বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CEO দল বাছলে কোচ-ক্যাপ্টেনের কাজ কী? গোড়ায় গলদের জন্যই KKR খারাপ খেলছে, দাবি বিশ্বকাপজয়ী অল-রাউন্ডারের

CEO দল বাছলে কোচ-ক্যাপ্টেনের কাজ কী? গোড়ায় গলদের জন্যই KKR খারাপ খেলছে, দাবি বিশ্বকাপজয়ী অল-রাউন্ডারের

কলকাতা নাইট রাইডার্স। ছবি- আইপিএল।

কলকাতা নাইট রাইডার্সের দল নির্বাচনে CEO-র যুক্ত থাকার কথা শুনে ক্ষোভ প্রকাশ করেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অল-রাউন্ডার।

গোড়ায় গলদের জন্য চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স খারাপ খেলছে, এমনটাই দাবি মদন লালের। ৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের তারকা অল-রাউন্ডার স্পষ্ট জানান যে, দল নির্বাচনে নাইট সিইও-র নাক গলানোর কথা শুনে তিনি হতাশ এবং হতবাক।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫২ রানে জয় তুলে নেওয়ার পরে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের কাছে প্লেয়িং ইলেভেনে বৈপ্লবিক রদবদল প্রসঙ্গে জানতে চাওয়া হয়। জবাবে তিনি জানান যে, ক্রিকেটারদের বাদ দেওয়ার কথা বলা কঠিন কাজ। কোচ এবং সিইও-ও দল নির্বাচনে যুক্ত থাকেন। সব খেলোয়াড়ই বিষয়টা খোলামনে গ্রহণ করেন এবং সবাই নিজেদের সেরাটা মেলে ধরার চেষ্টা করেন।

আরও পড়ুন:- নিয়মিত সুযোগ পেলে দলকে IPL ট্রফি এনে দিতে পারতেন, দাবি RCB-র প্রাক্তন তারকার

দল নির্বাচনে নাইট সিইও-র যুক্ত থাকার খবর সামনে আসার পরেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেটমহল। নাইট সমর্থকরা তো বটেই, হতাশা প্রকাশ করেন প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরাও। মদন লালও সেই দলেই পড়েন।

আরও পড়ুন:- ৪০ বছরের বালাজি ও ১৬ বছরের ব্রুসের ব্যাটে বিশ্বরেকর্ড গড়ল জিব্রাল্টার, এমন নজির T20 বিশ্বচ্যাম্পিয়নদেরও নেই

কেকেআর সিইওর এমন আচরণ নিয়ে মদন লালের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আইয়ারের মুখ থেকে এমন খবর শোনার পরে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত হতাশ ও হতবাকও। যদি এটা সত্যি হয়, তবে কোচ ও সাপোর্ট স্টাফরা কী করেন? দলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কোচ ও ক্যাপ্টেনের কাজ, সিইও-র নয়। একারণেই কেকেআর মাঠের লড়াইয়ে এত খারাপ খেলছে। দলের মধ্যে গোড়ায় গলদ রয়েছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন