বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ওবেদ ম্যাককয়ের ওভারে চার-ছক্কার বন্যা! ৫ বলে ২৬ রান নিল দিল্লি ক্যাপিটলস

IPL 2022: ওবেদ ম্যাককয়ের ওভারে চার-ছক্কার বন্যা! ৫ বলে ২৬ রান নিল দিল্লি ক্যাপিটলস

ওবেদ ম্যাককয়ের ওভার (ছবি:টুইটার)

ম্যাচে নিজেদের রাশ ধরে রাখতে প্রথম থেকেই প্রতি ওভারেই বড় রান চাইছিলেন পৃথ্বী শ ও ঋষভ পন্ত। দিল্লি যখন বড় ওভারের খোঁজ করছিলেন তখনই ম্যাচের নবম ওভার করতে আসেন রাজস্থান রয়্যালসের ক্যারেবিয়ান বোলার ওবেদ ম্যাককয়।

এক ওভারে ২৬ রান দিলেন রাজস্থান রয়্যালসের ক্যারেবিয়ান বোলার ওবেদ ম্যাককয়। ২০২২ আইপিএল-এর ৩৪তম ম্যাচে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস স্কোর বোর্ডে তোলে বড় ২২২/২ রান। ২২৩ রানের লক্ষ্য নিয়ে মাটে খেলতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে তাকে দিল্লি ক্যাপিটলস। যদিও ৫.১ ওভারে ৪৮ রানের মধ্যেই ২ উইকেট হারিয়েছিল দিল্লি।

তবু ম্যাচে নিজেদের রাশ ধরে রাখতে প্রথম থেকেই প্রতি ওভারেই বড় রান চাইছিলেন পৃথ্বী শ ও ঋষভ পন্ত। দিল্লি যখন বড় ওভারের খোঁজ করছিলেন তখনই ম্যাচের নবম ওভার করতে আসেন রাজস্থান রয়্যালসের ক্যারেবিয়ান বোলার ওবেদ ম্যাককয়। ওভারের প্রথম বলেই ওবেদকে বাউন্ডারি হাঁকান পৃথ্বী শ। পরের বলেই ছক্কা হাঁকান তিনি।

তৃতীয় বল সম্পূর্ণ করতে দুটি ওয়াইড ও একটি নোবল করেন ও সঙ্গে বাই রান দেন। যখন ওবেদ নিজের তৃতীয় বল শেষ করেন ততক্ষণে তিনি ১৮ রান খরচ করে ফেলেন। সেই ওভারের চতুর্থ বল খেলতে আসেন ঋষভ পন্ত। তিনি চতুর্থ বলে সোজা বাউন্ডারি হাঁকান। পরের বলে আউটের সুযোগ আসে রাজস্থানের সামনে। তবে হেতমায়ার ও পরাগের ভুল বোঝাবুঝিতে বাউন্ডারি পেয়ে যান ঋষভ পন্ত। ওভারের পাঁচ বলেই ২৬ রান করে ফেলেছিল দিল্লি ক্যাপিটলস। ওভারের শেষ বলে রান না এলেও দিল্লির জন্য এটি ছিল একটা বড় ওভার। ৯  ওভার শেষে দিল্লি ক্যাপিটলসের স্কোর বোর্ডে তোলে ৯৫/২ রান।

বন্ধ করুন