বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > দু’বছর পরে আবার শুরু কলকাতা লিগ! প্রথম দিনেই দুটো লাল কার্ড, নাক ফাটল ফুটবলারের

দু’বছর পরে আবার শুরু কলকাতা লিগ! প্রথম দিনেই দুটো লাল কার্ড, নাক ফাটল ফুটবলারের

শুরু হল কলকাতা ফুটবল লিগের আসর (ছবি-আইএফএ)

গত দুই বছরের খরা কাটিয়ে ১১ জুলাই সোমবার থেকে শুরু হল কলকাতা ফুটবল লিগ। গড়ের মাঠ যেন এদিন নিজের প্রাণ ফিরে পেল। সোমবার পঞ্চম ডিভিশনের ‘এ’ ও ‘বি’ গ্রুপের ৬ টি ম‍্যাচ দিয়ে দুই বছর পর কলকাতা ফুটবল লিগ শুরু হল।

গত দুই বছরের খরা কাটিয়ে ১১ জুলাই সোমবার থেকে শুরু হল কলকাতা ফুটবল লিগ। গড়ের মাঠ যেন এদিন নিজের প্রাণ ফিরে পেল। সোমবার পঞ্চম ডিভিশনের ‘এ’ ও ‘বি’ গ্রুপের ৬ টি ম‍্যাচ দিয়ে দুই বছর পর কলকাতা ফুটবল লিগ শুরু হল। ফুটবল লিগের ম‍্যাচ দেখতে গড়ের মাঠে হাজির হলেন প্রচুর মানুষ। এ দিনে লিগের শুরুটা কেমন হল তা দেখতে বিভিন্ন মাঠ ঘুরে দেখলেন আইএফএ-র নতুন সচিব অনির্বান দত্ত, আইএফএ-র সহ সভাপতি স্বরূপ বিশ্বাস সহ এক ঝাঁক কর্তা।

আরও পড়ুন… ২৯ জুলাই থেকেই হয়তো অনুশীলন শুরু ATK MB-র, তবে কলকাতা লিগে খেলা নিয়ে ঘোর সংশয় 

পঞ্চম ডিভিশনের ‘বি’ গ্রুপের খেলায় পেয়ারাবাগান ১-০ গোলে হারায় আড়িয়াদহকে। অপর খেলায় বাগমারি ২-০ গোলে হারায় কারবালাকে। ‘এ’গ্রুপের খেলায় সারদাচরণ এসি ২-১ গোলে হারায় ক‍্যালকাটা এসিকে। বেঙ্গল স্পোর্টিং ও ওল্ড ফ্রেন্ডস ইউনিয়ন ম‍্যাচ গোল শূন‍্যভাবে শেষ হয়েছে। ক‍্যালকাটা রেঞ্জার্স ২-০ গোলে হারাল বরানগর শিবশঙ্করকে। ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে ইন্ডিয়া ক্লাব জিতল ১-০ গোলে। এদিন লিগের শুরুতেই দু-দুটি লাল কার্ড দেখেছেন ফুটবলাররা। বাগমারির রাজেশ বিশ্বাস (বি গ্রুপ) এবং ইন্ডিয়া ক্লাবের (‘এ’ গ্রুপ) সঞ্জয় মন্ডলকে দুটি করে হলুদ কার্ড দেখান রেফারি।

আরও পড়ুন… ২৯ জুলাই থেকেই হয়তো অনুশীলন শুরু ATK MB-র, তবে কলকাতা লিগে খেলা নিয়ে ঘোর সংশয় 

এদিন টাউন মাঠে সারদা চরণের এক ফুটবলারের নাক ফাটল। আইএফএ-এর অ‍্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফুটবলারের নাকে সেলাই পড়েছে। ওয়াইএমসিএ-এর মাঠের পাশে খেলা দেখতে মানুষের ঢল নেমেছিল। যেহেতু এবছর বয়স ভিত্তিক লিগ সেই কারণে অনেক ফুটবলারের মায়েরাও মাঠে এসেছিলেন।

বন্ধ করুন