পিকআপ শটে রোহিত শর্মার একটি ছক্কা, পূর্ণ নিয়ন্ত্রণে শুভমন গিলের পরপর ৪টি চার। লাহিরু কুমারার এক ওভারে ভারতের দুই ওপেনার যেভাবে তাণ্ডব চালান, দেখে মনে হচ্ছিল বুঝি টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন রোহিত-গিল।
তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। দুই ওপেনার রোহিত ও গিল ইনিংস শুরু করেন সতর্কভাবে। প্রথম ২ ওভারে ভারত মাত্র ৪ রান সংগ্রহ করে। সেই চার রান আসে লেগ-বাই হিসেবে।
তবে একবার বলের সঙ্গে চোখ সড়গড় হতেই দুই ওপেনার হাত খোলেন। ইনিংসের ষষ্ঠ ওভারে লাহিরু কুমারার প্রথম বলে রোহিত ছয় মারার পরে দ্বিতীয় বলে এক রান নেন। ওভারের শেষ চারটি বলে পরপর চারটি চার মারেন শুভমন গিল।
রোহিত-গিলের ওপেনিং জুটিতে ভারত ৯৫ রান সংগ্রহ করে। শেষে ১৫.২ ওভারের মাথায় করুণারত্নের বলে ফার্নান্ডোর হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন হিটম্যান। তিনি ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৪২ রান করে ক্রিজ ছাড়েন।
রোহিত অর্ধশতরান হাতছাড়া করলেও কোনও ভুল করেননি শুভমন গিল। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ৫০ রানের গণ্ডি টপকেও হাল ছাড়েননি শুভমন। বরং নিজের ইনিংসকে তিন অঙ্কের রূপ দেন তরুণ ওপেনার। গিল ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন।
রোহিত সাজঘরে ফেরার পরে ব্যাট হাতে ক্রিজে আসেন বিরোট কোহলি। তিনিও আগাগোড়া দাপুটে ব্যাটিংয়ে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান। ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।