দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ভারতের প্রথম একাদশ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন বিক্রম রাঠোর। প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মলনে ভারতের ব্যাটিং কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, প্রোটিয়াদের বিরুদ্ধে লোকেশ রাহুলকে মাঠে নামানো হবে কিনা। তিনি সঙ্গে এও জানিয়ে দেন যে, টিম ম্যানেজমেন্ট ঋষভ পন্তকে তৈরি থাকতে বলেছে।
লোকেশ রাহুল বিশ্বকাপের প্রথম দু'ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৪ রান করে আউট হন তিনি। পরে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ওপেন করতে নেমে বড় রানের মুখ দেখেননি লোকেশ। মাত্র ৯ রান করে সাজঘরের পথে হাঁটা লাগান তিনি। যদিও ডাচদের বিরুদ্ধে লোকেশ আম্পায়ারের ভুল সিদ্ধান্তে এলবিডব্লিউ হন। নন-স্ট্রাইকে থাকা রোহিত শর্মা রিভিউ নিতে না চাওয়ায় লোকেশকে ক্রিজ ছাড়তে হয়।
স্বাভাবিকভাবেই শনিবার সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ওঠে যে, তবে কি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত লোকেশকে বসিয়ে ঋষভ পন্তকে মাঠে নামাবে? এমন প্রশ্নের উত্তরে রাঠোর রাহুলের বাদ পড়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, লোকেশ রাহুল দক্ষিণ আফ্রিকা ম্যাচে খেলবেন এবং তিনিই রোহিতের সঙ্গে ইনিংসের ওপেন করতে নামবেন।
রাঠোর বলেন, ‘আমরা লোকেশ রাহুলের বদলে পন্তকে মাঠে নামাব না। রাহুলই ভারতের হয়ে ওপেন করবে।’
পরক্ষণে ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘১১ জনকে মাঠে নামানো সম্ভব। আমি জানি ঋষভ পন্ত সত্যিই দারুণ ক্রিকেটার। আমরা জানি ও কী করতে পারে। আমরা ওকে তৈরি থাকতে বলেছি। ওর শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। কঠোর অনুশীলন করছে ও। পন্ত খুব তাড়াতাড়ি সুযোগ পেতে পারে। আমি নিশ্চিত, যখন সুযোগ আসবে, পন্ত পুরোপুরি তৈরি থাকবে।’