বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: Swiggy, Zomato-র মতো তড়িঘড়ি করছেন বিরাট-রোহিত, টানা ব্যর্থতায় ট্রোল নেটিজেনদের

IPL 2022: Swiggy, Zomato-র মতো তড়িঘড়ি করছেন বিরাট-রোহিত, টানা ব্যর্থতায় ট্রোল নেটিজেনদের

এবারের আইপিএলে লাগাতার ব্যর্থ হচ্ছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। (ছবি সৌজন্যে টুইটার)

এবারের আইপিএলে এখনও পর্যন্ত আট ম্যাচে ১১৯ রান করেছেন বিরাট কোহলি। তাঁর অবস্থা এতটাই খারাপ যে শেহবাজ আহমেদ, অনুজ রাওয়াতরাও বিরাটের থেকে বেশি রান করেছেন। রোহিতের অবস্থাও একইরকম। সাত ম্যাচে মাত্র ১১৪ রান করেছেন।

লাগাতার ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা। একই অবস্থা বিরাট কোহলির। শেষ দু'ম্যাচে তো প্রথম বলেই আউট হয়ে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক। তা নিয়ে নেট দুনিয়ায় অনেকে যেমন ভারতের সর্বকালের সেরা অন্যতম দুই খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছেন, অনেকে আবার তাঁদের ট্রোলও করেছেন।

(আইপিএল সংক্রান্ত যে কোনও খবর পড়তে এখানে ক্লিক করুন)

শনিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়ে যান বিরাট। অফস্টাম্পের পর ঠেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান ড্রেসিংরুমে। লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধেও ‘গোল্ডেন ডাক’ করেছিলেন বিরাট। সেই পরিস্থিতিতে এক নেটিজেন বলেন, 'সবাই যেন তাড়াতাড়িতে থাকেন - সুইগি ইনস্টামার্ট, জোম্যাটো, ব্লিনকিট, জেপটো, রোহিত শর্মা এবং বিরাট কোহলি।'

 

এবারের আইপিএলে এখনও পর্যন্ত আট ম্যাচে ১১৯ রান করেছেন বিরাট। সর্বোচ্চ করেছেন ৪৮ রান। গড় মাত্র ১৭। স্ট্রাইক রেট ১২২-র আশপাশে। মাত্র ন'টি চার মেরেছেন। হাঁকিয়েছেন দুটি ছক্কা। তাঁর অবস্থা এতটাই খারাপ যে শেহবাজ আহমেদ, অনুজ রাওয়াতরাও বিরাটের থেকে বেশি রান করেছেন। রোহিতের অবস্থাও একইরকম। সাত ম্যাচে মাত্র ১১৪ রান করেছেন। গড় মাত্র ১৬.২৯। স্ট্রাইক রেট ১২৬.৬৬। সর্বোচ্চ ৪১ রান করেছেন। মেরেছেন ১২ টি চার এবং ছ'টি ছক্কা। যা কিনা বিরাট এবং রোহিতের মতো খেলোয়াড়ের নিরিখে ভয়ঙ্কর পরিসংখ্যান। দু'জনের অফ-ফর্মে পাশে দাঁড়িয়েছেন অনেক ক্রিকেট ভক্তই। তাঁদের আশা, শীঘ্রই দু'জনের খারাপ সময় কেটে যাবে। আবার আগের মতো রান করবেন তাঁরা।

বন্ধ করুন