পায়ার আউট দেননি। রিভিউয়ের আবেদন জানান উনাদকাট। তবে বল ট্র্য়াকিংয়ে দেখা যায় বল লেগ-স্টাম্পের বাইরে বেরিয়ে যাচ্ছে। ফলে ১টি রিভিউ খোয়াতে হয় সৌরাষ্ট্রকে। ৭ ওভার শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ২১ রান। ৮ রানে ব্যাট করছেন অনুষ্টুপ।

16 Feb 2023, 09:33:33 AM IST

মনোজকে ফেরালেন উনাদকাট

৪.৫ ওভারে জয়দেব উনাদকাটের বলে গালিতে বিশ্বরাজের হাতে ধরা পড়েন মনোজ তিওয়ারি। ১২ বলে ৭ রান করে মাঠ ছাড়েন বাংলা দলনায়ক। তিনি ১টি চার মারেন। বাংলা দলগত ১৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আকাশ ঘটক।

16 Feb 2023, 09:23:38 AM IST

খাতা খুললেন অনুষ্টুপ

টপ অর্ডারে ধস নামায় বাংলার ভরসা এখন ছন্দে থাকা অনুষ্টুপ। তৃতীয় ওভারে জয়দেব উনাদকাটের বলে ১টি চার মেরে খাতা খোলেন তিনি। লেগ-বাই হিসেবে আরও ৪ রান পায় বাংলা। ৩ ওভার শেষে বাংলার স্কোর ৩ উইকেটে ১৪ রান।

16 Feb 2023, 09:15:18 AM IST

সুদীপ ঘরামি আউট

নিজের প্রথম তথা দলের দ্বিতীয় ওভারে জোড়া উইকেট তুলে নিলেন চেতন সাকারিয়া। ১.৪ ওভারে চেতনার ইনসুইং বল ছেড়ে দিতে দিয়ে বোল্ড হন সুদীপ ঘরামি। ২ বল খেলে শূন্য রানে আউট হন সুদীপ। বাংলা ২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মনোজ তিওয়ারি। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ২ ওভার শেষে বাংলার স্কোর ৬ রানে ৩ উইকেট।

16 Feb 2023, 09:12:41 AM IST

সুমন্তকে ফেরালেন সাকারিয়া

দ্বিতীয় ওভারে বল করতে এসে বাংলা শিবিরে দ্বিতীয় ধাক্কা দিলেন চেতন সাকারিয়া। ১.২ ওভারে চেতনের বলে স্লিপে শেল্ডন জ্যাকসনের হাতে ধরা পড়েন অভিষেককারী সুমন্ত গুপ্ত। ৩ বলে ১ রান করেন তিনি। বাংলা ১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনুষ্টুপ মজুমদার।

16 Feb 2023, 09:07:31 AM IST

ঈশ্বরনকে ফেরালেন উনাদকাট

প্রথম ওভারেই বাংলা শিবিরে ধাক্কা দিলেন উনাদকাট। পঞ্চম বলে শর্ট লেগ ফিল্ডার জয় গোহিলের হাতে ধরা পড়েন অভিমন্যু ঈশ্বরন। ৪ বল খেলে খাতা খুলতে পারেননি ঈশ্বরন। বাংলা ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুদীপ ঘরামি।

16 Feb 2023, 09:03:42 AM IST

ম্যাচ শুরু

অভিষেককারী সুমন্তকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অভিমন্যু ঈশ্বরন। বোলিং শুরু করেন জয়দেব উনাদকাট। প্রথম বলেই ১ রান নিয়ে খাতা খোলেন সুমন্ত।

16 Feb 2023, 09:02:45 AM IST

ফাইনালে অভিষেক সুমন্তর 

রঞ্জি ফাইনালে বাংলার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার রঞ্জি ফাইনালে বাংলার হয়ে অভিষেক হল সুমন্ত গুপ্তর।

16 Feb 2023, 08:49:21 AM IST

সৌরাষ্ট্রের প্রথম একাদশ

হার্ভিক দেশাই (উইকেটকিপার), বিশ্বরাজ জাদেজা, জয় গোহিল, শেল্ডন জ্যাকসন, অর্পিত বাসবদা, চিরাগ জানি, প্রেরক মানকড়, ধর্মেন্দ্রসিং জাদেজা, জয়দেব উনাদকাট (ক্যাপ্টেন), চেতন সাকারিয়া ও পার্থ ভাট।

