বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > GT vs SRH: প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল গুজরাট, হেরে ছিটকে গেল হায়দরাবাদ

GT vs SRH: প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল গুজরাট, হেরে ছিটকে গেল হায়দরাবাদ

প্লে-অফে পৌঁছে গেল গুজরাট টাইটান্স।

সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে ২০২৩ আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। আর হেরে প্লে-অফের স্বপ্নে ইতি টানল সানরাইজার্স।

শুভমন গিলের আগুনে সেঞ্চুরি, সাই সুদর্শনের নির্ভরযোগ্য ব্যাটিং, বল হাতে মহম্মদ শামি, মোহিত শর্মাদের বিস্ফোরণ- সব মিলিয়ে সোমবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে ২০২৩ আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। আর হেরে প্লে-অফের স্বপ্নে ইতি টানল সানরাইজার্স।

লড়াইটা এ দিন মূলত দুই দলের বোলারদের মধ্যেই হাড্ডাহাড্ডি হল। প্রথম ইনিংসে সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের দাপট। তার মাঝেই অবশ্য স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছিল শুভমন গিল এবং সাই সুদর্শনের ব্যাট। দ্বিতীয় ইনিংসে গুজরাট টাইটান্সের বোলারদের আগুন। যার জেরে মাত্র ১৫৪ রানে গুটিয়ে গেল সানরাইজার্স। তার মাঝেই হেনরিখ ক্লাসেনের অনবদ্য পারফরম্যান্স জ্বলজ্বল করছিল। তবে ক্লাসেনের ৪৪ বলে ৬৪ রানও শেষ রক্ষা করতে পারল না। দুই ম্যাচ বাকি থাকতে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল নিজামের শহরের দলটি। টাইটান্স আবার জিতে লিগ তালিকার প্রথম দুইয়ের মধ্যে থাকাটা নিশ্চিত করে ফেলল।

আরও পড়ুন: W-W-W-1-W-1b- GT-র ইনিংসের শেষ ওভারে ভুবি ধামাকা, ডেথ ওভারে কাঁপুনি ধরালেন তারকা

টাইটান্সের দেওয়া ১৮৯ রা তাড়া করতে নেমে একেবারে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল সানরাইজার্সের ইনিংস। ৫০ হওয়ার আগেই ৬ উইকেট তারা হারিয়ে বসে ছিল। দেখে মনে হচ্ছিল, রবিবার রাজস্থান রয়্যালসের মতোই অবস্থা হবে। যে ভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৫৯ রানে অলআউট হয়ে গিয়েছিল রাজস্থান, সেই রকম অবস্থার মুখেই এ দিন প্রায় পড়েছিল হায়দরাবাদের দলটি। তবে হেনরিখ ক্লাসেন সে রকম অঘটন ঘটতে দিলেন না। তাঁকে কিছুটা সঙ্গত করেন ভুবনেশ্বর কুমার। ২৬ বলে ২৭ করে লড়াই চালিয়েছিলেন ভুবি। শেষে মায়াঙ্ক মার্কন্ডেও ৯ বলে অপরাজিত ১৮ রান করে কিছুটা চেষ্টা করেন। তবে হায়দরাবাদকে ৩৪ রানে হারতেই হল।

সোমবার টস জিতে গুজরাট টাইটান্সকে ব্যাট করতে পাঠান এডেন মার্করাম। প্রথম ওভারের তৃতীয় বলেই বড় ধাক্কাটা দেন ভুবনেশ্বর কুমার। শূন্য হাতে সাজঘরে ফেরেন ঋদ্ধিমান সাহা। টাইটান্সও তখন রানের খাতা খোলেনি। তবে সেই ধাক্কা সামলে সাই সুদর্শনের সঙ্গে জুটি বাঁধেন শুভমন গিল। দ্বিতীয় উইকেটে তারা ১৪৭ রান করে। এই জুটি যখন খেলছিল, তখন মনে হচ্ছিল ২৩০ মতো করে ফেলবে টাইটান্স।

আরও পড়ুন: কেন ল্য়াভেন্ডার জার্সি পরে নেমেছেন হার্দিকরা?

তবে মার্কো জানসেন সাই সুদর্শনকে সাজঘরে ফেরানোর পরেই ধস নামে টাইটান্সের ব্যাটিংয়ে। ৩৬ বলে ৪৭ করে সাই সুদর্শন টি নটরাজনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তখন ১৪.১ ওভারে টাইটান্সের স্কোর ২ উইকেটে ১৪৭। সেখান থেকে ২০ ওভারে ১৮৮ রানে পৌঁছতেই আরও ৭ উইকেট হারিয়ে বসল গুজরাটের দল। তবে এ দিন আইপিএলের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ফের নজর কাড়লেন শুভমন গিল। শেষ ওভারে ভুবির বলে আউট হওয়ার আগে তিনি ৫৮ বলে ১০১ রান করে ফেলেছিলেন। তাঁর ইনিংসে রয়েছে ১৩টি চার এবং একটি ছক্কা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৯৪ রানে অপরাজিত থাকতে হয়েছিল। সে বার শতরানের খুব কাছে থেমে যেতে হয়েছিল। এ বার তিন অঙ্কে পৌঁছে আক্ষেপ মেটালেন শুভমন। ৫৬ বলে সেঞ্চুরি পূরণ করেন তরুণ তারকা।

যে উইকেটে শুভমন-সুদর্শনরা দাপুটে ব্যাটিং করলেন, সেখানেই হার্দিক পাণ্ডিয়া (৮), ডেভিড মিলার (৭), রাহুল তেওয়াটিয়া (৩), রশিদ খান (০), নুর আহমেদ (০), মহম্মদ শামি (০) একেবারে বানের জলেই যেন ভেসে গেলেন। মনে হচ্ছিল আলাদা পিচে খেলছেন হার্দিকরা। শুভমন-সুদর্শন খেলছিলেন যখন, তখন গুজরাট টাইটান্সকে দেখে মনে হয়েছিল, ২০০ পার করে বড় ইনিংস গড়বে। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা তা হতে দিল না! টাইটান্সকে ৯ উইকেটে ১৮৮-তেই থামতে হল। শেষ ৩৫ বলে হয় মাত্র ৪১ রান। পড়ে ৭ উইকেট। এ দিন সানরাইজার্সের ভুবনেশ্বর কুমার একাই গুজরাটের ৫ উইকেট তুলে নেন। এ ছাড়া মার্কো জানসন, ফজলহক ফারুকি, টি নটরাজনরা নেন ১টি করে উইকেট।

রান তাড়া করতে নেমে হায়দরাবাদের অনমোলপ্রীত সিং (৫), অভিষেক শর্মা (৫), এডেন মার্করাম (১০), রাহুল ত্রিপাঠি (১), সরবীর সিং (৭), আব্দুল সামাদ (৪), মার্কো জানসেনরা (৩) একেবারে ল্যাজেগোবরে হন। মনেই হচ্ছিল না, একই পিচে সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমন গিল। যার খেসারত ম্যাচ হেরে দিতে হল সানরাইজার্সকে। অষ্টম উইকেটে হেনরিখ ক্লাসেন এবং ভুবনেশ্বর কুমার ৬৮ রানের পার্টনারশিপ গড়েছিল। তবে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ করে সানরাইজার্স হায়দরাবাদ। টাইটান্সের মহম্মদ শামি এবং মোহিত শর্মা ৪টি করে উইকেট নিয়েছেন। এক উইকেট নিয়েছেন যশ দয়াল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুকে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক! দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথার অডিয়ো ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল গরমে দেদার তরমুজ খাচ্ছেন! বেশি খেলে কী হতে পারে জানেন? কতটা খাওয়া দরকার? জানুন দ্বিতীয় সারির নিউজিল্যান্ড টিমই কাঁদিয়ে ছাড়ছে বাবরদের, চতুর্থ T20I জিতে লিড নিল ৩ বছরে বিয়ে ভাঙার খবর অনির্বাণের! অভিনেতার প্রতি মেয়ের ‘ভালবাসা’,ভাগ করল রূপঙ্কর স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ভোটে টাকার ছড়াছড়ি, ফের উদ্ধার বিপুল পরিমাণ নগদ, কার্শিয়াঙে আটক GNLF নেতা আজ দ্বিতীয় দফায় ৮৮ কেন্দ্রে ভোট, ২০১৯ সালের নির্বাচনে ক'টা আসনে জিতেছিল BJP? ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ লাকি কারা? জ্যোতিষমতে ২৬ এপ্রিলের রাশিফল রইল

Latest IPL News

স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.