দারুণ মরশুমটা ফাইনালে গুজরাট টাইটানসের বিরুদ্ধে পরাজয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে রাজস্থান রয়্যালসের। ফাইনালে মাত্র ১৩০ রান তোলার পর সাত উইকেটে পরাজিত হয় রাজস্থান। শুরুটা বল হাতে ভাল করেও রাজস্থানের বোলাররা সেই গতিটা আর শেষের দিকে ধরে রাখতে পারেননি।
রবিচন্দ্রন অশ্বিনকে ১২তম ওভারে বোলিং আনে রাজস্থান। বেশিরভাগ ক্যারাম বল করলেও এদিন অশ্বিন ম্যাচে একদমই প্রভাব ফেলতে পারেননি। তিন ওভারে কোনও উইকেট না নিয়ে ৩২ রান খরচ করে এক হতাশাজনক স্পেল শেষ করেন অফস্পিনার। ফাইনাল হারের পরেই তারকা অফস্পিনারকে নিজের অফস্পিনটা উন্নত করারই পরামর্শ দেন রাজস্থান ক্রিকেটের ডিরেক্টর কুমার সাঙ্গাকারা।
সাংবাদিক সম্মেলনে অশ্বিনকে ‘লেজেন্ড’ দাবি করলেও, তারপরেই তিনি বলেন, ‘অ্যাশ (অশ্বিন) আমাদের জন্য দারুণ পারফর্ম করেছেন। অ্যাশ ময়দানে ক্রিকেট খেলে যা যা কৃতিত্ব গড়েছে, নিঃসন্দেহে ও একজন লেজেন্ড। তবে ওর মতো লেজেন্ডকেও অনেক বিষয় নিয়ে ভাবনাচিন্তা করতে হবে, অনেক কিছু আরও উ্ন্নত করতে হবে। বিশেষ করে ওর অফস্পিনটা উন্নত করে আরও বেশি পরিমাণে সেটা ম্যাচে করতে হবে।’ আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিনের ৬৫০-র অধিক উইকেট রয়েছে। আইপিএলেও উইকেট সংখ্যা ১৫০-র অধিক। তাঁর সম্পর্কে সাঙ্গার এমন মন্তব্য, কিন্তু দলে হালকা বিভেদেরই আভাস দিচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।