16 Feb 2023, 08:47:15 AM IST

বাংলার প্রথম একাদশ

অভিমন্যু ঈশ্বরন, সুমন্ত গুপ্ত, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি (ক্যাপ্টেন), শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), আকাশ ঘটক, আকাশ দীপ, মুকেশ কুমার ও ইশান পোড়েল।

16 Feb 2023, 08:44:10 AM IST

টস হারল বাংলা

রঞ্জি ট্রফির ফাইনালে টস হারল বাংলা। টস জিতে সৌরাষ্ট্র দলনায়ক জয়দেব উনাদকাট শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান মনোজদের। সুতরাং, ইডেনে রান তাড়া করবে সৌরাষ্ট্র।

16 Feb 2023, 08:36:41 AM IST

কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখবেন ম্যাচ?

বাংলা বনাম সৌরাষ্ট্র ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। রঞ্জি ট্রফি ২০২২-২৩ মরশুমের ফাইনাল ম্যাচটি ডিজনি প্লাস হটস্টারেও দেখা যাবে।

16 Feb 2023, 08:10:34 AM IST

ইডেনের কোন কোন গেট খোলা থাকবে দর্শকদের জন্য?

ইডেনে বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ফাইনাল দেখার জন্য কোনও পয়সা লাগবে না ক্রিকেটপ্রেমীদের। সিএবি ক্লাব হাউসের দু'দিকে গ্যালারির চারটি ব্লক খোলা রাখছে সাধারণ দর্শকদের জন্য। ক্রিকেটপ্রেমীরা ইডেনের ৩ ও ৪ নম্বর গেট দিয়ে বি ও সি ব্লকের লোয়ার টিয়ারে প্রবেশ করতে পারবেন। ১৪ ও ১৭ নম্বর গেট দিয়ে কে ও এল ব্লকের লোয়ার টিয়ারে প্রবেশ করা যাবে।

16 Feb 2023, 08:10:34 AM IST

কোন পথে ফাইনালে ওঠে বাংলা

১. গ্রুপের প্রথম ম্যাচে উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে দেয় বাংলা।২. হিমাচলপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ড্র করে। তবে প্রথম ইনিংসে লিড নেয়।৩. নাগাল্যান্ডকে তৃতীয় ম্যাচে এক ইনিংস ও ১৬১ রানে হারিয়ে দেয়।৪. উত্তরাখণ্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ ড্র করে। যদিও প্রথম ইনিংসে এগিয়ে থাকে।৫. বরোদার বিরুদ্ধে পঞ্চম ম্যাচে ৭ উইকেট জয় তুলে নেয়।৬. ষষ্ঠ ম্যাচে হরিয়ানাকে এক ইনিংস ও ৫০ রানে পরাজিত করে।৭. ওড়িশার বিরুদ্ধে লিগের সপ্তম তথা শেষ ম্য়াচ ৭ উইকেটে হেরে বসে।৮. কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারিয়ে দেয়।৯. সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৩০৬ রানে পরাজিত করে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা CAA-র অধীন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর গ্রেফতার বিভব! আপ বলছে 'ভুয়ো মামলা', দল 'U Turn' নিয়েছে-ক্ষোভ স্বাতীর বিজেপির প্রকল্পে ১,১৪০ কোটি টাকার ক্ষতি! নিজের সরকারকেই অভিযুক্ত করলেন মন্ত্রী ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, এই বছরেই সই হবে চুক্তি জুতো ছিঁড়তে নিজেই সেফটিপিন দিয়ে করলেন ঠিক, 'মাটির মানুষ' মমতায় আপ্লুত নেটপাড়া উপহারের নামে প্রতারণা! ইনস্টাগ্রামে ভাই সেজে ২ লক্ষ টাকা ঠকিয়ে নিল ব্যক্তি এখানে আর তৃণমূল-বিজেপির লড়াইয়ের ভোট নয়, দক্ষিণ ২৪ পরগনায় নয়া হিসেব দিলেন অভিষেক প্লেনের দরজা থেকে পড়ে গেলেন ব্যক্তি, টেক অফের আগেই বড় দুর্ঘটনা! ভিডিয়ো ভাইরাল

Latest IPL News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.