বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > DC vs RCB, IPL 2023: খারাপ বোলিং, ম্যাক্সওয়েলকে তিনে নামানো- দিল্লির কাছে হেরে শুধুই কপাল চাপড়ালেন ফ্যাফ

DC vs RCB, IPL 2023: খারাপ বোলিং, ম্যাক্সওয়েলকে তিনে নামানো- দিল্লির কাছে হেরে শুধুই কপাল চাপড়ালেন ফ্যাফ

ফ্যাফ ডু'প্লেসি।

শনিবারের ম্যাচে আরসিবি প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮১ রান করে। রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে ৩ উইকেটে ১৮৭ করে দিল্লি। তার ২০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচটি পকেটে পুড়়ে ফেলে।

চিন্নাস্বামীতে হারের বদলা কোটলায় নিল দিল্লি ক্যাপিটালস। প্রথম লেগে আরসিবি-র ঘরের মাঠে হারতে হয়েছিল দিল্লিকে। সেই ম্যাচেই প্রকাশ্যে এসেছিল বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে ঝামেলা। এ বার নিজেদের ঘরের মাঠে কোটলায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে উড়িয়ে বদলা পূরণ করল দিল্লি। এই ম্যাচে দিল্লি ২০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে যায়। হারের পর আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি দুর্বল বোলিংকেই দায়ী করেছেন। একই সঙ্গে দলের বর্তমান পারফরম্যান্সের অবনতির বড় কারণ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের ব্যর্থতা।

হারের জন্য বোলারদের দায়ী করেছেন ফ্যাফ

দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যানরা এই ম্যাচে ফ্যাফ ডু'প্লেসির দলের উপর ব্যাট হাতে রীতিমতো আধিপত্য বিস্তার করেছিল। দিল্লির উদ্বোধনী জুটি প্রথম উইকেটে ৬০ রানের পার্টনারশিপ করেন। এর পর ডেভিড ওয়ার্নার আউট হলেও ফিল সল্ট কিন্তু বিস্ফোরকই ছিলেন। মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনী রান দাপটের সঙ্গেই তুলে নেয় দিল্লি। এ দিন আরসিবি-র বোলাররা কার্যকরী ভূমিকা নিতে পারেননি।

আরও পড়ুন: এখনও স্বস্তিতে নেই, এক-দু'টি দল এখনও ঘাড়ের উপর রয়েছে- জিতেও চিন্তায় ডুবে ধোনি

ম্যাচের পর ফ্যাফ বলছিলেন, ‘আমার মনে হয়েছিল, জেতার জন্য ১৮৫ একটি খুব ভালো স্কোর। চবে শিশিরের কারণে স্পিনাররা সুবিধে পায়নি। কিন্তু কৃতিত্ব ওদেরও (ডিসি ব্যাটসম্যানদের) দিতে হবে। সত্যি বলতে, শিশির থাকলেও সঠিক জায়গায় বোলিংটা করতে হবে। কয়েকটি বাজে বল এবং আমাদের কিছু ভুলের জন্য আমরা পিছিয়ে পড়ি। তবে এটাও ঠিক, ওরা সত্যিই ভালো ব্যাটিং করেছে। অবশ্য আমরাও ব্যাট হাতে শেষের দিকে আক্রমণাত্মক হতে পারিনি। আমাদের মনে হয়েছিল ১৮৫ টিক ঠাক স্কোর। তবে আমাদের একটি ওভারে অন্তত বড় রান করা দরকার ছিল, যা আমাদের ২০০-চে নিয়ে যেতে সাহায্য করবে। তবে সেটা বোলারদের উপর চাপ তৈরি করতে পারলে তবেই হবে।’

আরও পড়ুন: আমি খারাপ কিছুই বলিনি- নিজের দোষ ঢাকতে BCCI- কে লম্বা চিঠি কোহলির- রিপোর্ট

ম্যাক্সওয়েলকে নিয়ে বড় বক্তব্য দিলেন আরসিবি অধিনায়ক

এই ম্যাচে ওপেন করেন ফ্যাফ এবং বিরাট কোহলি। ফ্যাফ আউট হতে তিনে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু এই ম্যাচে তিনি ব্যাট হাতে একটিও রান করতে পারেননি এবং খাতা না খুলেই প্রথম বলেই মিচেল মার্শের শিকার হন।

ম্যাক্সিকে তিনে নামানো প্রসঙ্গে ফ্যাফ বলেন, ‘৪ নম্বরে নেমে ম্যাক্সি (ম্যাক্সওয়েল) ভালো খেলছিল। আমরা ভেবেছিলাম, ওকে আগে নামানো যেতে পারে। কারণ ও ভালো খেলছে। তবে আমি লোমরোকে ৫ নম্বরে দেখে সত্যিই খুশি হয়েছিলাম এবং ও ভালো খেলেছে। ওর জন্য এটি ইতিবাচক ছিল।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শার্লিন পায়ে হাত দিতে যেতেই চমকে গেলেন রানি! জানেন বয়সের কত ফারাক দুজনের পুলিশ–কলকাতা পুরসভা এককাট্টা বিসর্জন ঘাটে, নজরদারি–পরিষ্কার চলবে জোরকদমে ‘১ জন অসুস্থ হলে ১০ জন উঠে আসবে’, হুংকার কিঞ্জলের, কোন অনশনরত ডাক্তার কেমন আছেন? মীন রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে হারলে বিজয়াতেই শেষ হতে পারে সেমির স্বপ্ন, IND v AUS বিশ্বকাপ লড়াই কোথায় দেখবেন? গম্ভীরের একটা মন্ত্রেই বদলে গিয়েছে দল, সঞ্জুর খেলাতেই স্পষ্ট- সূর্যকুমার যাদব কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে যুবকের পেট কেটে জীবন্ত আরশোলা বের করলেন চিকিৎসকরা, প্রাণে বাঁচলেন রোগী মকর রাশির সাপ্তাহিক রাশিফল, ১৩ থেকে ১৯ অক্টোবর কেমন কাটবে ‘‌ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে’‌, হাসিনার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তৌহিদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.