ইন্টার-জোনাল সেমিফাইনালের দৌড়ে টিকে থাকবে মোহনবাগান সুপার জায়ান্ট? নাকি পিছন থেকে উঠে এসে সেমির দৌড়ে প্রবলভাবে ঢুকে পড়বে ওড়িশা এফসি? সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই বিষয়টি নির্ধারিত হবে ৯০ মিনিটে। সেই পরিস্থিতিতে দু'দলের কাছেই সোমবারের ম্যাচটা কার্যত মরণবাঁচন হতে চলেছে। কারণ আপাতত যা পরিস্থিতি, তাতে ইন্টার-জোনাল সেমিফাইনালে উঠতে ওড়িশার বিরুদ্ধে জিততেই হবে মোহনবাগানকে। সঙ্গে জিততে হবে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধেও। তারপর তাকিয়ে থাকতে হবে বসুন্ধরা কিংসের দিকে। কারণ চার ম্যাচে মোহনবাগান ও বসুন্ধরার পয়েন্ট সাত। মুখোমুখি রেকর্ডের সুবাদে গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশের দল। সেই পরিস্থিতিতে এক পয়েন্টও খোয়াতে রাজি নন জুয়ান ফেরান্দোর ছেলেরা।
(Mohun Bagan vs Odisha FC Live Updates: এএফসি কাপে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসির ম্যাচের লাইভ আপডেট দেখুন- ক্লিক করুন এখানে)
তবে আপাতত সেই অঙ্কের জটিলতা থেকে দূরে থাকতে চাইছেন মোহনবাগানের কোচ ফেরান্দো। তাঁর বক্তব্য, সবার আগে ভালো খেলে ওড়িশার বিরুদ্ধে তিন পয়েন্ট ঘরে আনতে চান। তারপর বসুন্ধরার কী অবস্থা, সেটা বিবেচনা করে দেখা হবে। হিসাব করা হবে বলে জানিয়েছেন ফেরান্দো। অর্থাৎ দলের খেলোয়াড়দের বাড়তি চাপ তৈরি করতে চাইছেন না মোহনবাগানের স্প্যানিশ কোচ।
আর ঠিক সেই চাপের জায়গা উসকে দিয়েই মাইন্ড গেম খেলার চেষ্টা করেছেন ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা। তাঁর বক্তব্য, এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে যেতে মোহনবাগানের উপরই চাপ আছে। তাঁরা বরং উপভোগ করে খেলতে চান। তবে ওড়িশার কোচ ভালোভাবেই জানেন যে মোহনবাগানের বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়ে গেলে তাঁদের সামনেও সেমিতে ওঠার দরজা খুলে যাবে।
কবে এবং কোথায় মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচ হবে?
সোমবার (২৭ নভেম্বর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের গ্রুপ 'ডি'-র পঞ্চম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি। অর্থাৎ মোহনবাগানের হোম ম্যাচ এটা।
কখন থেকে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসির ম্যাচ শুরু হবে?
সোমবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ওড়িশা এফসির বিরুদ্ধে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। অর্থাৎ কিক-অফ টাইম হল সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।
টিভিতে কোন চ্যানেলে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচের সরাসরি (লাইভ) সম্প্রচার হবে?
স্পোর্টস১৮ চ্যানেলে (Sports18 Channel) সরাসরি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসির ম্যাচ সম্প্রচারিত হবে। অর্থাৎ যাঁরা টিভিতে এএফসি কাপে মোহনবাগান এবং ওড়িশার ম্যাচ লাইভ দেখতে চান, তাঁরা স্পোর্টস১৮ চ্যানেলে দেখতে পারবেন।
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় হবে?
সোমবার জিয়ো টিভি (JioTV) এবং ফ্যানকোডে (Fancode) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচের লাইভস্ট্রিমিং হবে। জিয়ো টিভিতে বিনামূল্যে এএফসি কাপের সেই গুরুত্বপূর্ণ ম্যাচের লাইভস্ট্রিমিং দেখতে পাবেন। খরচ হবে না এক পয়সাও।
আর তাছাড়া ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ তো আছেই। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় এএফসি কাপে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচের লাইভ স্কোর, টাটকা আপডেট ও যাবতীয় খবর দেখতে পাবেন। ক্লিক করুন এখানে – bangla.hindustantimes.com।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।