আইসিসিরএলিট প্যানেলে জায়গা ধরে রাখলেন ভারতীয় আম্পায়ার নীতিন মেনন। আইসিসি আরও এক বছরের জন্য তাঁকে এলিট প্যানেলের অন্তর্ভুক্ত করেছে।
৩৮ বছর বয়সী মেনন করোনা মহামারির পরে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ পরিচালনা করবেন। ১১ জনের এলিট প্যানেলে তিনিই একমাত্র ভারতীয় আম্পায়ার।
সংবাদ সংস্থা পিটিআইকে এক বিসিসিআই কর্তা বলেন, ‘আইসিসি সম্প্রতি এলিট প্যানেলে নীতিন মেননের মেয়াদ আরও একবছর বাড়িয়েছে। ও গত তিন-চার বছর ধরে আমাদের প্রথমসারির আম্পায়ার। চলতি মাসের শেষের দিকেই নিরপেক্ষ আম্পায়ার হিসেবে প্রথমবার ওকে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে।’
উল্লেখ্য, ২০২০ সালে নীতিন মেননকে এলিট প্যানেল আম্পায়ারদের তালিকায় জায়গা করে দেয় আইসিসি। তিনি তৃতীয় ভারতীয় হিসেবে আইসিসির এলিট প্যানেল আম্পায়ারের মর্যাদা পান। তাঁর আগে ভারত থেকে এলিট প্যানেলের অন্তর্ভুক্ত হয়েছিলেন এস ভেঙ্কটরাঘবন ও এস রবি।
করোনার জন্য আইসিসি স্থানীয় আম্পায়ারদের দিয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নেওয়ায় এতদিন মেনন নিরপেক্ষ দেশের ম্যাচ পরিচালনা করেননি। অবশেষে সেই সুযোগ এসেছে তাঁর সামনে। ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের শেষেই তিনি শ্রীলঙ্কায় উড়ে যাবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিংহলিদের ২টি টেস্টে আম্পায়ারিং করবেন মেনন।
আইসিসি এলিট প্যানেল আম্পায়াররা: নীতিন মেনন (ভারত), আলিম দার (পাকিস্তান), ক্রিস গাফানি (নিউজিল্যান্ড), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), মরাইস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা), মাইকেল গফ, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোরো (ইংল্যান্ড), পল রেইফেল, রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।